নীলপরী (পর্ব ১১)

0
1303

নীলপরী (পর্ব ১১)
#শান্তনা_ইসলাম_শান্তা
·
·
·
নীলঃঃনা থাক বুঝতে হবেনা,,তোমার বোঝায় বয়স হয়নি,

।পরীঃঃএহহ আমি এখন এডাল্ট সব বুঝি,,আর বোঝার মতো বয়স হয়ছে,,আপনি বলুন কেনো ফাটে?? কেনো কলিজায় আঘাত লাগে??কেনো কেনো কেনো???


নীলঃঃভালোবাসি তাই,,


পরীঃঃকি বললেন আবার বলুন,, শুনতে পাইনি ভালোমতো নেটওয়ার্কপ্রবলেম।।

।নীলঃঃকিছু বলিনি আমার ঘুম পাইছে বাই,,,,,
পরীঃঃঐ শুনুন,,।

নীলঃহুম বলো

।পরীঃঃ কি বলেছেন সেটা বলুন,না বললে কিন্তু রাগ উঠে যাবে আমার মাতায়,,আর তখন কিন্তু ফোনটা একটা আছাড় দিয়ে ভাংবো,,বলুন ভাংবো ফোনটা??।

নীলঃঃআরে আরে ফোন ভাংতে হবে মা,,আমি বলবো তোমায়,,তবে এখন না কালকে দেখা করো তারপর,,


পরীঃঃবাট কালকেতো ভালোবাসা দিবস,,আমার বাইয়া ঐদিন বাসা থেকে বের হতে দেয়না।

নীলঃঃদিবে,,বলবে ক্লাসটেস্ট এক্সাম আছে কলেজে যেতেই হবে,,, বুঝল?


পরীঃঃহুম ঠিক আছে,,বাট

নীলঃঃবাট কি??

।পরী,ঃঃকোনদিন আমি এদিনে কলেজে যায় নি,,,ইনফ্যাক্ট কোথাও যায় নি, আমার খুব সখ একদিনের জন্য প্রেম করার, যাতে সারাদিন, ভালোবাসা দিবসে ঘুরতে পারি,,, রিক্সায় উঠার খুব সখ,, কখনো উঠিনি,,,এই শুনুন আপনি আমার জন্য একটা ছেলে খুজে দিনতো,,একদিনের জন্য প্রেম করবো



নীল ঠাস করে ফোনটা কেটে দেয়,,

।নীলের এমন আচরনে পরী অবাক হয়,,,পরীও রাগ করে আর নীলকে ফোন দিলোনা,,,ঘুমিয়ে গেলো,,

সকালে ,ফোন বাজার শব্দে পরীর ঘুম ভাঙে,,

।পরীঃঃ,ধুর ঘুমিয়েও একটু শান্তি নাই কে ফোন দিলো এতো সকালে,,বিরক্ত কর,


বলেই ঘুমঘুম চোখে ফোনের দিকে না তাকিয়েই ফোন ধরলো পরী,,,

।পরীঃঃকে বলছেন?? এতো সকালে ফোন দেন কেনো?কোন মেনারস জানেন না আপনি,,দিলেনতো আমার ঘুমটার বারোটা বাজিয়ে,,,,

নীলঃঃএই যে মেডাম এখন সকাল না,,,,,ঘড়ির দিকে তাকিয়ে দেখুন ১০ টা বাজে,,,আর আমি কে মানে???


পরী নীলের কন্ঠ শুনেই

।পরীঃঃসরি সরি আমি নাম্বার না দেখেই ফোন ধরছি,তাই বুঝতে পারিনি সরি,


নীলঃঃউফ কথা কম,,আজকে যে তোমার আমার সাথে দেখা করার কথা ছিলো মনে আছে???আমি কখন থেকে ওয়েট করছি আর তুমি পরে পরে ঘুমাচ্ছো,,বাহ খুব ভালোতো,,,

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা

◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।

আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share


পরীঃঃসরি সরি,,আমি এখুনি আসছি আর একটু ওয়েট করুন,,


তারপর পরী বিছানা থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিলো,,,
। ভাইয়ার কাছে গিয়ে নীলের শিখিয়ে দেওয়া কথা বললো,,,ভাইয়াও রাজি হলো,,তারপর পরী
।কলেজে যাবার জন্য রেডি হয়ে নিল,,আম্মা খেতে ডাকলো বাট খেতে বসলে আরো লেট হবে ভেবে পরী আম্মাকে কয়েকটা ঝাড়ি শুনিয়ে বেরিয়ে পরলো

।কলেজে পৌছানোর পর ক্যাম্পাসে ঢুকতেই দেখলো নীল শহিদ মিবারের ওপর বসে আছে বন্ধুদের সাথে,,,পরীকে দেখতে পেয়েই নীল উঠে আসলো

।তারপর বললো
ঃঃচলো

।পরীঃঃকোথায়??


নীলঃঃআসোতো আগে তারপর বলছি,,

নীল কলেজের গেটে থাকা একটা রিক্সাওয়ালাকে ডাক দিলো


তারপর বললোঃঃপরী রিকশায় উঠো

পরীঃঃকেনো??







নীলঃঃ

এতো প্রশ্ন করো কেনো?? উঠোতো,,,


তারপর দুজনেই রিকশায় উঠে


নীল একটুপর একটা রুমাল দিয়ে মুখ ঢাকে

।পরীঃঃএকি মুখ ঢাকছেন যে?.

নীলঃঃআমার খুব লজ্জা লাগছেতো,,আগেতো কখনো কোন মেয়ের সাথে রিকশায় উঠিনি তাই কেমন যেন লাগছে


পরীঃঃআর আমিতো রোজ রিকশায় ছেলেদের কোলের ওপর বসে যায়,,তাইনা???রাগি গলায় বললো


নীলঃঃআহা আমি কি একবারো সেটা বলিছি,,,??

।পরীঃঃতাহলে বলছেন কেনো যে এভাবে লজ্জা লাগছে??যেকানে একটা মেয়ে হয়ে আমার লজ্জা পাওয়া উচিত সেখানে আপনি পাচ্ছেন,,,

।নীল ঃঃআমি এরকমি


পরীঃঃযাইহোক বাদ দিন এসব,,,এই আমরা একন যাচ্ছি কোথায়??

নীলঃদেখি,,,রিক্সা চলছে চলুক,,,,


পরী,,ঃঃ,ওরে বাবা বলে কি?কয় যাচ্ছি সেটাও জানেনা,,,কেমন মানুষের পাল্লায় পড়লাম রে বাবা,,,জাগ্গে এসব কতা,,,যেটা বলার জন্য মিট করতে চাইলেন সেটা বলুন,,

।নীলঃঃসবকিছু কি মুখে বলতেই হবে??চোখের ভাষাতে বুঝে নিতে পারোনা??

পরীঃঃনা পারিনা

।নীলঃঃতাহলে তাকাও আমার দিকে,,,আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমার চোখ কি বলে শুনে নাও,,,


পরীঃঃনা আমার আপনার দিকে তাকাতে লজ্জা করে,,আপনে কেমন যেন অদ্ভুদ ভাবে আমার দিকে তাকান আমার লজ্জা লাগে,,আমি তাকাতে পারবোনা,,,

।নীলঃঃতাই ওকে,,,আচ্ছা বলোতো আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে??


পরীঃঃআগে আপনি বলুন আমার কোনটা আপনার ভালো লাগে,,তাহলে বলবো

।নীলঃঃতুমি সবার সাথে খুব অল্পতেই মিশে যেতে পারো,,, তুমি খুব মিশুক মেয়ে,,,তোমার এই গুনটা আমার খুব ভালো লাগে,৷ তুমি যে কোন মানুষকে খুব সহজে আপন করে নিতে পারো,,,যেটা সবাই পারেনা,,তুমি আমার পরিবারের মানুষকে চিনো না জানোনা,,অথচ একটা দিন আমার বাসায় গিয়ে তাদের কতোটা আপন করে নিছো তাদের সাথে মজা করছো আনন্দ দিছো,,জানো বাসার সবাি শুধু তোমার কথা জিগ্গাসা করে,,,
তুমি খুব ভালো পরী


পরীঃঃনা এটা ভুল আমি খুব পচা

।নীলঃঃভালো ভালো ভালো,,এবারে বলো আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে??

।পরীঃঃলজ্জা লাগছে বলতে

।নীলঃঃধুর কিসের লজ্জা?বলোতো

।পরীঃঃমাইন্ড করবেন নাতো??

।নীলঃঃআরে নাহ,, মাইন্ড করবো কেনো??বলো তুমি,?

।পরী ঃঃআপনার লিপ,,


নীলঃঃহুয়াট???


পরীঃঃ হুম আপনার গোলাপি ঠোটটা আনার ভালো লাগে,,সো হট আপনার ঠোট,,যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে,,


নীল পরীর কথা শুনে হা করে তাকিয়ে আছে পরীর দিকে

পরীঃঃঐ হা করে তাকিয়ে আছেন কেন??মশা ঢুকে



নীলঃঃ



যাবেতো,,

।নীলঃঃকোন মেয়ে যে কোনো ছেলের ঠোট নিয়ে এভাবে বলে এটা প্রথম শুনলাম,,,,, তো তাই একটু অবাক হয়ছি,,,বাট তুমি মনে হয় বাড়িয়ে বলছো আমার লিপ এতোটাও ভালোনা,,,

ঃঃ।সিরিয়াসলি বলছি আপনার লিপ টা জাস্ট ওয়াও,,আর সো সো সো হট,,


নীলঃঃহট না কোল্ড সেটা কি তুমি টাচ করে দেখেছো নাকি যে হট বলছো???


।পরীঃঃনা তবে আমার মনে হয় তাই বললাম,,তবে আমার একটা জিনিস বলতে মন চাই খুব


নীলঃঃকি?

পরীঃঃআপনারে গোলাপি ডাকতে মন চায়,,


নীলঃঃ হুয়াট?? গোলাপি??/ঐ এটাতো মেয়েদের নাম,,,আমাকে দেখে কি তোমার মেয়ে মনে হয়??

।পরীঃঃধুর মেয়ে কেনো মনে হবি,,বাট আপনার লিপ গোলাপি তাই গোলাপি বলবো,,যদি হলুদ বেগুনি হতো সেটাই বলতাম বাট যেহেতু গোলাপি তাই গোলাপি বলেই ডাকবো ভাবছি,,,,আর তাছাড়া আপনি আমার বড়,,,নাম ধরেও ডাকা যায় না,,,আবার ঐ ঐ বলতেও কেমন লাগে,,,তাই গোলাপি বলবো


নীলঃঃনা না না একদম না,এসব মেয়েদের নামে ডাকা যাবেনা


।পরীঃঃআমি ডাকবো পারলে ঠেকান,

।নীলঃঃতাহলে আমি কথা বলবোনা আর,,তোমার সাথে আড়ি,


পরীঃঃ গোলাপি গোলাপি ও গোলাপি,,।।।
।নীলচুপ করে রইলো,,আর পরী গোলাপি গোলাপি বলেই যাচ্ছে,,

।পরীঃঃও গোলাপি কথা না বললে আমি রিক্সা থেকে লাফ দিবো,,বলেই লাফ দিতে লাগলে নীল চট করে পরীকে দুহাতে ধরে ফেলে,,,


নীলঃঃঠাস করে একটা চর দিবো।।চলন্ত গাড়ি ৎেকে নামতে লাগছো,,যদি কিছু হয়ে যেত??

পরীঃঃহলে হতো,,কি আর এমন হতো??কিছুই হতোনা,,পরে গেলে একটু লাগতো,,আর কোন গাড়ির তলে পরে গেলে মরে যেতাম

।নীলঃঃঃচুপ একদম চুপ,,, এসব কথা বলে আমায় কস্ট দিতে চাইছো তাইতো?/দাও কস্ট দাও আমায় আরো দাও

।পরীঃঃআমিতো আমার মরার কথা বলছি আপনার না,,তাহলে কস্ট কেনো হবে??


নীলঃঃকাওকে ভালোবাসলে কি সেটা মুখে বলে বুঝাতে হয়??চোখের ভাষা দেখে কি বোঝা যায় না???


পরীঃঃমানে??

।নীল;;এর পরেও না বুঝতে পারলে আমার আর কিছু করার নাই
।।

।পরীঃঃহুম আর কিছু বলতে হবেনা,,,

।কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে থাকলো,,,, নিরবতা ভেঙে নীল বললোঃ ,বন্ধুরা বলেছে বাঘাতে অনেক সুন্দর একটা পার্ক আছে,, যাবে তুমি??যেতে আসতে ২ ঘন্টা লাগবে আর ওখানে ১ ঘন্টা ঘুরবো,,যাবে??


পরীঃঃচুপ,

।নীলঃঃচুপ কেনো??বিশ্বাস হয়না আমায়???

।পরীঃঃঠিক সেটা না,,বিশ্বাস করি বলেই আপনার সাথে রিকশায় উঠছি,,,, আসলে আমিতো কখনো কোথাও যায় নি,,আর ওতো দুরে যাবো???

বাসায় শুনলে আমায় মেরে ফেলবে,,,আর আমার ভয় করছে,,,আর তাছাড়া দেরিতে বাসায় গেলেও পিটাবে আমায়,,


নীলঃঃআমি আছিতো,, কোনো ভয় নাই,,ঠিক সময়ে নিয়ে আসবো,,,

।পরীঃঃওকে চলুন

।তারপর ওরা পার্কে যাওয়ার জন্য আবার কলেজে আসলো,, রিকশা ছেড়ে দিয়ে,, কলেজে থেকে নীল ওর বাইক নিয়ে আসলো,,, তারপর রওনা দিলো
।।পার্কে ঢুকতেই,,,দেখলো দু একটা কাপল রা ঘুরছে,,,,,,পার্কটা বিশাল বড়,,চারিদিকে শুধু নানা রঙের গোলাপ ফুলে ভরা

।নীলঃঃ,একটু হাতটা ধরতে দিবে???হাতটা ধরে হাটতে খুব মন চাইছে,,প্লিজ,,,

।পরীঃঃনা

।নীলঃঃপ্লিজ,

পরী তবুও না বললো,,

আর নীল বলছেঃঃ ও পরী পরী ও পরীএকট,,একবার দাও না প্লিজ,,

।তবু পরী রাজি না,,,
।নীল ২ ঘন্টা ধরে পরীকে বলেই যাচ্ছে বাট পরী না বলেই যাচ্ছে

।নীল বলতে বলতে হাপিয়ে গেছে অসহায় এর মতো পরীর দিকে তাকিয়ে রইলো,,,

।পরী মুচকি হাসলো,,

।পরীঃঃআচ্ছা ধরুন

নীল পরীর হাতের একটা আঙুল ধরে হাটতে থাকে

।পরীঃঃধুর বলদ , এভাবে কেও হাত ধরে নাকি,,,???পরী নীলের হাতের আঙুলের ভাজে নিজের আঙুল দিয়ে বললো,,৷ এভাবে ধরে বুঝলে??
।।
তারপর দুজনে চুপচাপ হাটছে,,,

।নীল আসেপাশে তাকিয়ে দেখো কেও নেই,,,চট করে ফুল গাছ থেকে একটা ফুলের পাপড়ি ছিড়ে পরীর সামনে হাটু গেড়ে বললো

।নীলঃঃশোনো আমি কিন্তু ওতো গুছিয়ে কথা বলতে পারিনা,,তাই উল্টে পাল্টে বলছি,,তুমি নিজের মতো করে গুছিয়ে নিয়ো কেমন,,৷ ,,ভেবেছিলাম তুমি আমার চোখের ভাষায় বুঝে নিবে যে আমি ঠিক কি বলতে চাই,,বাট পরে ভাবলাম তুমি যে বাচ্চা যদি না বুঝো??আর তখন যদি অন্য কেও বলে ফেলে,, না বাবা আমি রিক্স নিতে চাইনা,,,সেই প্রথম দিন থেকে ভালোবাসি তোমায় পরী,,,,, আাই লাভ ইউ পরী,,আই লাভ ইউ সো মাচ,,

।বলেই ফুলের পাপড়িটা এগিয়ে দিলো পরীর কাছে নীল
।ঃঃ বলদ একটা,,,আমি না হয় ছোট মানুষ তাই আপনার চোখের ভাষা বুঝিনি,,আর আপনি একটা মাস্টার হয়েও বুঝলেন না আমার চোখের ভাষা?? বলদ হেডমাস্টার,,,আমিও যে সেই প্রথম দিন আপনার ঠোটটা দেখেই পড়েগেছিলাম, প্রেমে লাভ ইউ টু গোলাপি,,

পরী নীলের ফুলটা নিয়েই


পরী নীলকে
। জড়িয়ে ধরে,,,


নীল ঃঃএই ছারো ছারো,


পরী জরিয়ে ধরেই কেনো??

নীলঃঃঐ যে খেজুর গাছের দিকে তাকিয়ে দেখো একটা লোক গাছে বসে আছে,,আমাদের দিকে তাকিয়ে আছে…..
·
·
·
চলবে………………..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে