Love_at_1st_sight   Part : 10 

0
5743

Love_at_1st_sight ???
Part : 10

writer-Jubaida Sobti
রাতে,
মা : স্নেহা খেতে আয়, আর কয়দিন এভাবে না খেয়ে থাকবি।
স্নেহা : মা যাওতো আমার খিদে নেই।আর তোমার বলা লাগবে না আমার খিদে লাগলে আমি নিজে নিয়ে খেয়ে নিবো ?
মা : কিন্তু তুই তো, সকাল থেকে কিছু খাসনি খিদে কেমনি থাকবে না,
দেখ এমনটা হয় বিয়ের আগে,…
বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে,..
স্নেহা : আচ্ছা হয়ছে মা, এবার যাও আমাকে একা থাকতে দাও?
রাতে স্নেহা আর কিছুই খেলো না,
রাহুলের কথা ভাবতে ভাবতে শুয়ে পরে,… ঘুমিয়ে পড়ে,
[ বিয়ে হয়ে গেলো স্নেহার, লাল শাড়ী পড়ে বড় ঘোমটা দিয়ে, বউ সেজে খাটে বসে আছে, বর এসে স্নেহার ঘোমটা তুললে, স্নেহা অন্য ছেলেকে দেখতে পায় ]
হঠাৎ ঘুম ভেংগে চোখ খুলে স্নেহা উঠে বসে পড়ে,
স্নেহার পুরা শরীর ঘামতে থাকে, বুক কাপতে থাকে,?
ঘড়ি দেখে একটু পরে সকাল হয়ে যাবে,..
স্নেহার আর ঘুম আসছে না, কেন যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে..?
ঘুম আর আসছে না ছটফট করছে মনটা,..কেন যেন কাউকে খুজছে,…
স্নেহা রাহুলের সাথে কাটানো সময় মনে করছে আর কাঁদছে, ?
হঠাৎ একটা মোমেন্ট এর কথা মনে পড়ায়
স্নেহার কান্না থেমে যায় (Sneha Shocked ?)
দৌড়ে গিয়ে স্নেহা তার মোবাইল চেক করে,
কলেজ প্রোগ্রামের দিন লাস্ট কল যে নাম্বারটি ছিল সেটা রাহুলের ছিলো…স্নেহার মোবাইল শায়লার কাছে ফেলে আসলে রাহুল স্নেহার মোবাইলে ফোন দেই,
[স্নেহা এখন ভাবতে থাকে]
রাহুলের কাছে স্নেহার নাম্বার কি করে আসে, স্নেহা রাহুলের নাম্বারের সাথে Unknown নাম্বারটি মিলিয়ে দেখলে স্নেহার চোখে আবার ও পানি ঝলমল করে উঠে,?
স্নেহা : এতো খারাপ কেন আমি? রাহুলতো কত ভাবেই বুঝিয়েছে সে আমাকে ভালোবাসে, আর আমি,বুদ্ধু একটা,.. (হেসে ফেললো স্নেহা)
সকাল হলো স্নেহা কখন কলেজ যাবে (Existing with blushing )
কলেজে গেলে স্নেহা গার্ডেনের দিকে তাকালো কিন্তু রাহুলকে দেখতে পেলো না,?…স্নেহা ভাবলো হয়তো ক্লাসে আছে,…সেইখানে গিয়ে ও দেখলো, এবং পার্কিং গিয়েও দেখলো রাহুলের গাড়ি আছে কি না কিন্তু কোথাও রাহুল নেই,?
আসিফ : রাহুলকে খুজছো?
স্নেহা : জি ? আপনি তাকে কোথাও দেখেছেন?.
আসিফ : রাহুলতো কলেজে আসেনি..
স্নেহা : তাহলে কোথায় গিয়েছে?..
আসিফ : তোমার কাছেইতো এসেছিলো তুমি ফিরিয়ে দিলে.. এখন যখন চলে গিয়েছে তাহলে তোমার মন থেকেই খুজে নিতে হবে..
কাল রাতে বার এ বসে অনেক্ষন ড্রিংকস করেছে, আমি আর বার মেনেজার অনেক request করেছি, তাও করে যাচ্ছে, এর আগে এগুলো কখনো ধরেও দেখেনি…তারপর রাগ করে বার থেকে কই গেলো জানিনা বাসায় গিয়ে দেখলাম বাসায় ও নাকি আসেনি…..
স্নেহা : ???আমি আসলে বুঝতে পারিনি।
আসিফ : আচ্ছা তোমার নাম্বারটা দাও আমি তাকে পেলে তোমাকে ফোন দিবো…
স্নেহা আসিফকে নাম্বার দিয়ে চলে গেলো…
কোথায় খুজবে সে রাহুলকে… অনেকবার ফোন দিয়ে ট্রাই করেছে কিন্তু সুইচ অফ…?
স্নেহা রাহুলকে খুজতে খুজতে সন্ধ্যা হয়ে গেলো কিন্তু তাও রাহুলকে খুজে পেলো না।….
[বাসায় চলে যায় স্নেহা ]
পা গুটিয়ে খাটে বসে কাঁদতে থাকে,…
কোথায় রাহুল…এতোটা অভিমান করেছে আমার সাথে ?
হঠাৎ মোবাইল বেজে উঠে,…সেই Unknown নাম্বারটি…
স্নেহা তাড়াতাড়ি রিসিভ করে,..
স্নেহা : রাহুল ? কোথায় আপনি..?.
কখন থেকে খুজছিলাম,.. কলেজে ও গিয়েছিলাম আপনাকে খুজতে…
চুপ করে আছেন কেন আমি জানি এটা আপনার নাম্বার..
ফোনের ওপাশ থেকে.. কেউ ফুফিয়ে কেঁদে যাচ্ছে তা স্নেহা বুঝতে পারলো..?
স্নেহা : সরি রাহুল ??
রাহুল : এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি বাহিরে আসবে ?
স্নেহা : আপনি ?? বাহিরে?…মানে আমাদের বাসার সামনে..
রাহুল : হুম! ? এখন কি! চলে যাবো নাকি তাড়াতাড়ি আসবে?…
স্নেহা : না! না! চলে যাবেন কেনো আমি এক্ষুনি আসছি।??
স্নেহা দৌড়ে গিয়ে দেখে রাহুল তাদের উঠানে দাঁড়িয়ে আছে,….?
স্নেহা রাহুলকে দেখে আর নিজেকে সামলাতে পারলো না তাই স্নেহা দৌড়ে গিয়ে রাহুলকে ঝড়িয়ে ধরলো?
রাহুল ও স্নেহাকে শক্ত করে ঝড়িয়ে ধরলো…
স্নেহা : Sorry রাহুল আমি বুঝতে পারিনি..?? আপনি আমাকে এতোটা ভালোবাসেন..
????????
তাইতো তখন ভেবেছি নিশ্চয় আমাদের মধ্যে কোনো কানেকশন আছে,?
আপনি আমাকে বার বার বুঝানোর চেষ্টা করে গিয়েছেন আর আমি বুদ্ধু একটা..?
স্নেহা রাহুলকে আরো শক্ত করে ঝড়িয়ে ধরে… ??
After few minutes,
রাহুল স্নেহাকে একটু সরিয়ে আনার চেষ্টা করলে স্নেহা আরো শক্ত করে ধরে রাখে রাহুলকে…..
রাহুল : স্নেহা হয়েছে তো কেউ চলে আসবে তখন,?
স্নেহা : আসুক ??
রাহুল : ?? চলো
স্নেহা : কোথায়?. ?
রাহুল : যাবা নাকি বলো?… 
স্নেহা : অবশ্যয় যাবো… সারাজীবন যাবো, ???
রাহুল স্নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্ট এ যায়
,? [sneha and rahul’s 1st date]
রাহুল : কিছু খেয়েছ সারাদিন?..
স্নেহা : ???
রাহুল : জানতাম,…
স্নেহা : কিভাবে,?..?
রাহুল : মার্জান আমাকে সব বলেছে,?
স্নেহা : ????
রাহুল : ঐ পাগলী আবার কাঁদছো কেন?..
রাহুল স্নেহার চোখ মুচিয়ে দেই..
স্নেহা : আপনি কিভাবে জানেন আমি আপনাকে খুজছিলাম?..
রাহুল : জানবো না তোমার আমার heart connection এর মাধ্যমে?
স্নেহা : নেকা না?…
রাহুল : আসিফ বলেছিলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে