#তুই_আমারই_থাকবি?
#Esrat_Jahan?
#Part_20
!
‘সকালবেলা ঘুম থেকে উঠে দেখি,উনি আমার পা থেকে কিছুটা দূরে ঘুমিয়ে আছেন।উনার মাথাটা ঠিক আমার পায়ের নিচে,আর ঘুমের মধ্যে উনি উনার মাথা চুলকাচ্ছেন।দেখে আমার হাসি পেয়ে গেলো। দেখি,মাথায় উকুন আছে কিনা…আমি আবার ভালো উকুন আনতে পারি।আমার জানু আনিকা ইবনাত আমাকে উকুন আনার টেকনিকটা শিখিয়ে দিয়েছে।যাইহোক রাতে উনি আমার পা টিপে দিয়েছেন,এই এত বড় ঋণের বোঝা উকুন এনে শোধ করে দিই!আমার মহান মিনসেটা যে…….
!
কিন্তু ফাটা কপাল!যেই গেলাম উনার মাথার কাছে অমনি উনি লাফিয়ে উঠলেন।চোখ কচলাতে কচলাতে বিছানায় সোজা হয়ে বসে বললেন,কী?পা ব্যাথা কমেনি?জ্বর কমেনি এখনো? আসলে চোখটা লেগে গিয়েছিল হঠাৎ করে।
!
-আমার জ্বর এখন আর নেই।পা ব্যথা নিরাময় হয়ে গেছে।এত ভালো ঔষধ থাকতে পা ব্যথা আর থাকার সাহস পাবেনা।
!
উনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন,ঔষধ? কোথায় পেলে?আমি তো পা ব্যথার কোনো ঔষধ আনিনি…
!
-এই ঔষধ সেই ঔষধ না!
!
–উনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন,এটা আবার কেমন ঔষধ তাহলে?
!
-আপনি বুঝবেন না!
!
-কেন?আমি কেন বুঝবো না?আমাকে কী বোকা মনে হয়?
!
-না,ভ্যাবলা মনে হয়!
!
-হোয়াট? ভ্যাবলা মানে?অবাক হয়ে…..
!
-জানি না।বলেই বিছানা থেকে উঠে সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইলো। আর আমি উনাকে বোকা বানিয়ে বহুত আরাম পেলাম।
!
!
!
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরুলাম। বেরিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ছানাবড়া হয়ে গেলো।উনি আমার জন্য ভাত,মাছ,মাংস,ডাল,আলুভাজি, অমলেট আর দু-তিন রকমের আচার নিয়ে এসেছেন।আমি অবাক হয়ে বললাম,এসব কি?
!
উনি ক্রাশমার্কা হাসি দিয়ে বললেন,এভাবে বলে না সোনাপাখি,এভাবে বলতে হয় না।আমার ছোট সোনাপোকাটা জ্বর নিয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাবে,সেটা আবার হয় নাকি?
!
আমি বেক্কলের মতো বললাম,সোনাপাখি, সোনাপোকা এগুলো কে?
!
উনি এবার ব্রাশমার্কা হাসি দিয়ে বললেন,ওগুলো আমার বউয়ের নিকনেইম।তারপর লাজুক ভঙ্গিতে বললেন,সারারাত জ্বরে কষ্টপাচ্ছিল তাই আরকি এই ব্যবস্থা! সব খাইয়ে ছাড়বো আজ!
!
আমি উনার মতলব বুঝতে পেরে বললাম,তাহিলে আপনি আপনার সোনাপোকা বউকে খাওয়ান আমি আসি….বলেই দরজার দিকে দৌড় দিতে গিয়ে দেখি,ওটার উপরের ছিটকিনি লাগানো। আমি তো সারাজীবনেও নাগাল পাবো না….
!
পেছনে ঘুরে খেলাম ধাক্কা গুন্ডাটার সাথে,আর উনি সুযোগ বুঝে কাজ হাসিল করে নিলো,মানে ঠাস করে আমার গালে একটা চুমু দিয়ে বসলো। আমি চেহারা কালো করে বললাম,আসলেই আপনি বখাটে…..
!
উনি বাঁশমার্কা ডাটিয়াল হাসি হেসে বললো,সোনাপোকা এত দুষ্টুমু করে না।আসো,খাবার শেষ করো।বলেই টানতে টানতে আমাকে নিয়ে গেলেন।
!
-আমি এত খাবার খাবো না।
!
-খেতেই হবে।রেগে…..
!
-খাব না!
!
-একগুয়েমির ফল ভালো হবে না।সো চুপ থাকো।
রেগে
!
-বুঝলাম কাহিনী করে লাভ নেই।বললাম,আপনি ভাত, মাছ এনেছেন কেন?
!
-আমার ইচ্ছে!পকপক বন্ধ করো।রেগে
!
-আসলে……
!
-আহ!বলেছি পকপক অফ রাখো।নইলে মজা দেখাবো….তাড়াতাড়ি খাবারগুলো শেষ করো। রেগে
!
-আমি উনার চিৎকারে ভয় পেয়ে খাওয়া শুরু করে দিলাম।আর উনি একদৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়েই আছেন।এভাবে তাকিয়ে থাকলে কী খাওয়া যায়?আমি বেশ আনইজি ফিল করলাম।
!
!
!
-শেষমেশ বলেই ফেললাম, এই!আপনি অন্যদিকে তাকান।
!
-হোয়াট?
!
-মানে,আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকান!
!
-না।
!
-আমি বিরক্ত হয়ে বললাম,কেন?
!
-আমার সোনাপোকা বউয়ের দিকে আমি তাকাবো,তাতে আমি কারো কথা শুনবো না।তুমি খাও…
!
-আমি এভাবে খেতে পারছিনা।এভাবে কেউ তাকিয়ে থাকলে কি খাওয়া যায়?এমন করছেন কেন?
!
-সেটা তোমার ব্যাপার!আর আমি কাউকে এক্সকিউজ দেবো না!
!
-আমার কথা বলার ইচ্ছেটাই চলে গেলো। উনার কান্ডকারখানা দেখিয়া জ্ঞান হারাইবার দশা আমার।গিরগিটিও এতবার নিজের রঙ পাল্টায় না।উনি এই ভালো তো এই খারাপ।বুঝলাম না, উনার কি মানসিক প্রবলেম আছে?আজব!যদি মানসিক প্রবলেম থাকে তাহলে?হায়……শেষমেশ মানসিক রোগীর সাথে আমার বিয়ে হলো!এই দুঃখ আমি কই রাখি?ওয়্যারড্রোবের ভেতর রাখব নাকি?রাখার জায়গাও নাই!
!
!
!
বিকেলবেলা।
!
সারাদিন আমি আর মামানি বসে বসে গল্প করলাম সানাচাচীর সাথে।জ্বর আর নেই,মামানিতো জ্বরের কথ শুনে গুন্ডা আবরার আগুনকে বকে দিলেন ইচ্ছেমতো। সেই রাগে উনি বাসা থেকে বেরিয়ে সাদাফ ভাইয়ার বাসায় বসে আছেন। যাইহোক, এখন আমি সুস্থ। তাও মামানি একটু পরপর গায়ে হাত দিয়ে দেখছেন,জ্বর আছে কিনা!
!
আর মামা যখন শুনলো এই নিউজটা মামানির কাছ থেকে,তখনই ডিসিশন নিলো,আমাকে হসপিটালে এডমিট করতে হবে।
!
আর আরহাম ভাইয়া,উনি রীতিমতো খাবারের আয়োজন করেই চলেছেন।একটু পরপর জিজ্ঞেস করছে,কি খাবো,কি খেতে ইচ্ছে হচ্ছে,বমি আসছে কিনা?নানান প্রশ্নের ভারে আমার জ্বর মামা ভয়েই গা ঢাকা দিয়েছে!ব্যাটা আর ফেরত আসবে কিনা সন্দেহ!
!
!
!
সন্ধ্যার কিছু পর!
!
ফোনের রিংটোন বেজে উঠলো। রিসিভ করে আসসালামু আলাইকুম বলতেই ওপাশ থেকে কান্নাকাটির আওয়াজ এলো। বুঝলাম না কে হতে পারে।যখন বুঝলাম,তখন আমি এতটাই অবাক এবং…….. ‘
!
চলবে…..