#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: কৃত্রিম
লেখা: মার্জিয়া রহমান
——————————–
চাপা কান্নার আর্তনাদ কেউ শোনে না
হৃদয় পুড়ে হয় অঙ্গার
রক্ত জমাট বেঁধে কালসিটে হয়,
দু’চোখ ভেঙে উপচে পড়া জলের জোয়ার
মনে করে দেয় বুকে জমানো
তীব্র ব্যথার হাহাকার।
ক্ষুদ্র ইচ্ছের সমন্বয়ে বোনা স্বপ্ন গুলো
ব্যর্থতার যাঁতাকলে হয়েছে গুঁড়ো গুঁড়ো,
চোখের কোণ বেয়ে
গড়িয়ে পড়া জলরাশি কপোলে শুকোয়।
নিস্তব্ধ রাত জানে রাতের প্রত্যেক প্রহরের
শব্দহীন কান্নার গল্প গুলো!
ঘুমহীন আঁধার মিলিয়ে প্রভাতের আলো ফুটতেই,
বিষণ্ণ নির্ঘুম চোখ,শুকনো ঠোঁটে ফুটে ওঠে
কৃত্রিম হাসির আভাস।