অবহেলা পর্ব-০৪

0
3897

#অবহেলা (পর্ব ০৪)
#রনি_হাসান
.
.
.
মিমিঃআমি কোনো পশুর সন্তান আমার পেটে পালন করতে চাই না
আমিঃতুমি কি বলতে চাও
মিমিঃ এ সন্তান রাখতে চাই না
আমিঃমিমি তুমি পাগল হয়েছো কি বলছো আমাদের সন্তান কে মেরে ফেলতে চাচ্ছ
মিমিঃআমার সন্তান না। শুধুই তোমার
আমিঃওর শরীরে তুমারও রক্ত বয়ছে সেটা কি ভুলে গেলে
মিমিঃহ্যা ভুলে গেছি।কোনো অমানুষ এর সন্তান আমি রাখব না( কান্না করে)
আমিঃমিমি আমার জন্য কেন নিস্পাপ শিশুকে মারতে চাচ্ছ
মিমিঃও বড় হয়ে তুমার মতোই অমানুষ হবে। তার দরকার কি তার আগে শেষ হক(কান্না করে)
আমিঃওর কোনো ক্ষতি করো না।(মিমির পা জড়িয়ে)
আমিঃআমি কথা দিচ্ছি ও যখন আলো দেখবে তখনি এশহর ছেরে চলে যাবো আর তোমাকে মুক্ত করে দিবো
মিমিঃআচ্ছা ঠিক আছে
(মিমি তুমি এতনিচে নেমেছো তা আমার জানা ছিলো না)
এভাবে ছিল আমার জীবন
আর এদিকে চাকরি টাও হয়ে গেলো।
রাতে ঘুমানোর সময় মিমিকে দেখতে খুব ইচ্ছা করল তাই
তাই মিমির কাছে গিয়ে দেখছি। মিমি চোখ মেলে আমাকে দেখতেই চিৎকার করল
আমিঃমিমি চিৎকার করছ কেন…(মিমির চিৎকার শুনে ভাইয়া ভাবি ফারিয়া মা চলে আসল)
ভাইয়াঃমিমি রনি তোমার সাথে কোনো বাজে আচরণ করেছে
মিমিঃমাথা নিচু করে হ্যা বলল
আমিঃমিমি কি বলছো
ভাইয়াঃতুই চুপ থাক। আজ তোর কারনে মেয়েটার এমন অবস্থা হয়েছে।
ভাইয়াঃমিমি তোমার পায়ের জুতা খুল
মিমিঃসেটাই করল
ভাইয়াঃযাও এই জুতা দিয়ে তাকে বুঝিয়ে দাও
মিমিঃপ্রথমে আমার মুখের দিকে তাকিয়ে তারপর তার জুতা দিয়ে ঠাসস ঠাসস ঠাসস করে তিনটা বারি মারল
আমিঃভাইয়া তুমি মারলে কোনো দুঃখ ছিলো না কিন্তু আমার স্ত্রীর হাতে মার খাওয়ালে (বলে অন্য রুমে চলে গেলাম)
আজ থেকে আর কারো সাথে কথা বলব না।তার
আমিঃখুব সকালে উঠে অফিসে চলে যাই বাড়িতে ফিরি অনেক রাত করে। এতে কারো সাথে দেখা না হই। নিজে কে ব্যস্ততা মাঝে রাখছি । কি দরকার দেখা করে যারা আমাকে সহ্য করতেই পারে না।
এখন ভাইয়ার সাথেও কথা বলি না।
এভাবে কাটছে দিন গুলো আর এর মাঝে মিমি যা লাগতো সেটাই দিতায়। এভাবে কেটে গেলো ৬ মাস এই কয়েকমাসে অনেকটাই পরিবর্তন করেছি নিজে কে
মিমিঃনা আমার জন্য তো অনেক কষ্ট করেছে আর সেদিন আমি যা করেছি….
সেটা একদম ঠিক করেনি আমারও তার কাছে ক্ষমা চেতে হবে
আমিঃ(আজকেও রাত করে বাড়িতে ফিরলাম দরজাই নক করার পর মিমি দরজা খুলে দিলো আমি তো দেখে অবাক আর প্রতিরাত করিম চাচাই দরজা খুলে দিতো)
মিমিঃএখান এতো দেরি করে বাড়িতে ফিরো কেন…?
আমিঃতাতে কারো তো সমস্যা থাকার কথা না।আমি না থাকলে এই বাড়ির জন্যই ভালো। (বলে ফ্রেশ হতে গেলাম)
ফ্রেশ হয়ে দেখি মিমি বিছানাতে বসে আছে
আমিঃকি ব্যাপার মিমি আজ হঠাৎ আমার রুমে
মিমিঃআমি কি আসতে পারি না
আমিঃসেটা বলিনি। তুমার কিছু লাগবে
মিমিঃনা
আমিঃতাহলে
মিমিঃএখন নিজে অপরাধি মনে হই
আমিঃকেন
মিমিঃআমার জন্য তুমি এমন হয়ে গেছো। আর সেদিন তোমাকে থাপ্পড় মেরে পরে আফসোস করেছি।
আমিঃতুমি যা করেছো ভালোই করেছো।
মিমিঃনা একটুও ভালো করেনি।
আমিঃআমার কাছে এটা কোনো ব্যাপার না। তুমি রাত জেগো না ঘুমাতে জাও
মিমিঃচলো আজ ডিনার করি।
আমিঃহা হা…
মিমিঃহাসছো কেন
আমিঃএতদিন যখন ডাকার মতো কেউ ছিলো না।আজ না ডাকলেও চলবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়।
.
.
.
চলবে……………..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে