#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
#কবিতা(স্বরচিত): অশ্লীলতা
#লেখক: শুভদীপ হালদার
????
দর্শনে কত চলিছে ধর্ষন….
ঘটিবে তা অনাবিল।
তোর শরীরের স্নিগ্ধ স্পর্শে….
সেটা হয় অশ্লীল?
পাঁপড়ির ন্যয় ঠোঁটে দংশিলে….
বয়ে চলে কত রক্তক্ষরন।
তোর বুকেতে মুখ ডুবাইয়ে….
হরন হইলো তোর হৃদয়গহ্বন।
হঠাৎ করে বৃষ্টি নামে….
ক্লান্তময় সেই শরীরজুড়ে।
সেই দেখে তোর বুকের ভিতর….
ঢুকরে কাঁদে ওই সতীত্বখানি।
নাভির নীচে সন্ধ্যা নামে….
কেউবা কাটবে সিঁধখানি।
পায়ের ফাঁকে খিরকি এঁটে….
দিয়ে রাখিস খিলখানি।
সেটাও কারো ভোগ দখলে….
তবে কোথায় সে অশ্লীলময়ী??
জগত যখন দেখিবে তোকে….
করিবে শুধু ছি ছি টুকু।
বুঝিবে না তার মনের কথা….
আদৌ বেঁচে আছি কী এই জগত মাঝে?
করেছি তাকে হেও কত যে….
বাঁচিতে সে আর চায় না।
শত কষ্ট বুকে রেখে….
চলিছে তার সংগ্রামখানি।
উদত্ত কন্ঠে বলিতে চাহি,
পারিলে তাকে আপন করো ;
করিও না তাকে অবহেলা!
ফুটবে হাসি তার মুখেতে…
লাগিবে স্পর্শ ভালোবাসার।
তাইতো বলি হে, তবে কোথায় অশ্লীল??
?????