হয়তো_ভালোবাসি Part_02

0
3833

হয়তো_ভালোবাসি
Part_02
#writer_Eshetaq_Nora

কলেজে —

সবাই রিহার্সাল রুমে প্রেকটিস করছে।।নিসুও নাচ শিখতে এসেছে।কিন্তু প্রবলেম হলো সে তার ডান্স পার্টনার পাচ্ছে নাহ।।।হঠাৎ সেখানে এন্ট্রি মারলো নীড় আর তার বন্ধুরা।।

নীড়ঃ হ্যালো গাইস??

এলাঃ তোর এতোক্ষনে আসার টাইম হলো(এলা হলো নীড় এর ক্লাসমেট। পাশাপাশি তাকে রিহার্সাল ঠিকঠাক হচ্ছে কিনা তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে)

নীড়ঃ আর বলিস নাহ রাস্তায় এক সুন্দরীর সাথে দেখা।তাকে দেখে সেখানেই আটকে গেছিলাম।(নেশার দিকে তাকিয়ে।নেশা মুচকি হাসলো)

নীড়ঃ মনে মনে-ওফস সুইটহার্ট। হেসেছো যখন ফেঁসেছো??।

এলাঃ আচ্ছা ওইসব বাদ দে।তুই ডান্স করবি তো।

নীড়ঃ ডান্স ডান্স।।কিন্তু আমার সাথে পার্টনার হবে কে।

এলাঃ আমি হই??।

নীড়ঃ সর মুটকি তুই নাহ।একটু সুইট সুইট হলে ভালো হতো। থাক তোরা নাচ আমি নাচবো নাহ??।

এলাঃ ড্রামা কিং একটা।আচ্ছা আর কে কে নাচবে??

নিসুঃ আপু আমি নাচতে চাই।কিন্তু পার্টনার পাচ্ছি নাহ??।।

নীড়ঃ আমি হেল্প করবো??

নিসুঃ আপনি নাচবেন??

নীড়ঃ নো চান্স??।।কাউকে নাচাবো।।।রাফি তুই নাচবি নিসুর সাথে।।

রাফিঃ নাহ পাগল নাকি।??

নীড়ঃ তুই নাচবি নাহ। ওকে ওয়েট নিসু তোমার সাথে একটু কথা আছে প্লিজ। সাথে তোমার ফ্রেন্ডকেও নিয়ে আসো।

নীড়ঃ দেখ নিসু আমি তোমার জন্য রাফিকে রাজি করাতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে?

নিসুঃ কি শর্ত ভাইয়া?

নীড়ঃ তোমার বান্ধবীকে আমার সাথে নাচতে হবে ??

নেশাঃ আর ইউ মেড??।।আমি নাচবো নাহহ।

নীড়ঃ নিসু তোমার বান্ধবীকে রাজি করাও।না হলে আমার কিছু করার নেই।।

নিসুঃ বাট ও সবার সামনে নাচে নাহ নীড় ভাইয়া। ট্রাই টু আন্ডারস্টেন্ড??।

নীড়ঃ আচ্ছা সবার সামনে নাচতে হবে নাজ।বাট আমার সাথে নাচতে হবে।কেউ সামনে থাকবে নাহ প্রমিস।।

নিসুঃ নেশা মেরি জান আমার প্লিজ রাজি হয়ে যা।শুধু আজই তো। বনু প্লিজ ??

নেশাঃ ???

নিসুঃপ্লিজ??

নেশাঃ আচ্ছা ঠিকাছে ??

নীড়ঃ ???

নীড় রুমে গিয়ে এলাকে ইশারা করলো।নেশা আস্তে আস্তে চলে যেতে নিলো।

নীড়ঃ (হাত টেনে ধরে) পালাচ্ছো কেন??

নেশাঃ এখানে তো সবাই আছে।??

নীড়ঃ তো কি হয়েছে।লেটস ডান্স।

নেশাঃ সবার সামনে ??।পাগল নাকি।??

নীড়ঃ প্লিজ শুধু আমার জন্য।আচ্ছা নিসুর জন্য প্লিজ?

নেশা নীড়ের হাত ছেড়ে পিছিয়ে গেল।আবার কিছু একটা ভেবে নীড়ের হাত ধরলো।নীড় আরো শক্ত করে হাত ধরে নাচতে শুরু করলো।

নাচতে নাচতে দুইজন খুব ক্লোস হয়ে গেল।।নেশা ও এক সময় নীড়ের চোখে হারিয়ে গেল।হঠাৎ গান শেষ এ সবার হাত তালিতে দুইজনের ঘোর ভাঙলো।এতোক্ষণ সবাই যে ওদের নাচ দেখছিলো তাতো তাদের খবরই ছিলো নাহ।

নিসুঃ জান। তুই কি নাচলিরে হায় মে মারজাবা???

রাফিঃ মামা পুরাই জোস??

নীড়ঃ যাহ আমার বুঝে লজ্জা লাগে নাহ????????।।

নেশা তো ভো দৌড়।। এইখানে থাকা মানে লজ্জার সম্মুখীন হওয়া।এক দৌড়ে কলেজের ছাদে চলে গেল।জোরে জোরে শ্বাস নিচ্ছে।হঠাৎ কেন যেন মনে হলো পেছনে কেউ আছে।পিছনে ঘুরেই নীড়কে দেখে চিৎকার দিতে যাবে নীড় ওর মুখ চেপে ধরে।

নীড়ঃ শিসসস!সাইলেন্ট ??

[নেশা ইশারায় মুখ থেকে হাত সরাতে বলছে]

নীড়ঃ ওহহ সরি সরি।

(নেশা জোরে জোরে শ্বাস নিচ্ছে)

নীড়ঃ আর ইউ ওকে???

নেশাঃ আপনি এখানে??

নীড়ঃহ্যাঁ আমি।কেন অন্যকেউ আসবে নাক?

নেশাঃ আপনি তো নিচে ছিলেন এতো তাড়াতাড়ি উপরে কিভাবে আসলেন??

নীড়ঃ আমার দুটো পাখা আছে তা দিয়ে উড়ে?

নেশাঃ সত্যি ??

নীড়ঃ ?লাইক সিরিয়াসলি। মানুষের পাখা থাকে???।।তুমি বিশ্বাস করো??

নেশাঃ আপনিই তো বললেন??

নীড়ঃ আই এম যাস্ট কিডিং বুদ্ধু??।

(নীড় জোরে জোরে হাসতে থাকে।নেশা ও লজ্জা পেয়ে হেসে দেয়)

নীড়ঃ নাইস স্মাইল????।

নেশাঃ আআমআমায় যেতে হবে।

নীড়ঃ আগে আমার ধন্যবাদ গিফট দিয়ে যাও??।

নেশাঃ কিসের জন্য ??

নীড়ঃ ওমা ওইদিন তোমায় বাসে ছেলেগুলোর থেকে বাচালাম তার জন্য??

নেশাঃ ওহহ ওকে।thank you so much ?

নীড়ঃ ওহহ ম্যাডাম আমার ধন্যবাদ চাই নাহ তার বদলে অন্য কিছু চাই।

নেশাঃ অন্যকিছু!??

(নীড় নেশার কাছে আসতে থাকে আর নেশা পিছতে থাকে.নীড় নেশার কাছে তার মুখ আনলো)

নেশাঃ দদেখুন এইসসব কিছু হহবে নাহ।।আমি এইসব পারবো নাহ(বলেই ভয়ে চোখ বন্ধ করে ফেলে।একটু পর চোখ খুলে দেখে নীড় বাকা হাসি দিয়ে তার থেকে দুরে দাড়িয়ে আছে)

নীড়ঃ আমি তো বলিনি কি করতে হবে?।।তুমি কি ভেবেছিলে????

নেশাঃ নাহ কিছু নাহ??

নীড়ঃ ওকে তো এক কাপ কফি খাওয়া যাবে?

নেশাঃ হ্যাঁ ??।ওহহ ওকে।।।

নীড় নেশাকে নিয়ে একটা কফিশপে গেল,কফি খেতে।

পরেরদিন

নীড় নেশাকে একটা ক্লাসরুমে টেনে নিয়ে গেল।

নেশাঃ আপনি??

নীড়ঃ তুমি নাকি বলেছো ডান্সিং এ পার্ট নিবে নাহ।।

নেশাঃ হ্যাঁ ঠিকই তো বলেছি।। কাল তো নিসুর জন্য নেচে ছিলাম।।

নীড়ঃ কিন্তু আমি যে তোমাকে নিয়ে অনুষ্ঠানের দিন ও নাচবো??

নেশাঃ পাগল নাকি আমি নাচবো নাহ????

বলেই চলে যেতে নিলো।দেখলো দরজা বন্ধ।

নেশাঃ একি দরজা কেন বন্ধ করলেন। ?

নীড়ঃ আমি তো তোমার সাথেই ছিলাম আমি কিভাবে বন্ধ করবো??।

(নেশা অনেক্ক্ষণ ট্রাই করলো কিন্তু কেউই দরজা খুলছে নাহ।গিয়ে নিচে বসে পরলো)

নেশাঃ আপনি ওতো খোলার জন্য একটু ট্রাই করতে পারেন।

নীড়ঃ তুমি নাচের জন্য রাজি হয়ে গেলেই খুলবে।

নেশাঃ মানে আপনি এইসব করেছেন।??

নীড়ঃ ??এনি ডাউট

নেশাঃহুহ।আমিও রাজি হবো নাহ।দেখি এতোক্ষণ থাকেন??।

সন্ধ্যা ৬ টা।

নেশাঃ আর কতোক্ষন বসে থাকবেন?।এখন তো খুলুন।

নীড়ঃ তারমানে তুমি রাজি?

নেশাঃ আমি কখন বললাম আমি রাজি?।হুহ

নীড়ঃ ইস রাত বাড়ছে আর আমার ভয় ও বাড়ছে।

নেশাঃ ককেনো?

নীড়ঃ শুনেছি রাতে নাকি এই কলেজে ভুত হাটাহাটি করে।আজ হয়তো তোমার সাথে আমাকেও মর‍তে হবে??।

নেশা ভয়ে গিয়ে নীড়ের পাশে বসলো।নীড় নেশার দিকে তাকালো অবাক হয়ে। মেয়েটা আসলেই ভয় পেয়েছে।নীড় নেশার হাতের উপর হাত রাখলো।কিন্তু নেশা কিছু বললো নাহ।।

নীড়ঃ তো তুমি কি রাজি আছো।

নেশাঃ হ্যাঁ রাজি কিন্তু প্লিজ এই ভুতের ঘর থেকে বের করুন??????

নীড় কাকে যেন ফোন করলো আর দরজা খুলে গেলো।

নেশাঃ আপনার কাছে ফোন ছিলো??।।

নীড়ঃ হ্যা ছিলো তো??।।

নেশা চুপচাপ বেরিয়ে গেলো।।গিয়ে দেখলো বাইরে নীড়ের ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে।

রাফিঃ হাই ভাবি?

নেশাঃ কে ভাবি?

নীড়ঃ নাহ নেশা ও কিছু নাহ তুমি যাও??

রাফিঃ মামা ভিতরে কি কি করলি এতোক্ষণ ??

নীড়ঃ তোর মাথা?

নেশা মুচকি হেসে চলে গেল।।।এইভাবে দিন কাটতে লাগলো।নীড়ের কিউট কিউট কাজ দেখে নেশাও তার প্রতি দুর্বল হয়ে গেল।এককথায় তাকে পছন্দ কর‍তে শুরু করলো।।হঠাৎ spring fair অনুষ্ঠানের আগের দিন।নীড় নেশাকে টেনে একটা রুমে নিয়ে গেলো।

নেশাঃ কি হয়েছে আপনার। ?

নীড়ঃ নেশা আই লাভ ইউ। বলেই নেশকে কিস করে বসলো

নেশাঃ ???????

নীড়ঃ তোমার জবাব আমি আজ চাই নাহ।কাল সবার সামনে তুমি আমায় প্রোপজ করবে যদি আমায় ভালোবেসে থাকো।আর যদি তুমি আমায় ভালো না বাসো তাহলেও বলে দিও।আমি তোমার সামনে আর কখনো আসবো নাহ।(বলেই রুম থেকে চলে গেল)

[নেশা ধপ করে বসে পড়লো।সব মাথার উপর দিয়ে গেল।কি করবে সে এখন]

.।

পরেরদিন অনুষ্ঠানে —-

নাচার সময়ও নীড় নেশার দিকে একবার ও তাকায়নি।।নাচ গান সব শেষ হলো।।।নেশা নীড়ের সব ফ্রেন্ডদের সামনে তাকে প্রোপজ করলো।

নেশাঃ আই লাভ ইউ।।আই রেলি লাভ ইউ। will you accept my proposal ??

নীড়ঃ ??

নেশাঃ কিছু জিজ্ঞাসা করছি আপনাকে?।

নিহাঃ নাগো বস্তি ও তোমার প্রোপজ এক্সেপ্ট করবে নাহ

নেশাঃ তুমি এখানে ??

নিহাঃ ইয়েস বেবি।এইসব আমারই প্লেন তোমাকে সবার সামনে অপমান করার??

নেশাঃ মানে??

নিহাঃ বুঝতে পারো নি ওকে ওয়েট। নীড়ের সাথে আমার ১ বছরের রিলেশন। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করবো।।কিন্তু তোমার করা ওইদিনের অপমানের জন্য আমি নীড় বেবিকে বলি যে তোমার সাথে প্রমের নাটক করতে।আর ও রাজি হয়ে যায়??।।

নেশাঃ তার মানে আপনি এতো দিন যা করেছেন সব নাটক ছিলো ?।।কি হলো জবাব দিন??

নীড়ঃ হ্যাঁ নাটক ছিলো।তো তুমি কি ভেবেছো আমি প্রেম করবো তাও তোমার মতো গেও মেয়ের সাথে।টাকা থাকলেই মানুষ স্মার্ট হয় নাহ।।লুক এট নিহা।ও আমার জন্য পার্ফেক্ট।

নেশাঃ ??আপনি এতো খারাপ

নিহাঃ আরে আমার জান কে দোষ দিচ্ছিস কেন।।তোর বেস্টুও তো মিলে আছে সাথে??

নেশাঃ কিহহ??

নিহাঃ আরে তোর ফ্রেন্ডই তো সব খবর দিতো।কখন তুই কলেজ থেকে বের হোস।কিসে করে যাস।কিভাবে তোর পছন্দ অপছন্দ etc etc। তোর ফ্রেন্ডের জন্যই তো নীড় ডারলিং তোকে পটাতে পেরেছে।

নেশাঃ বাহহ।নিজের ফ্রেন্ড হয়ে তুই এইকাজ করতে পারলি নিসু??।

নিসু নিচের দিকে তাকিয়ে আছে। কিছু বলছে নাহ।।

চলবে?

(নাহ আমি নায়েকের নাম চেঞ্জ করবো আর নাহ নায়িকার। কারন আমি ভেবেই তাদের নাম দিছি। তাতে যদি শুধু একজনও আমার গল্প পড়ো তাহলে আমি শুধু তার জন্যই লিখবো❤❤)

হেপি ঈদ টু ওল??

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে