#Bestfriend
part : 13
writer : Mohona
.
নীড় রুমে গেলো।
নীড় : আমার মামনি-বাবা তো বিশ্বউন্মাদ। যাই হোক আজকের ঘটনাটা সাগরকে জানাতে হবে । ফোন মারি।
নীড় সাগরকে ফোন করলো।
সাগর : হ্যাললো…
নীড় : কি ব্যাপার চান্দু তোমার mood off কেন ?
সাগর : নিজেতো ৭ম আসমানে আছো । ২দিন ধরে নিজের বনপাখিকে নিয়ে ঘুরছো।
নীড় : তুমি লাগে ঘুরোনি মামমা… কালকে যে সারাদিন বাইকে ঘুরলা। আর আজকেও।
সাগর : আজকে ঘুরতে পারলাম কোথায় ? দাদুভাই-দীদা এসেছে। যুদ্ধ করতে করতে। দীদে নিয়ে ঘুরতে হয়েছে।
নীড় : আহারে so sad…
সাগর : sad বলতে আসছে … এদিকে মোহো আরেকটা কান্ড ঘটিয়েছে।
নীড় : আবার কি ঘটালো?
সাগর : এতোদিন তো মামনির সাথে ঝামেলা করেছে। কিন্তু আজকে বাবার সাথেও করেছে। বাবার গাড়ি ভেঙেছে , মোবাইল ভেঙেছে ।
নীড় : actually … ওগুলো না তোর মোহোপাখিনা। আমার বনপাখি করেছ। ?।
সাগর : কি??
নীড় : হ্যা। বলছি শোন।
নীড় সাগরকে সবটা বলল ।
সাগর : oh my goodness… বাবা আমার কি বিয়ে হবেনা !!!
নীড় : আমারও হবেনা। আমিও গাইবো… বাবা আমার কি বিয়ে হবেনা? বাবা আমার কি বিয়ে হবেনা?
সাগর : তুই এই গান কেন গাইবি? তুই কি আর প্যারাই আছিস আমার মতো ?
নীড় : ভুলে গিয়েছিস আমরা ২জন ২জনকে কি promise করেছিলাম? আমরা promise করেছিলাম যে ২জন ১দিনেই বিয়ে করবো।
সাগর : ও হ্যা মনে পরেছে। যাই হোক একটু শান্তি পেলাম।
নীড় : anything for you…
সাগর : আরে full কথাটা তো শোন ।
নীড় : বল।
সাগর : আসলে এতোক্ষন অনেক দুঃখে ছিলাম। তুই আমার পরে ভালোবেসে আগে বিয়ে করে ফেলবি আর আমার case ঝুলে থাকবে। কিন্তু এখন শান্তি তোর বিয়েও ঝুলবে। ?।
নীড় : ওরে বজ্জাত। তোর হচ্ছে। আসছি আমি। তুই দারা…
নীড় গাড়ি নিয়ে বেরিয়ে পরলো। সাগরদের বাসায় গেলো।
.
পরদিন…
মেঘলা : মাম্মামপাকি… গদ মননিং…
এতো awwwe ki cute good morning wish শুনে মোহনার ঘুম ভেঙে গেলো ।
মোহনা : ওলে বাবালে… আমার ময়না বাচ্চাটা এসেছে নাকি।
বলেই মোহনা মেঘলাকে কোলে নিয় কপালে চুমু দিলো । জিনিসটা রোদ্রর মোটেও ভালো লাগলোনা । কারন ওর মতে এটা কেবল ওর ফপ্পি। ভয়ংকরভাবে মেঘলার দিকে তাকিয়ে আছে। মোহনা খেয়াল করলো।
মোহনা : আরে ফপ্পি… তুমি ওখানে কেন ? ফপ্পির কাছে আসো।
রোদ্র : উহু…
মোহনা : আসো আসো । i have a surprise awwwe ki cute giftu giftu…
রোদ্র : সত্যি ? কি giftu??
মোহনা : জানতে হলে তো ফপ্পির কোলে আসতে আসতে হবে।
রোদ্র লাফিয়ে গিয়ে মোহনার কোলে বসলো । মোহনা রোদ্রর কপালেও চুমু একে দিলো ।
রোদ্র : এখন বলো।
মোহনা : ফপ্পি-রোদ্র-মেঘলা মিলে সারাদিন ঘুরবো । yeah…
২জন :hip hip awwwe ki cute hurray…
রোদ্র : ফপ্পি… মিয়িন ফপ্পি যাবেন??
মোহনা : মিয়িন ফপ্পি তো busy… অন্যদিন যাবে। এখন তোমরা বসো আমি freshহয়ে আসছি।
মোহনা fresh হতে গেলো।
.
নীড় : i am too much happy… যে আমার বউর অন্যদের মতো রেডি হতে ৮০ঘন্টা লাগেনা।
মেরিন : আপনি married ??? তাও আমাকে নিয়ে ঘোরাঘোরি করেন ? লজ্জা করেনা? shame on you… গাড়ি থামান।
নীড় : ১টা থাপ্পর দিবো ।
মেরিন : সত্যি কথা বলেছি থাপ্পর তো দিবেনই। দিলে দেন । সত্যি কথা বলতে মেরিন বন্যা খান কখনো ভয় পায়না। আজই এখনই আমি বাবাকে বলবো যে আপনি married …
বলেই মেরিন mobile হাতে নিলো। নীড় ছো মেরে mobile টা নিয়ে নিলো।
নীড় : r u completely stupid ??? আমি বউ বলতে তোমাকে mean করেছি ।
মেরিন : আজিরা প্যাচাল পারতে আসেন। আহাম্মক মনে করেন। আমাকে কাবাব মে এলাচি হবো। আমাকে কেউ ঘর ভাঙনি বলবে আর আমি মেনে নিবো? আপনার লজ্জা করেনা ঘরে বউ রেখে অন্য মেয়েকে ভালোবাসি বলতে। characterless person …
নীড় আর পারলোনা। মেরিনের গাল টিপে ধরলো।
নীড় : ১টা থাপ্পর দিবো। নীড় আহমেদ চৌধুরী বর্ষন জীবনে কেবল ১টা মেয়ের দিকেই তাকিয়েছে। আর সে হলো মেরিন বন্যা খান। জীবনে কেবল ১জনকেই ভালোবেসেছে । আর সে হলো মেরিন বন্যা খান। ১জনকেই নিজের বউ বানাবে। আর সে হলো মেরিন বন্যা খান। got it ??? ভালোবাসি তোমাকে damn it…
বলেই নীড় মেরিনকে ছেরে দিলো। এরপর গাড়ি থেকে বেরিয়ে গেলো। গাড়িতে ১টা লাথি মারলো।
মেরিন : কি ভয়ংকর। কথাটা একটু ভালোমতো বললেই পারতো। huh… নিজেই ঝামেলা করলো আবার নিজেই রাগ দেখায়। আম্মুগো… গালটা এখনও ব্যাথা করছে ।
মেরিন গাড়ি থেকে নেমে নীড়ের কাছে গেলো।
মেরিন : i am sorry…
নীড় অবাক হয়ে মেরিনের দিকে ।
মেরিন : বলুন আমাকে।
নীড় : মানে?
মেরিন : মানে i am sorry বলুন আমাকে ।
নীড় হা হা করে হাসতে লাগলো।
নীড় : cute পাগলি ।
মেরিন : i know … but… ১টা confusion আছে।
নীড় : কি?
মেরিন : আপনি যে বললেন আপনি জীবনে কেবল ১টা মেয়ের দিকেই তাকিয়েছেন। আর সেটা আমি।
নীড় : হামমম ।
মেরিন : তো আপনার মা , ম্যাডামস , বান্ধবি , এদিকে সেদিকে কতো মেয়ে এমনকি মিষ্টুর দিকেও তাকিয়েছেন… তাহলে বললেন কেন যে কোনো মেয়ের দিকে তাকাননি?
নীড় : …
নীড় কি বলবে কেন বলবে কিছুই বুঝতে পারছেনা। তবে ওর জীবনটা যে তেজপাতা হতে চলেছে সেটা খুব ভালোমতোই বুঝতে পারছে।
নীড় : sit on the car…
মেরিন : আরে confusion তো clear করুন।
নীড় : shut up…
মেরিন : huh…
.
ওদিকে…
মোহনা বাচ্চাদের নিয়ে বের হচ্ছে ।
অহনা : একা সামলাতে পারবি ২জনকে?
মোহনা চোখ বাকিয়ে
বলল : কিছু বললা???
অহনা : না। ?।
মমতা খান : খবরদার যদি ওদের নিয়ে যাবিনা। তুই কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফিরবি।
মোহনা : always আমার awwwe ki cute ঠান্ডা ঠান্ডা কুল কুল মাথাটা গরম করা কি খুবই জরুরী । কালো বিড়াল কোথাকার।
মমতা খান : পারলে যা তুই।
মোহনা : শুভ্র খান ভালোমতো আপনার মাকে সরতে বলুন। না হলে কসম আল্লাহর আজকে খুনাখুনী হয়ে যাবে।
মমতা খান : তর ছাহস তো…
শুভ্র : আহ মা। থামোতো। অভ্র দীদাকে নিয়ে যাও।
অভ্র মমকা খানকে রুমে নিয়ে গেলো। আর তিনি ক্যারক্যার করতে লাগলো। মোহনা বাচ্চাদের নিয়ে বের হলো।
লিনা : হ্যালো সাগর বাবা।
সাগর : হ্যা খালামনি বলো ।
লিনা : মোহনা রোদ্র আর বাচ্চাদের নিয়ে একা একা বের হলো।
সাগর : oh আচ্ছা । গাড়ি নিয়েছে না?
লিনা : হামম।
সাগর : আচ্ছা thank u…
সাগর ফোন রেখে দিলো । এরপর সাগর নিজের মোবাইলে চেক করলো যে মোহনার গাড়ি কোথায় কোন দিকে যাচ্ছে । ও গোপনে মোহনার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছে।
সাগর : ম্যাডাম উত্তরার পথ ধরেছে। নির্ঘাত যমুনা ফিউচারেই যাবে । চল ভাই সাগর বেরিয়ে পর।
সাগর বেরিয়ে পরলো।
.
মেরিন : আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি?
নীড় : নিজেও জানিনা।
মেরিন : মানে?
নীড় : আজকে আমি চাইনা পথটা শেষ হোক।
মেরিন : মানে?
নীড় : মানেটা বুঝতে হলে তোমাকে আগে ভালোবাসতে হবে।
মেরিন : মানে ? কিন্তু কেন ? আর আমি তো ভালোবাসি । নতুন করে কাকে ভালোবাসবো?
নীড় জোরে ব্রেক মারলো।
নীড় : ভভভালোবাসো মানে? কাকে ভালোবাসো?
মেরিন : আম্মুকে বাবাকে মিষ্টুকে রোদ্রকে মেঘলাকে ….
মেরিনের কথা শুনে নীড় steering এ মাথা ঠুকতে লাগলো।
মেরিন : একি কি করছেন কি ?
নীড় : ডোনাল্ড ট্রাম্পের সাথে ঠোকাঠোকি খেলছি। খেলবে।
মেরিন : huh… পাগলের মাথা ছাগলের ঠ্যাং।
নীড় : ১টা কথা বলি?
মেরিন : কি???
নীড় টুপ করে মেরিনের গালে কিস করে
বলল : i love u..
মেরিন নীড়ের কলার ধরে ঝাকাতে ঝাকাতে
বলল : ওই লুচি পরাটা ওই… কথায় কথায় আমার গালে কিস করিস কেন? লজ্জা করেনা ? বল কেন গালে কিস করিস ?
নীড় : ঠোটে করবো??? ?।
মেরিন : … huh…
মেরিন নীড়ের কলার ছেরে জানালার দিকে ঘুরে রইলো। মানেটা হচ্ছে মেরিন লজ্জা পেয়েছে ।
নীড় : i am sorry… বনপাখি। আমি just মজা করছিলাম । আর তোমার ওই গালে কিস করার কারন হলো তোমাকে ওই গালটাতে থাপ্পর মেরেছিলাম। যার জন্য বারবার আমার আফসোস হয় । তারওপর আবার আজকে ওভাবে গাল চেপে ধরলাম। again sorry & i love u…
মেরিন : …
নীড় : by the way… লজ্জা পেলে তোমাকে খুবই খুবই খুবই বিদঘুটে লাগে। ভয়ংকর যাকে বলে । আহারে আমার বউটাকে লজ্জা পেলে সুন্দর কেন লাগে না। ভালোই হলো নজর লাগবেনা … খালি আমিই নজর দিবো। awwwe ki cute…
মোহনা ভার্সন ।
মেরিন ফিক করে হেসে দিলো।
নীড় : ইশ হাসিটাও বিদঘুটে। awwwe ki cute…
মেরিন : পাগল আপনি।
নীড় : i know ….
.
মোহনা বাচ্চাদের নিয়ে যমুনা ফিউচারে গেলো । সাগর আগে থেকেই উপস্থিত । বাচ্চারা ছিলো বলে মোহনা সাবধানে drive করেছে ।
মোহনা : চলো চলো এসে পরেছি।
মোহনা ২হাত দিয়ে ২জনের হাত ধরে ভেতরে যেতে নিলো । তখন দেখলো সাগর দারিয়ে আছে ।
মোহনা : হায় এই জল্লাদ কুতুবমিনার কোথায় থেকে এলো ? oh no… police station এ নিয়ে যেতে আসেনি । কিন্তু আজকে তো বাচ্চাদের নিয়ে এসেছি ।
সাগর : আমার এই ভাতিজা আর ভাগনিও বড় হয়ে গিয়েছে । মাশাল্লাহ ।
সাগর ওদের সামনে গেলো ।
সাগর : hello বাচ্চারা। আমি মোহনার টিচার।
মোহনা : ex teacher বলুন। huh…
রোদ্র : ফপ্পি … ex teacher কি?
মোহনা : এইযে এই লোকটা।
মেঘলা : তাহলে আমাদেল কি?
সাগর : আমি তোমার মামা আর রোদের চাচ্চু…
মোহনা : ওমনি। মামা আর চাচ্চু হয়ে গেলেন ? huh…
সাগর ২বক্স চকোলেট ২জনের দিকে এগিয়ে দিলো।
সাগর : তোমাদের জন্য ।
কিন্তু ২জন নিলোনা ।
সাগর : কি হলো নাও।
রোদ্র : মামনি বলে অচেনাদের কাছে থেকে কিছু নিতে নেই ।
সাগর : আমি তো অচেনা কেউ নই। আমি তো তোমাদের…
মেঘলা : তুমি মাম্মামপাকির ex-টিচাল ।
সাগর: ওই ওদের নিতে বলো।
মোহনা : কেন ওদেরকি ভিখারী মনে হয়?
সাগর : আজব তো। বলোনা । তোমার জন্যেও আছে।flake hamper…
মোহনা : ?।
সাগর : কি হলো ? নাও আর নিতে বলো ।
মোহনা : এই তোমরা নাও নাও ।
বাচ্চারাও নিলো আর মোহনাও। ৪জন সারাদিন অনেক মজা করলো ।
.
রাত ৮টা…
নীড় : চলে এসেছি ।
মেরিন : finally …
নীড় মেরিনের জন্য দরজা খুলে দিলো। মেরিন নামলো।
মেরিন : ভেতরে চলুন।
নীড় : উহু। অন্যদিন ।
মেরিন : ok bye…
মেরিন চলে যেতে নিলো।
নীড় : মেরিন…
মেরিন দারিয়ে গেলো। ওর মনে হলো যে এমন করে কেউ কোনোদিন ওকে এভাবে ডাকেনি। মেরিন ঘুরলো।
মেরিন : হামম।
নীড় মেরিনকে জরিয়ে ধরলো।
নীড় : এই ৩দিন আমার জীবনের সেরা ৩দিন। thank u… এই ৩দিন আমাকে দেয়ার জন্য । i just love you বনপাখি ।
বলেই নীড় মেরিনকে ছেরে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলো । মেরিন just অবাক ।
.
পরদিন…
সাগর : কি রে এতো urgent ডাকলি?
নীড় : plan বানাতে।
সাগর : plan ?
নীড় : হামম। কাল-পরশু আমার ডাক পরতে পারে তোকে ধোলাই করার জন্য।
সাগর: হামমম… হয়তো… ইশ কি দুঃখ। ফাটা কপাল আমার…
নীড় : এর জন্যেই তো master plan বানাতে হবে। শোন।
সাগর : বল…
নীড় : তোকে আমাকে দুশমন হতে হবে ।
সাগর : মানে ?
নীড় : মানে আমরা যখন মুখোমুখি হবো তখন আমাদের লড়াই করতে হবে। আর এমন ভাবে লড়াই করতে হবে যেন আমরা ৭জনমের শত্রু ।
সাগর : right … good idea…
নীড় : i know… the নীড় আহমেদ চৌধুরী বর্ষন কখনো খারাপ বুদ্ধি দিতেই পারেনা । i am the best। ?।
সাগর : jokes of the century …. তবে যাই হোক তোর মেরিনের ভালোবাসা পাওয়া অনেক জরুরী ।
নীড় : কেন কেন?
সাগর : তোর line clear না হলে আমারটা হবেনা ।
নীড় : কেন কেন?
সাগর : কারন আমার বউ পাগল।
নীড় : আমারটাও রে ।
সাগর : আমাদের ভবিষ্যৎ অন্ধকার ।
নীড় : হামম। ওই শ্রাবনী আপু নাকি আসবে?
সাগর : হামম next week… যাবি কিন্তু আমার সাথে ওদের রিসিভ করতে।
নীড় : তুই না বললেও যেতাম। অর্থিটা কতো বড় হয়ে গিয়েছে না…
সাগর : হামমম।
.
in the campus …
মেরিন আনমনে কিছু ভাবছে ।
মোহনা : এ কি এমন ঘোড়ার ডিমের মাথা ভাবছে ? ঢোলের কথা না তো…. বেসুরা গলায় ১টা গান গেয়ে টেস্ট করি।
???
হো গেয়া হ্যা তুঝকো তো
পেয়ার সাজনা …
লাখ কারলে তু
ইনকার সাজনা …
???…
মেরিন no reaction …
মোহনা : আআআ…. ???
.
চলবে…