হয়তো_ভালোবাসি Part_23

0
2101

হয়তো_ভালোবাসি
Part_23
#Writer_Eshetaq_Nora

নেশাঃ কি হলো নিন।।আচ্ছা থাক আমিই মেরে দেই কি বলেন।

নীড়ঃ তুমি আমায় মারবে??।যদি পুরো পৃথিবীর মানুষ একসাথে বলে তাহলেও আমি বিশ্বাস করবো নাহ।

নেশাঃ আপনাকে নাহ মারতে পারি কিন্তু নিজেকে তো মারতে পারি।(নিজের মাথায় বন্দুক ধরে)।আপনি এবার আর আমায় আটকাতে পারবেন নাহ নীড়। আজ আমায় যেতে নাহ দিলে আমি নিজেই নিজেকে শুট করে দিবো।আমাকে যেতে দিন।

নীড়ঃ নাহ তোমায় কিছু করতে হবে নাহ। আমি যাচ্ছি।

নীড় চলে যেতে নিলে আবার কিছু একটা ভেবে ফিরে আসে।

নেশাঃ আমি কিন্তু সত্যি গুলি করে দিবো।

নীড়ঃ আচ্ছা আমি যদি তোমায় ছেড়ে দেই তুমি তো চলে যাবে।।তাই নাহ।

নেশাঃ হ্যাঁ

নীড়ঃ তাহলে তুমি বেচে থাকলেও আমার থেকে সেই দুরেই চলে যাবে তাই তো?

নেশাঃহ্যাঁ।

নীড়ঃ তাহলে আমি তোমায় যেতে দিলেই কি লাভ হবে। সেই তো দুরেই চলে যাবে।

নেশাঃ ???

নীড় কথার জালে প্যাচাতে প্যাচাতে নেশার হাত থেকে গান টা নিয়ে নিলো।।

নেশাঃ আপনি???দিন বন্দুক দিন।

নীড়ঃ পাগলামো করো নাহ নেশা।।আর আমার রাগ উঠিও নাহ।।তুমি জানো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে নাহ।

নেশাঃ ????

নীড়ঃ এইতো গুড গার্ল।।।চুপচাপ রুমে থাকো।।আমি বাইরে থেকে লক করে যাচ্ছি।।পালানোর চেষ্টা করবে৷ নাহ।।আর আরেক কথা।।আমার রুম সাউন্ডপ্রুফ করা।।সো চিল্লাচিল্লি করো নাহ।।আমি যাবো আর আসবো।। ওকে??

নেশাঃ হু???

নীড় নেশাকে রুমে রেখে বাইরে দিয়ে দরজা লাগিয়ে চলে গেল।।

একটুপর রুমের দরজা খুলার শব্দ পেল।।নেশা ভাবলো নীড়।

নেশাঃ আমাকে দরজা দিয়ে রেখে নিজে হিরো সেজে বাইরে যাওয়া।। দাড়া তোর মজা দেখাচ্ছি।

যেই নাহ দরজা খুললো নেশা টেনে তাকে দেয়ালের সাথে চেপে ধরলো।।কিন্তু মানুষটিকে দেখেই

নেশাঃ আয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া?????

নেশাঃ আন্টি আমি আসলে ভেবেছিলাম নীড়??

কথাঃ ???।।তা আমার ছেলেকে বুঝি এইভাবেই চেপে ধরতে??

নেশাঃ না মানে আসলে আন্টি ওইয়ারকি???

কথাঃ ??।।আচ্ছা বাদ দে।।তোর সাথে কথা বলতে এলাম।

নেশাঃ কি কথা আন্টি?

কথাঃ বসতে বলবি নাহ?

নেশাঃ হ্যাঁ কি যে বলো।।বস বস।তোমাদেরই তো বাড়ি।।

কথাঃ এইটা তোর ও বাড়ি।

নেশাঃ আমার!!!

কথাঃ নীড় আমাদের সবই বলেছে।।তোদের যে৷ বিয়ে হয়েছিলো।।তো তুই আমাদের বাড়ির বউ।আর আমার মেয়ে?

নেশাঃ ধন্যবাদ আন্টি।

কথাঃ এখনো আন্টিই বলবি?

নেশাঃ নাহ মানে আসলে?

কথাঃ নেশা যা হয়ে গেছে তা ভুলে যাই।।নতুন করে কি সব শুরু করা যায় নাহ?

নেশাঃ বাট আন্টি…

কথাঃ নেশা এখানে নীড়ের কোন দোষ ছিলো নাহ।।ও এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়েছিলো।।বাট জানো ও যে তায় কতো টা ভালোনাসা তা আমরা নিজের চোখে দেখেছি।।আমাদের আগের সেই হাসিখুশি নীড়কে হারিয়ে ফেলেছিলাম আমরা।।তোমার ফিরে আসায় নীড় আবার আগের মতো হয়ে গেছে।।আমি চাই তুমি ওর সাথেই থাকো।।কথা দাও আমার কথা টা রাখবে।

নেশাঃ কিন্তু নিহা

কথাঃ আরে নিহাও এই বিয়েতে রাজি ছিলো না।আমরাই জোর করে রাজি করেছি।।তুমি আসায় তো ও খুব খুশি হয়েছে।।

নেশাঃ ওহহ।। নিহা আপু এখন কোথায়।।

কথাঃ ও নিচের রুমেই আছে।।

নেশাঃ ওহহ।।

কথাঃ দেখা করবে?

নেশাঃ হুম

কথাঃ আচ্ছা চলো।

কথা নেশাকে নিয়ে নিহার রুমে গেল।

একটুপর নীড় ফিরে এলো।।সোজা নেশার রুমে ঢুকলো।আর দরজা খুলা দেখেই ভাবলো নেশা চলে গেছে।রুমে নেশাকে না পেয়ে দৌড়ে বাইরে যেতে নিবে তখনই নেশার সাথে ধপাস।নেশা রুমে ঢুকতে যাচ্ছিলো।

নেশাঃ উফফ দেখে চলতে পারেন নাহ।।চোখ কি মাথায় নিয়ে হাটেন।।

নীড়ঃ কোথায় ছিলে তুমি

নেশাঃ জাহান্নামে

নীড়ঃ সোজা কথা বলতে পারো নাহ

নেশাঃ নাহ পারি নাহ

নীড়ঃ অসহ্য?

নেশাঃ কয়দিন না যেতেই অসহ্য হয়ে গেলাম।।ভালো খুব ভালো।

নীড়ঃ কি সব বলছো তুমি।।তুমি কি ঝগড়া লাগতে চাইছো?

নেশাঃ ধুর আপনার সাথে কথা বলাই বেকার।

নীড়ঃ হুহ।।দরজা খুললো কিভাবে।।

নেশাঃ ভুত এসে খুলে দিয়ে গেছে।।

নীড়ঃ ??

নেশাঃ ???

কয়েকদিন পর-

কথাঃ নীড় নিহাকে দেখেছিস?

নীড়ঃ কই নাহ তো?

কথাঃ মেয়েটা গেল কোথায়।।দেখ নাহ ভালো করে খুজে পাস কিনা।

নীড়ঃ দুনিয়ায় থাকলে তো পাবে( বিড়বিড় করে)

কথাঃ কি বললি?

নীড়ঃ কই কি বললাম।খুজে দেখ আবার কোথায় পালিয়ে গেছে আমাদের না বলে।

নীড় কথা টা বলেই ঘরে ঢুকে গেল।।তার পথ আটকালো নেশা।

নীড়ঃ কি?

নেশাঃ নিহা আপু কোথায় নীড় কি করেছেন আপনি ওর সাথে???

নীড়ঃ মেরে ফেলেছি??

নেশাঃ হোয়াট!! আপনি কি পাগল।ওকে কেন মারলেন?মানুষ খুন করা পাপ তা কি আপনি জানেন নাহ।

নীড়ঃ কি করবো বলো পাপ টা তো করে ফেলেছি।।এখন তুমি পাপ টা মুছে দাও?

নেশাঃ মানে??

নীড়ঃ আমাকে নিজের করে নাও??

নেশাঃ হুহ।।ছাড়ুন আমায় [নীড়ের থেকে নিজেকে ছাড়িয়ে]

নেশাঃ আপনি দিন দিন পেশাদার খুনি হয়ে যাচ্ছেন।।প্রথম আকাশ, তারপর আবির এখন আবার নিহা আপু।।কেন করছেন আপনি এইসব।

নীড়ঃ তো কি করবো জান।।আমার আর তোমার মাঝখানে যে আসবে তাকে আমি এইভাবেই সরিয়ে দিবো?

নেশাঃ বাট এইসব ঠিক নাহ নীড়।আচ্ছা কিভাবে মারলেন।

নীড়ঃ খুব যত্ন করে।নিজের হাতে মেরেছি।।

নেশাঃ লাশ ভালো করে গায়েব করেছেন তো?

নীড়ঃ ইয়েস মাই সুইটহার্ট।। লাশ ও গায়েব করেছি আর প্রমান ও।।তোমার চিন্তা করতে হবে নাহ।

নেশাঃ ??

নীড়ঃ উফফ এতো রিয়েক্ট করছো কেন।।মনে হচ্ছে তুমি খুশি হওনি

নেশাঃ নাহ হইনি।।যতোই হোক ও আমার শিকার ছিলো।।আপনি গিয়ে মেরে দিলেন এইটা হলো??।

নীড়ঃ আমি থাকতে আমার জানের কষ্ট করার দরকার কি জান??



চলবে?

( কি কিছু বুঝেন নাই।।নাহ বুঝলে নাই।। ?।বুঝলে বুঝপাতা।।না বুঝলে তেজপাতা?।কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে