ভালোবাসা নামক একটি চেনা শব্দ নিয়ে যখন তোর প্রান্তরে হাজির হয়েছিলাম- মাইসারা মেঘ

0
514

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
চিঠি নং-৮

ভালোবাসা নামক একটি চেনা শব্দ নিয়ে যখন তোর প্রান্তরে হাজির হয়েছিলাম তখন সেই শব্দকে অচেনা বলে অবজ্ঞা করে ছিঁটকে ফেলে দিয়েছিলি তুই,আমি তো নিরবে নিঃশব্দে ফিরে এসেছিলাম তোর প্রান্তর থেকে।কিন্তু বিশ্বাস কর মনটা দেহ থেকে বের করে ঠিক তোর বুকের বাঁ পাজরের সাথে জুড়ে দিয়ে এসেছিলাম সেদিন।অথচ তুই চাইলেও সেটি ছিঁড়তে পারিসনি।কেমন করে পারবি বল!আমি যে তোর পাজরে গড়া হৃদয়লক্ষ্মী।চাইলেও তোর পাজর থেকে আমার ছোট্ট মনটা আলাদা করতে পারবি না,সে আমি খুব ভালো মতন জানতাম।তাই তো সেদিন তোর ফিরিয়ে দেয়াটা খুব সহজে মেনে নিয়ে চলে এসেছিলাম।আমি জানতাম আমার ওই জুড়ে দেয়া তপ্ত মনটা কিছুতেই তোকে শান্ত হতে দেবেনা,রাতে ঘুমুতে দেবে না,আমি জানতাম তুই রাত দিন ছটফট করবি সেই মনের মানুষটাকে আকড়ে ধরার জন্য।কি অদ্ভুত দেখ!আজ সত্যিই তুই আমাকে চাইছিস।এটার চেয়ে বড় পাওয়া সত্যিই আমার জীবনে আর কিছুই নেই।আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো,হয়তো মেঘেদের বেশে নয়তো বৃষ্টি হয়ে, হয়তো একফালি রৌদ্দুর হয়ে নয়তো পড়ন্ত বিকেলের রক্তিম আভা হয়ে।
একটু অপেক্ষা কর।

ইতি
তোর রেখে যাওয়া একটুকরো আমি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে