তুই আমারই থাকবি part-07

0
2660

#তুই_আমারই_থাকবি?
#Esrat_Jahan?
#Part_7

‘-মানে আপনি কী ডাফার আর ড্যাম ইট ছাড়া আর কোনো ওয়ার্ড জানেন না?এইসব না বলে তো মিষ্টি করে বলতে পারেন ওগো শুনছো,ওগো বউ,ওগো কলিজা,ফ্যাপসা,জান-প্রাণ,ওগো মন এই টাইপের রোমান্টিক ওয়ার্ড কী আপনি জানেন না?সারাদিন ড্যাম ইট,ডাফার শুনতে শুনতে আমার কলিজা আপনার উপর বিরক্ত হয়ে গেছে,আর কান গুলো পচে গিয়েছে!!
!
-বেশ হয়েছে!আমার যা ইচ্ছে আমি তাই করবো এবং বলবো! গট ইট!
!
-না। আসলে জানেন তো,আপনি না বেশ বিরক্তিকর একটা লোক।আর আপনি এই দুইটা ওয়ার্ড ছাড়া আর কিছু জানেন না তাই অন্যকিছু বলতে পারেন না।কি,আমি ঠিক বলছি তো?
!
-আমি কিন্তু বেশ রেগে যাচ্ছি।তুমি কিন্ত এখনো চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করছো না।আমি কী ভেবে নিবো যে,তুমি হার মেনে নিয়েছ?
!
-না না,আমি খাচ্ছি তো।তবে আমারও একটা শর্ত আছে!
!
-কী শর্ত?(ভ্রু কুঁচকে)
!
-এই যে,আপনি ড্যাম ইট, ডাফার এই শব্দ গুলো আর বলতে পারবেন না।(ভাব নিয়ে)
!
-মানে?
!
-বুঝতে পারছেন না?ওহহ আপনার মাথায় তো ঘিলু নেই।যে কচু চিনে না তার আবার ঘিলু থাকে নাকি?
!
-কি বলতে চাইছো তুমি?(রেগে)
!
-বলতে চাইছি, আপনি এই চ্যালেঞ্জটা একসেপ্ট করতে ভয় পাচ্ছেন!
!
-উনি এবার রেগে বললেন,ওকে।আমি রাজি,চ্যালেঞ্জ একসেপ্ট করলাম।কে জিতে দেখা যাবে!(রেগে)
!
-ডান।তাহলে খেতে বসি!আপনি ও বসুন।(ভয়ে ঢোক গিলছি,এত খাবার কেমনে খাবো?তাই ভাব ধরলাম)
!
-না আমি খাবো না।
!
-কেন কেন?আপনি এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট ব্যাথা করবে!প্লিজ বসুন!
!
-হোয়াট?আমি তাকিয়ে থাকলে তোমার পেট ব্যাথা করবে কেন?(জিজ্ঞাসু দৃষ্টিতে)
!
-ওহহ….আপনার প্রশ্নের আন্সার দিতে দিতে আমি ইন্তেকাল করবো!তার থেকে ভালো খেয়ে নিই,আপনি ও বসুন!বলেই খেতে শুরু করলাম….
!
-উনিও উল্টো দিকের চেয়ারে বসে পড়লেন।দুজনে মিলেই খাচ্ছি।কিন্তু আমি ভয় পাচ্ছি,গুন্ডাটা কি সত্যিই আমায় সব খাওয়াবে?কিন্তু ব্যাটা কিছু বলছে না কেন?কি কারসাজি আঁটছে মনে মনে খোদাই জানে!!
!
-রিলেক্স রিলেক্স,এত হাইপার না হয়ে যতটুকু খেতে পারো ততটুকুই খাও।নাহলে তো প্রেশার কমে সেন্সলেস হয়ে পড়ে থাকবে!!(খেতে খেতে)
!
-আমি তো একথা শুনে আনন্দে চেয়ার ছেড়ে লাফ দিতে উঠলাম।একমিনিট একমিনিট… এই গুন্ডা কিভাবে জানলো না খেলে প্রেশার কমে সেন্সলেস হয়ে যাই?ভাববার বিষয়!!
!
-এতকিছু না ভেবে দুমিনিটে খাবার শেষ করো।নইলে সত্যিই সব খাবার তোমার পেটে যাবে।
!
-উনার একথা শুনে আমি গপাগপ খাওয়া শুরু করলাম।এত কিছুর মাঝে শুধু একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইজিটা খেলাম।আর একবাটি চাটনি আমি একাই শেষ করলাম। এই গুন্ডা খালি চিকেন তেহারী খেলো।কত সাধলাম চাটনি খেতে কিন্তু এই গুন্ডা নাকি এসব চাটনি খায় না।যত্তসব ন্যাকামি……
!
!
!
!
!
-রাতেরবেলা ঘুমুতে গিয়ে ঘটলো বিপত্তি। ব্যাটা কিছুতেই আমাকে নিচে থাকতে দিবে না।সোফায়ও থাকতে দিবে না।বেডে ঘুমাতে হবে নইলে সারারাত বেডের সামনে দাঁড়িয়ে থাকতে হবে স্রেফ জানিয়ে দিলো।আমিও বেআক্কেলের মতো গুন্ডার কাণ্ডকারখানা দেখছি।
!
-শেষকালে উপায় না পেয়ে বেডে থাকার সিদ্ধান্ত নিলাম।কিন্তু দুজনের মাঝে দশহাত ডিসটেন্স থাকতে হবে বলে জানিয়ে দিলাম আমি।
!
-দুজনেই শুয়ে পড়েছি।আমি ব্লাঙ্কেটের ভেতর শুয়ে আছি।এই গুন্ডা এসির পাওয়ার দশ ডিগ্রি করে রেখেছে।এতই ঠান্ডা যে আমি ওটার নিচেও কাঁপছি।আর ব্যাটা এমনিই ঘুমানোর আয়োজন করেছে।
!
!
!
-হঠাৎ করেই এই গুন্ডা আমায় ঘুম থেকে টেনে তুললো।আমি একলাফে বেডের উপর বসে ভয়ে ভয়ে বললাম,ভূত ভূত।কে আছো বাঁচাও।ইয়া মাবুদ, ইয়া খোদা তুমি তোমার এই অবলা বান্দীকে রক্ষা করো।বলে চেঁচাচ্ছি রীতিমতো।
!
-আর এই গুন্ডা এক ধমক দিয়ে আমায় চুপ করিয়ে দিলো। বললো,এই ইডিয়ট চুপ করো। আমার কান ফাটিয়ে দিচ্ছো….
!
-ইয়া আল্লাহ!আপনি?আমি ভেবেছি কে জানি!(ভয় পেয়ে)
!
-রিলাক্স! যা হবার হয়ে গেছে।ওঠো এখন!
!
-এক্ষুণি ঘুমালাম,আর এক্ষুণি উঠে যাবো? এ আবার কেমন কথা?(অবাক হয়ে)
!
-তুমি উঠো বলছি!(রেগে)
!
-ধুর….জীবনটা তেজপাতা হয়ে গেল।আর বাঁচুম না বেশিদিন! অকালেই মৃত্যু অবধারিত!
!
-এই তুমি আবার পকপক করছো?(রেগে)
!
-না না।
!
-শোন তুমি এখন আমার ওয়াইফ , তাই না?
!
-এসব আজাইরা কথা বলতে ঘুম ভাঙালেন আমার?যত্তসব…
!
-উনি পাত্তা না দিয়ে বললেন,নতুন বিয়ে হলে নাকি হাতে মেহেদী থাকে?আম্মু বলেছিল আমায়….
!
-আসতাগফিরুল্লাহ…এইটাও মামানি বলে দিয়েছে।আচ্ছা,আপনি কি কিছুই জানেন না?ও মাই গড…
!
-রিডিকিউলাস…
!
-এসবই জানেন!
!
-ননস্টপ কথাবার্তা বন্ধ করো।তুমি এখন মেহেদী দিবে!
!
-আর ইউ মেড?এই মাঝরাতে ঘুম থেকে উঠে আমি হাতে মেহেদী পড়বো?
!
-উনি রেগে বললেন,অফকোর্স। দেখো, আমাকে রাগিও না!(চিৎকার করে)
!
-ওকে,বাট আমি তো মেহেদী দিতে পারি না!(ভয়ে ভয়ে)
!
-পারো না?ওহহ..তা পারবে কি করে?খালি ননস্টপ পাগলের মতো কথাবার্তা!
!
-তাই নাকি?তাহলে আপনি পারেন?আপনি দিয়ে দিন!
!
-আমি?ওকে,তাহলে আমিই দিয়ে দিই।বলেই ড্রয়ার থেকে একটা কোণ মেহেদী নিয়ে আসলো।আমার হাতটা নিয়ে বললো,তাহলে স্টার্ট করি!
!
-আমিও বললাম,করুন!আমার হাতটার তেরোটা বাজিয়ে দিন।
!
-তোমার ধারণা আমি দিতে পারবো না?ডিসগাস্টিং….
!
-কি আর বলবো,,বলুন?কপাল……..
!
-তাহলে জাস্ট দেখে যাও,আমি কী করে মেহেদী দিয়ে দিই তোমাকে!(খুব উৎসাহ নিয়ে বললেন)
!
-আমিও বেহুশের মতো বললাম,……………’

চলবে……..

হ্যাপি রিডিং ??

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে