ফ্যাক্ট-জি বাংলা স্টার জলসা

0
1423

ফ্যাক্ট-জি বাংলা স্টার জলসা

আজ সকালে মা, যখন আমাকে ডাকতে আসে। আমি ঝিনুক ,ঝিনুক কিরণ ,কিরণ,পূজা,পূজা বলে চিৎকার করলাম। এমন ভাব করলাম, যেন মা ভাবে আমি স্বপ্নে এইগুলো করছি।

আমি ভাবছিলাম মা বলবে- বাবা এরা কারা? তাদের যাকে তোর পছন্দ হয় নিয়ে আয় ???

কিন্তু এর কিছু বলল না —
মা,চুপচাপ চলে গেল??

উঠে ভাবলাম নাস্তার টেবিলে গেলে মনে হয়। কিছু এবিষয় জানতে চাইবে ?
তো টুকটুক করে নাস্তার টেবিলে গেলাম,,,
নাস্তা মুখে দিব, এমন সময় মা বলছে – কি রে চোর তো ধরা পরলি

— আমি তো মনে মনে খুশি ☺
– কেন মা? আমি তো কিছু চুরি করি নাই।
—আজকে তো ধরা খাইলি- বাসায় এসে আমাদের জ্ঞান দিস
এই গুলো ভাল না- এখুন তো তুইও

আমি —কি? মা,,,আচ্ছা পেচিয়ে না বলে খুলে বলো

–তুই বাসায় বলিস,, কলকাতার সিরিয়াল দেখ না। এইগুলো ভাল না
— হ্যা বলি

— কিন্তু তুই যে অফিসে জিবাংলা আর স্টার জলসার সিরিয়াল দেখিস। তা ধরা খাইছিস

— কউ আমি তো এই গুলো দেখি না

– আর মিথ্যা বলতে হবে না -তোর রুমে তোকে ডাকতে গিয়ে দেখি- তুই কিরণ,ঝিনুক, পূজা বলে চিৎকার করছিস।
এদের কষ্ট দেখে তোরও মনে কষ্ট লাগে
আমার লাগে বাবা ??

— এই স্বপ্নের সাথে জি বাংলা সম্পর্ক কি?
— আবার নাটক করিস – এই গুলো তো ওই জি বাংলা আর স্টার জলসার নায়িকাদের নাম

— হায় আল্লাহ আমি বুঝাতে চাইলাম কি? আর মা বুঝলো কি ?
আমি নাস্তার টেবিলে বেহুস ??

#ফ্যাক্ট-জি বাংলা স্টার জলসা

লিখাঃ মেরাজুল ইসলাম সাগর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে