ভাড়াটে বউ পর্ব-১০

0
1573

ভাড়াটে বউ
লেখকঃ সানভি আহমেদ সাকিব
পর্ব ১০
.
রিহা বুঝতে পারেনা কি করবে।
মাথা কাজ করেনা তার।শুধু একটাই কথা মাথায় ঘুরে এসবের জন্য সে নিজেই দায়ি। সানভির সাথে দেখা করতে হবে। তবে কিভাবে তার সামনে যাবো আমি? রিহা মনে মনে ভাবতে থাকে।
দাড়োয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে রওনা দেয় হাসপাতালের দিকে। কান্না করতে থাকে রিহা।
রাস্তা আজ যেনো ফুরাচ্ছে না। মনে হচ্ছে সময়টা ধীর গতিতে চলছে। সানভি কিছুটা সুস্থ হয়েছে তবে তাকে ছাড়া যাবেনা আজকে। দুদিন হাসপাতালে থাকতে হবে তারপর বাসায় নিতে পারবে। হাসপাতালেরর বেডে শুয়ে উদাসিনভাবে বোরিং সময় কাটাচ্ছিলো সানভি হুট করেই রিহার আগমনে বেশ অবাক হয়ে যায় সানভি।মেয়েটার কান্নাস্রত মুখ দেখে নিজেকে সামলাতে কষ্ট হয় সানভির। একটা চিনচিনে ব্যাথা অনুভব করে বুকে।
মাথাটা নিচু করে ফেলে সানভি।
তাকাতে পারছেনা রিহার দিকে।
কিভাবে তাকাবে ওর কান্না সহ্য হয়না যে।
রিহা সানভির পাশে বসে এসে।
.
বেবি জান জান বলে আমার জান নিয়েছে
ধুরো কেও মাইন্ড কইরেন না ইমোশনাল মুহুর্তে রোমান্টিক গান। বালডা পাশের রুমে বড়ভাই তার জিএফের সাথে ঝগড়া করে এখন গান শুনতাছে।
গল্পে ফিরি।
.
রিহা সানভির মাথার পাশে বসে সানভির কপালে হাত রাখে।
কাপা কাপা হাতে সানভির কপালে হাত রেখে বুঝতে পারে জর নাই খুব একটা।
স্বস্তির নিশ্বাস ফেলে রিহা।
সানভি অন্যদিকে তাকিয়ে আছে।
মনে মনে ভাবতাছে রিহা এখানে কি করে?
.
– সরি।(রিহা)
– কেনো?(সানভি)
– কালকে আপনাকে ভুল বুঝছি আমি।(রিহা)
_ ইটস ওকে প্রবলেম নাই।(সানভি)
– না স্যার আপনি মাফ করেন নাই আমাকে।কালকে যদি আমি এগুলা না করতাম তাহলে আপনাকে হাসপাতালে থাকতে হতোনা।(রিহা)
– আরে যা হবার তা হইছে পুরনো কথা বলে লাভ নাই। তুমি বলো কেমন আছো।(সানভি)
– ভালো।(রিহা)
.
রিহা অবাক না হয়ে পারেনা।সামান্যতম রাগ অভিমান কিছুই নেই।কিভাবে একটা মানুষ এতোটা ভালো হতে পারে সেটা জানা নেই তার। তবে এটুকু জানে এখন সানভিকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতাছে। কি করবে সে? জড়িয়ে ধরবে নাকি ধরবে না।
নাহ আমি যাস্ট তার চাকর সে আমার মালিক।
ভালোবাসা নাহয় সযত্নে আগলে রাখি নিজের মধ্যেই।
.
কি ভাবতাছো?(সানভি)
– কিছুনা! আপনি বাসায় কবে যাবেন?(রিহা)
– দুদিন পর ছাড়বে এরা। সারাক্ষণ খেয়াল রাখার কেও নাইতো তাই।(সানভি)
– কেনো আমি তো আছিই?(রিহা)
– রাতে কে থাকবে?(সানভি)
– ইয়ে মানে আমিই থাকবো যদি আপনি অনুমতি দেন তো।(রিহা)
– তুমি কেনো থাকবা ধুরর পাগল নাকি? (সানভি)
– না আমার জন্য যেহেতু এমন হইছে তাই আমি আপনার সেবা করবো।(রিহা)
– না থাক দুদিনেরই তো ব্যাপার।(সানভি)
– সকাল বেলা আপনাকে খাওয়ার পর চা খেতে দিবে এরা? সিগারেট খেতে দিবে? আর বিরিয়ানিই বা কে খাওয়াবে?(রিহা)
– লোভ দেখাইতাছো?(সানভি)
– না না লোভ কেনো দেখাবো আপনার ইচ্ছা এখন থাকলে থাকেন।(রিহা)
বলেই মুচকি হাসে।
সানভি রিহার দিকে তাকিয়ে কিছুক্ষন খেতে থাকে।
ক্রাশ খেতে থাকে অন্যকিছু না।
.
রিহা বুঝতে পেরে কিছুটা লজ্জা পায়।
সানভি ডাক্তারকে বলে রিহার সাথে বাসায় চলে আসে।
রিহা বাসায় ফোন দেয়,
– হ্যালো আম্মু(রিহা)
– হ্যা বল মা।(মা)
– আম্মু আমি দুদিন বাসায় যেতে পারবোনা।(রিহা)
– কেনো?(মা)
– মা কাজ অাছে অনেক।(রিহা)
– আচ্ছা সাবধানে থাকিস।(মা)
.
রিহার মা কিছু বলতে পারেনা।কি বলবে সংসারটা তো রিহাই চালাচ্ছে।কিছু বলার অধিকার তো নেইই তারর।
.
রিহা ফোন কেটে দিয়ে সানভির রুমে যায়।
– আপনার কিছু লাগবে?(রিহা)
– হ্যা তুমি এখানে বসো তাতেই হবে।(সানভি)
– স্যার আপনি এমন কেনো?(রিহা)
– কেমন?(সানভি)
– এইযে কালকে এতোকিছু করলাম তারপরও আপনি কত স্বাভাবিক।আমি মেনে নিতে পারতাছি না এসব।স্যার আপনি আমাকে একটা চড় মারেন?(রিহা)
– ধুরো পাগল হইছো?চড় কেনো মারবো?(সানভি)
– মারেন না স্যার প্লিজ?(রিহা)
– আমি আমার বউকে ছাড়া কাওকে মারবো না সো হবেনা।(সানভি)
– দুমিনিটের জন্য আমি আপনার বউ ভেবে নেন।(রিহা)
– এই দু মিনিট আমি যা ইচ্ছা তাই করতে পারবো?(সানভি)
– হ্যা।(রিহা)
– ভেবে বলো।(সানভি)
– এতে ভাবাভাবির কি আছে? (রিহা)
– সিওর তো?(সানভি)
– হুমম?(রিহা)
– আচ্ছা তাহলে টাইম শুরু হলো এখন।(সানভি)
– আচ্ছা(রিহা)
.
সানভি রিহার কোমড়ে হাত রাখে।
রিহা বুঝতে পারেনা কি হচ্ছে।
সানভি এক টানে রিহাকে কাছে টেনে নেয়।
রিহা এইবার বুঝতে পারে কেনো সানভি বারবার জিজ্ঞেস করছিলো সিওর কিনা।এবার কি করবো?
মনে মনে নিজেই নিজের বোকামির জন্য আফসোস করতে থাকে।রিহা সানভির পায়ে হিল দিয়ে লাথি মেরে দৌড় লাগায়।
সানভিও পেছনে হাটে।মাথা ঘুরছে তার।বিছানা থেকে উঠতে মানা করছিলো তারপরও উঠছে সে।
রিহা ব্যাপারটা বুঝতে পেরে সানভির কাছে চলে আসতেই সানভি পড়ে যায়।কিন্তু রিহা ধরে ফেলে তারপরর বিছানায় সুইয়ে দিয়ে রিহা যেই উঠতে যাবে সানভি হাতটা শক্ত করে ধরে টান দিয়ে বিছানার ওপর ফেলে দেয়।রিহা কিছু বলতে পারেনা।সানভি রিহার চোখের দিকে তাকিয়ে বলে
– এভাবে সারাজিবন দেখতে চাই তোমাকে।(রিহা)

চলবে,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে