শ্রদ্ধেয় আম্মা – Rimy islam

0
647

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
#চিঠি_নং_০২

শ্রদ্ধেয় আম্মা,
শুরুতেই সালাম নিও। লোকমুখে প্রচলিত, ‘ শাশুড়ী কখনো মা হয় না ‘। কথাটি ভাবলে ভীষণ অবাক লাগে। প্রথম যেদিন তোমার মেয়ে হিসেবে বরণ করে নিলে, জানি না কেন মনে হয়েছিল তুমি অনন্যা একজন মা। ক’জন পারে ছেলের পছন্দের মেয়েকে এত সহজে মেনে নিতে! নিজের মেয়ের পরিচয়ে প্রথম সাদরে গ্রহণ করতে! তুমি পেরেছিলে। এরপর যেদিন কোনো এক ক্লান্ত, মনভাঙা দিনে মন খারাপের রূপের বহিঃপ্রকাশ করে তোমার কাছে ‘ আম্মা ‘ ডাকটা বলার অধিকার চেয়ে বসলাম, তোমার নিখুঁত সমর্থনে উচ্চারিত ‘ হ্যাঁ ‘ বাক্যটি আমার মন মনিকোঠায় গভীর দাগ কেটে দিয়েছিল। ভেবো না এই দাগ কষ্টের দাগ, কিংবা অভিমানের দাগ। এই দাগ আমার বুকে চিরস্থায়ী মা হিসেবে তোমাকে সিলমোহর করার দাগ। নিকষ আঁধার কালো রাজ্যে তুমি এলে প্রস্ফূটিত ভোর হয়ে। দেখতে দেখতে দশ বর্ষ গড়িয়ে আমি আজও তোমার ছেলের বউ হতে পারিনি। কারণ, আমি বা তুমি এটা কখনো চাইনি। আমি তোমার মেয়ে হয়েই রয়ে গেছি। তোমার কাছে কথা নিয়েছিলাম, ‘ আমি কিন্তু তোমার ছেলের বউ হলেও আমাকে মেয়ে হিসেবে রাখবে। ছেলের বউ হলে দু’ নজর হতে পারে।’ তুমি বলেছিলে, ‘ এমনটা হলে আমি সর্বোচ্চ খুশি হবো।’
তুমি তোমার কথা রেখেছ। জানি না আমি কতটুকু পেরেছি। শুধু জানি, তোমার মতো আমি পারবো না। শুরুতেই বলেছি তুমি অনন্যা। সেই ‘অনন্যা’ উপাধিটা নাহয় তোমারই থাক!
অবশেষে এইটুকু বলতেই হয়, লোকমুখে প্রচলিত কথার উদ্ভব ঘটে সচরাচর দেখা পার্শ্ববর্তী মানুষগুলোকে ঘিরে। এর মাঝেও তোমার মতো মানুষের সংখ্যা কম বলেই হয়তো এই প্রচলিত কথাটি এসেছিল।
আবারো বলবো, ‘ আম্মা তুমি অনন্যা ‘। অসংখ্য ভালোবাসা নিও।

ইতি
তোমার টুনটুনি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে