দেনা পাওনা – কলমে:- নাদিয়া সুলতানা

0
550

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা:- দেনা পাওনা
কলমে:- নাদিয়া সুলতানা
—————————————
হে তরুণ বালক তোমার মুষ্টিকে দৃঢ়বদ্ধ কর,
কালের কাস্তে ভয়ানক আর তার ভ্রাম‍্যমান দর্পণ চপল।

হে তরুণ বালক যখন তুমি দুর্বল হয়ে পড়বে,
তখন তোমার আপন আত্মার দর্পণে প্রেমিককে দুর্বল করে দেখাও।
যেভাবে তোমার প্রেমিক তোমার মনে প্রতিবিম্বত হয়ে আছে।

হে তরুণ বালক তোমার পরম কত্রী প্রকৃতি যেদিকে চলবে,যেদিকে সেটা চালাতে চাইবে।
যদিই তুমি এগিয়ে যাও এখনি সে তোমায় টেনে ধরবে।
তার কবলে সে তোমাকে রেখে দেয় এই উদ্দেশ্য নিয়ে,অদ্ভুত এক সূক্ষ্ম কৌশলে সে কালকে ধ্বংস করে অকারণে।

হে তরুণ বালক,সে প্রকৃতিকে তুমি ভয় করে চলো।
তার মতে মত দিয়ে চলো দেরী হলেও, সে তার সম্পদ যেন তোমাকে অর্পন করে।
দেরীতে হলেও তার দেনা পাওনা শোধ করে দিতে হবে,
পরিশেষে যা দেবার সে তোমাকেই দিয়ে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে