কবি বিশ্বজোড়া – কবি: সাজিদুর রহমান সাজিদ

0
518

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা
(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্বরণে লিখা)

কবিতা: কবি বিশ্বজোড়া

কবি: সাজিদুর রহমান সাজিদ

তুমি মহান হে কাজী নজরুল ;
চরনে তোমার শত প্রণাম,শত ফুল।
তুমি বিদ্রোহী,তুমি দুর্ব্বার,তুমি বীর,
বলিতে শিখিয়েছো তুমি-
বল বীর,
বল উন্নত মম শির।

তুমি মহাপ্রাণ,তুমি বজ্রকন্ঠের বিদ্রোহী ধ্বনি,
তুমি রাজবন্দীর জবানবন্দী,
তুমি অগ্নিবীনার সারথি-
তুমিই ধুমকেতুর সাময়িকী সন্ধি।

সাম্যের কবি তুমি গাহিয়াছো সাম্যের গান,
মানুষ নামের অর্থ করেছো মোদের দান।
গর্ব,অহংকার মোদের সাহিত্য ভুবনজোড়া
নাম তার কাজী নজরুল কবি বিশ্বজোড়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে