Love_at_1st_sight   Part : 8 

0
6335

Love_at_1st_sight ???
Part : 8

writer-Jubaida Sobti
স্নেহা : এইটা কি করলেন আপনি ইচ্ছা করে কেউ হেরে যায় নাকি? ?
রাহুল : আচ্ছা তোমার তো অনেক ভালোই লাগছিল ঐ ছেলেগুলোর হাত ধরে ডান্স করতে তাই না? ?
স্নেহা : আজিব তো দেখি আপনি, এক তো দোষ করেছেন, আবার তার উপর উল্টা আমার সাথে রাগ দেখাচ্ছেন ?
রাহুল : স্নেহা listen…
স্নেহা : হয়েছে আর কিছুই বলতে হবে না আপনার,…
(স্নেহা চলে যাচ্ছিলো,? হঠাৎ থেমে যায়,
রাহুল পিছন থেকে স্নেহার ওড়না ধরে রাখে with তেডি স্মাইল?)
স্নেহা : (in slowly voice) কি করছেনটা কি?… ওড়না ছাড়েন, আশেপাশে মানুষ দেখছেন না?.. ?
রাহুল : So what! I don’t care?
রাহুল স্নেহার কাছে যায়,
রাহুল : সরি!
স্নেহা : ???
রাহুল : আচ্ছা কান ধরি?..
স্নেহা : ???
রাহুল : আচ্ছা উঠবস করি?…
স্নেহা : ???
রাহুল : আচ্ছা পায়ে ধরি, (with confused) ?
স্নেহা রাহুলের দিকে তাকালো….
রাহুল : আচ্ছা ঠিকাছে তাহলে কোলেই তুলে নি।? (বলার সাথে সাথে রাহুল স্নেহাকে কোলে তুলে নেই।?)
স্নেহা : আরে কি করছেন পাগল নাকি আপনি ??…মানুষ দেখলে কি বলবে?…
স্নেহা জোড় করে নেমে যেতে চাইলে…?
রাহুল : স্নেহা Stop fighting with it..?
রাহুল স্নেহাকে তার গাড়ীতে নিয়ে বসালো…
স্নেহা : আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনার যা ইচ্ছা তাই করবেন।
রাহুল স্নেহার কাপড় ঠিক করে গাড়ীর ভেতরে ঢুকিয়ে দিয়ে? lock button চাপ দিয়ে দরজা বন্ধ করে দেই..যাতে স্নেহা বের হতে না পারে,
then রাহুল গিয়ে ড্রাইভিং সিটে বসে,…গাড়ী স্টার্ট করলে,…
স্নেহা : কই নিয়ে যাচ্ছেন আমাকে আপনি..?
রাহুল : কিডন্যাপ?
স্নেহা : আমি কিন্তু চিৎকার করবো এখন।?
রাহুল : হে করো ? কিন্তু বেড লাক..? তোমার আওয়াজ কেউ শুনবে না…
রাহুল গাড়ী চালিয়ে বেরিয়ে পড়ে…
স্নেহা : ?
রাহুল : স্নেহা এসব কি?…তোমার, আমার প্রতি এইটুকু ভরসা নেই?.. ?
স্নেহা : ???
রাহুল : কি হলো কিছু বলছো না যে?..?
স্নেহা : ???
After 5 mins..
রাহুল : স্নেহা I like u…
Sneha shocked ? nd স্নেহা রাহুলের দিকে ফিরে তাকাতেই…
রাহুল : (with naughty mood ?) yeah I like ur dress ?… so lovely yrr…
স্নেহা রাহুলের দিকে ফিরে তাকায় আবার ( with blushing)
রাহুল বুঝতে পারে স্নেহা রাহুলের দিকে তাকিয়ে আছে..but রাহুল আর স্নেহার দিকে না তাকিয়ে ড্রাইভিং করেই যাচ্ছে.. (with cute smile nd blushing ?)
দুজনেই লজ্জিত ভাবে দুইদিকে তাকিয়ে আছে? রাহুল ড্রাইভিং করছে তাই সামনের দিকে, স্নেহা রাহুলের পাশের সিটে জানালার দিকে ?? আর মনে মনে হাসছে… কেমন যেন একটা অনুভব হচ্ছে দুজনের ?
স্নেহা : [(মনে মনে) না আর রেগে থাকা সম্ভব না,… মি. হ্যান্ডসামের সাথে ]
আচ্ছা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলবেন তো.. আমায় বাসায় যেতে হবে.. এমনিতে আজ অনেক লেইট হয়ে গেছে..
রাহুল : যাচ্ছি আরকি এতো প্রশ্ন করো কেনো… বলো তো…
স্নেহা রাহুলের দিকে তাকায়..
রাহুল : (বুঝতে পেরে) কি দেখছো.. ?..
স্নেহা : ( blushing) কিছুনা,
রাহুল : Gulabi Aakhe jo teri dekhi ?
Sharabhi iya dill hogeya ?Sambhalo Khud ko?O mere Yaaroo ?Shambhal na Mushkill hogeya?
[ Sneha Blushing nd Blushing][Rahul Also blushing too?]
After few minutes,
স্নেহা দেখে তাদের গাড়ী একটা গেইট দিয়ে ঢুকছে, গেইটের ভেতরে ঢুকতেই স্নেহার চোখে পড়ে একটা বিশাল বড় বাড়ী,
then rahul stop his car,
রাহুল : Come,
স্নেহা কিছু জানে না রাহুল তাকে কোথায় এনেছে, এবং সে ও নেমে পড়ে,
রাহুল স্নেহার হাত ধরে বাড়ীর ভেতরে নিয়ে যায়,
স্নেহা ভেতরে ঢুকতেই দেখে বাড়ীটি খুব সুন্দর করে গুছানো ,
অথচ, এত বড় বাড়ীর ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না,
স্নেহা : রাহুল, ?
রাহুল : এখন কোনো প্রশ্ন করবা না,স্নেহা,
রাহুল স্নেহাকে নিয়ে একটি রুমে গেল,
রুমে কেউ নেই, কিন্তু হঠাৎ বিছানার দিকে তাকাতেই দেখে, একজন মহিলা শুয়ে আছে, রাহুল স্নেহার হাত ধরে মহিলাটির কাছে নিয়ে গেলো,
মহিলাটিকে দেখে অসুস্থ মনে হচ্ছিলো,
রাহুল : (স্নেহার দিকে তাকিয়ে), স্নেহা ইনি আমার মা, আজ ৪ বছর এভাবে অসুস্থ হয়ে পরে আছে,
স্নেহা : ??
রাহুল : ৮ বছর আগে আমার পরিবারের একটি গাড়ী এক্সিডেন্ট হয়, আমরা এয়ারপোর্ট যাচ্ছিলাম কানাডায় যাবো বলে, আমি তখন ক্লাস ৮ এ পড়ছি, আমার ছোট বোন নাদিবা ক্লাস ২ তে পড়তো, সে হঠাৎ বায়না ধরেছে আইসক্রিম খাবে, বাবা গাড়ী ড্রাইভ করছিলো তাই আমিই গেলাম তার জন্য আইসক্রিম আনতে, মা, বাবা, আর নাদিবা গাড়ীতেই ছিলো, হঠাৎ আইসক্রিম নিয়ে ফেরার সময় আমি যে দৃশ্যটি দেখলাম যেটা দেখার জন্য আমি মোটে ও প্রস্তুত ছিলাম না, সবাইকে দ্রুত হস্পিটাল নিয়ে গেলে ও বাবা আর নাদিবা আমাদের ফেলে না ফেরার দেশে চলে যায়, আর মা,ফিরে এসে ও আজ না ফেরার মতো, ঐ এক্সিডেন্ট এর ৪ বছর পর থেকে মায়ের প্যারেলাইস হয়ে যায়…অনেক ট্রিটমেন্ট করেছি, বাবা আর নাদিবাকে নিজের চোখে হারাতে দেখে মায়ের আর সুস্থ হয়ে উঠা হলো না..
(স্নেহা feeling sad ?)
রাহুলের কথা শুনে তার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে,
[রাহুল তার মায়ের পাশে গিয়ে বসে, চোখের পানি মুছে দেই,]
রাহুল : মা তোমাকে বলে ছিলামনা?স্নেহার কথা, দেখো কাকে এনেছি,
রাহুলের মা স্নেহাকে কাছে আসতে ইশারা করে, স্নেহা কাছে গেলে অনেক কষ্টে (কাপা হাতে) স্নেহার মাথায় হাত রাখে,
হঠাৎ একটি নার্স রুমের ভেতর ঢুকে,রাহুল নার্সটির দিকে তাকালে, সে বলে উঠে ঔষধ এর সময় হয়েছে,
রাহুল আর স্নেহা রুম থেকে বেরিয়ে যায়,
রাহুল : স্নেহা তুমি হয়তো ভাবছো এসব আমি তোমাকে কেন দেখাচ্ছি কেন বলছি,
স্নেহা প্রিয় জিনিস হারাতে আমার এখন অনেক ভয় করে,তাই আমি তোমাকে অন্য ছেলেদের সাথে ডান্স করতে দেখতে পারছিলাম না,?
(স্নেহা মনে মনে Blushing)
স্নেহা : আচ্ছা সব তো দেখালেন এবার আপনার রুম দেখান।
রাহুল : ওকে চলো,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে