“গাছের কথা” – লেখক – মোঃরবিউল এস.কে.বি.ডি

0
655

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতার নামঃ “গাছের কথা”
লেখক – মোঃরবিউল এস.কে.বি.ডি

সুখিপুরের গাছ আমি,
আমার মালিক চাষা।
আমার মাঝে গড়ে আছে,
অনেক পাখির বাসা।

পথিক তবে শান্তি পায়,
আমার নিচে বসে।
সখা-সখিরা ফল কুড়ায়,
আমার পাণে এসে।

আমার পাতা আহার করে,
মুনুর বাড়ির ছাগল।
আমার ডালে চড়ার জন্যে,
অনেক ছেলেই পাগল।

পথের মানুষ শুয়ে পড়ে,
কষ্ট নিয়ে বুকে।
আমি তবে বাতাস করি,
পাতা নাড়িয়ে দুঃখে।

ওরা আমার দেখছে সাজ,
বাড়ি বানাবে বলে।
ওরা আমায় ভাঙছে আজ,
কাটছে দলে দলে।

ওরা সবাই ভুলে গেল,
যাচ্ছে বরফ গলে।
কষ্টে আমার বুক ফেটে যায়,
যাচ্ছে ভুবন জ্বলে।

লাগাও তবে আমায়,
বাচাও তোমার জাতি।
দর্শক তুমি থেকনা আর,
জ্বালাও সুখের বাতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে