দুষ্টু বউ  পর্ব- ৫ম এবং শেষ.

0
3201

দুষ্টু বউ  পর্ব- ৫ম এবং শেষ.
Jealous boy

!

!


(বলেই কাঁদতে শুরু করলাম)
.
–অই পাগল কাঁদস কেন?
.
–না কাদি না এমনি।
.–কান্না থামা,, আমি কোথাও
যামু না,, ওই পাগল, কান্না
থামা .
–তাইলে ক কাল যাবি না।।
.
–কাঁদলে যামুগা।।
.
–না কাঁদুমনা।।
.
–তুই একটা পাগল।। তোরে
ছাইড়া কই যামু
.
–হ,,,, সকালে তাইলে ঐ পোলা
কে আছিলো।
.
–ও আমার খালাতো ভাই, আমার
মেঝ খালার ছেলে।
.
–আমি কিছু জানি না, কারো
সাথে কথা বলবি না।
.
–নিজে যে টিনার সাথে…
.
–তোরে চেতাই বার লিগাই
তো।।
.
–হ আমিও বুঝছি, এর জন্যই তো
খালাত ভাই আর আমি মিইল্লা এই
প্লেন করছি।।
.
–ইও,, দুষ্টু
.
—না দুষ্টি,,
.
–তাহলে বল আর দুষ্টামি করবি
না .
–না করুম না।।
.
সেদিন একটা কম্বাল ছুড়ে
ফেলে দুইজনে
এক কম্বলেরই নিচে,, আমার উপর
দিয়ে ও পা দিয়েছে আর আমি
ওর উপর দিয়ে হাত দিয়ে দুজন
দুজনকে জড়িয়ে ধরে
শুয়ে আছি। কেন জানি খুব
ভাল লাগছে।।নিজেকে
পরিপূর্ন লাগছে।।
যাক বাঁচা গেলো, কাল থেকে
তবে আর দু্ষ্টোমি করবে না,, আর
চলেও যাবে না।
ভাবতে ভাবতে ঘুমিয়ে
পড়লাম।। সকাল বেলা আবার ওর
সেই চিল্লাচিল্লি শুনে ঘুম
ভাংলো।। .
–আন্টি আন্টি দেখে
যাও,,দেখে যাও আন্টি তোমার
ছেলে কি করছে।।
.
–কি করছে মা? ( আম্মু)
.
–এই দেখো আন্টি, তোমার
ছেলে আমার কামিছ পড়ে বসে
আছে।।
.
হায় হায় এটা কি হলো, আমি
কামিছ পড়লাম কিভাবে।। হায়
হায় ইজ্জত বুঝি গেলো।। না না
এটা আমি পড়ি নি।।
এটা নিশ্চই অন্য কেও করেছে,
এটা নিশ্চই ওর কাজ, মানে
আমার “দুষ্টু বউ “এর।।।
সমাপ্ত
.
(বিঃদ্রঃ বাল্য বিবাহ আইনত
অপরাধ।)
.
কিছু কথা– গল্পটার স্থান, পাত্র,
ঘটনা সবই কাল্পনিক।।তাই
কারো সাথে কিছু মিলে গেলে
বা অনুভুতিতে আঘাত হানলে
আমি (লেখক) কোন ভাবেই দায়ী নই।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে