গল্প পোকার ডাক – লেখকঃ তাহের আব্দুল্লাহ

0
791

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
।।
।।
কবিতাঃ গল্প পোকার ডাক
লেখকঃ তাহের আব্দুল্লাহ
।।
কর্ম কতেক অল্প পোকার
গল্প পোকার গল্প পোকার
স্বপ্ন বহুদূর
সাহিত্যের-ই পাল ধরেছে
হাল ধরেছে হাল ধরেছে
আনতে নতুন ভোর।

করতে কলম শক্ত সবার
ভক্ত সবার ভক্ত সবার
চায় যে সমর্থন
অশ্লিলতার কুল ধরাতে
ফুল ধরাতে ফুল ধরাতে
আজ করো সব-পণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে