ভালোবাসার_রং পর্ব-১২

0
2669

l
#ভালোবাসার_রং (❣️You are my Lifeline ❣️)

#Part_12

#Ishita_Rahman_Sanjida_(Simran)

আকিব আর আনহা থতমত খেয়ে যায়,,,,এটা কিভাবে সম্ভব আনহা প্রেগন্যান্ট,,,,, আকিব আর আনহা বোকার মত ডক্টরের দিকে তাকিয়ে আছে,,,,,রিমি আর তানভীর ও বুঝতে পারল না ওদের দুজনের কি হয়েছে,,,,

আকিব: ওয়াট,,,,,এটা কিভাবে সম্ভব,,,, আনহা,,,,,, (আনহার দিকে তাকিয়ে)

আনহা: I don’t know আকিব,,,,,এটা হতেই পারে না,,,,,

তানভীর: আকিব আনহা তোমাদের কি হয়েছে,,,,এত খুশির একটা সংবাদ আর তোমাদের মুখগুলো এরকম কালো হলো কেন

রিমি: সত্যি তো,,,,,এই আকিব কি হলো তোর
এরকম কেন করছিস,,,,,এই ছাগল,,,কথা বলছিস না কেন,,,,,

আনহা আকিবের হাত ধরে টেনে চেম্বারের বাইরে নিয়ে এলো,,,,,
আনহা: What is this আকিব সত্যি করে বলো এসব কিভাবে হলো,,,,
আকিব: আশ্চর্য তো,,,, আমি কিভাবে জানবো,,,,, তুমি বলো তুমি কিভাবে প্রেগন্যান্ট হলে,,,,,
আনহা: আমি কিভাবে জানবো,,,, সত্যি করে বলো মদ খেয়ে তুমি কি করেছিলে,,,,,
আকিব: হা??? আমি কি করে জানবো ওই রাতে কি হয়েছিল,,,, আমি তো অতিরিক্ত ড্রিংকস করার কারণে কিছুই মনে করতে পারছি না,,,, কিন্তু তুমি তো কম মদ খেয়েছিলে,,,,,
আনহা: না আমি ও অনেক মদ খেয়েছিলাম,,, আমারও কিছু মনে নেই,,,,,
আকিব: ওয়াট,,,, তাহলে তুমি সেদিন মিথ্যে বলেছিলে,,,,,
আনহা: হুম,,,,,(কান্নাস্বরে)
আকিব: ওহ শেট,,,, এখন কি করি,,,,,

ওদের কথার মধ্যেই পাশের কেবিন থেকে চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো,,, কিন্তু আনহা আকিব সেদিকে খেয়াল করল না দুজনেই চিন্তায় মগ্ন,,,,, চেঁচামেচির আওয়াজ টা বেড়ে গেল,,,,, একারণে তানভীর রিমি ডক্টর বেরিয়ে আসে,,,,,,এবং ওই কেবিনে যায় আনহা ও আকিবও সাথে সাথে যায়,,,,,

ওই কেবিনে একটা লোক ডক্টরের সাথে ঝামেলা শুরু করেছে,,,আর ওনার স্ত্রী চেয়ারে
মাথায় হাত দিয়ে বসে আছে,,,,,

ডক্টর: কি ব্যাপার হয়েছে কি এতো চেঁচামেচি করছেন কেন,,,,,
অন্য ডক্টর কিছু বলতে যাবে তার আগেই লোকটা বলে উঠলো,,,,,

__ আরে ডক্টর সাহেব,,,, আমার স্ত্রী প্রেগন্যান্ট
পাঁচ মাস চলতেছে,,,, সকালে এসে টেস্ট করিয়েছিলাম যে বাচ্চা সুস্থ আছে কি না তা জানার জন্য,,,,, কিন্তু এখন রিপোর্টে লেখা
নেগেটিভ,,,,, আমার বউ কি প্রেগন্যান্ট নয়
তাহলে কি আমার বউয়ের পেটে কি আছে,,,,
এতো বড় টিউমার,,,,, (হাত দিয়ে দেখিয়ে)

ডক্টর: ওকে আমি ওনার রিপোর্ট দেখছি,,,,

বলে ডক্টর রিপোর্টটা হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখলো,,,,,
ডক্টর: এই স্পষ্ট লেখা,,, মিসেস আনহা আদনান,,,, রিপোর্ট নেগেটিভ,,,,,
ডক্টরের কথায় উপস্থিত সবাই অবাক,,,,,

__ আরে কি বলছেন আমার বউ এর নাম আনহা খানম,,,,,

আনহা: ওয়েট ওয়েট,,,, আমি মিসেস আনহা আদনান,,,,, তার মানে ওনার রিপোর্টের সাথে আমার রিপোর্ট বদলে গেছে,,,,,,, এটাই আমার রিপোর্ট,,,, নেগেটিভ এসেছে,,,

রিমি: ডক্টর এমন হলো কেন,,,,
ডক্টর: আই থিংক,,,, দুজনের নাম এক থাকার কারণে গন্ডগোল টা হয়েছে,,,, আর আমি তখন মিসেস আদনানের রিপোর্ট টা ঠিক করে দেখেনি,,,,শুধু পজেটিভ টাই দেখেছিলাম,,,,,
তানভীর: আমার খুশিটাই মাটি হয়ে গেল,,,,,

রিমি: আমি তো এখনই মাকে ফোন করতে যাচ্ছিলাম,,,,ধুর,,,,,

রিমি আর তানভীরের মন খারাপ হয়ে যায়
আনহা আর আকিব এতোক্ষণে হাঁফ ছেড়ে বাঁচলো,,,, এতোক্ষণ বড়সড় একটা সাইক্লোন ঝড় হচ্ছিলো ওদের মনে,,,,দুজনেই দুজনকে উল্টাপাল্টা কথা বলছিল,,,, এখন সবটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে,,,,,

চারজনে মিলে বাড়িতে আসে,,,,, আকিব আর আনহা সোজা রুমে চলে গেল,,,,, আর রিমি ওর মায়ের কাছে সবকিছু বলে,,,,,
আনহা আর আকিব খাটের উপর পাশাপাশি বসে আছে,,,, দুজনেরই বারবার একটু আগের ঘটনা চোখের সামনে ভাসছে,,,ভুলতে পারছে না,,,,আকিব আনহা চুপ করে বসে আছে কেউ কারো সাথে কথা বলছে না,,,,
এমন সময় আকিবের ফোন আসে,,,,আকিব তাকিয়ে দেখে রিধির ফোন,,,,,আনহাও উঁকি দিল আকিবের ফোনে,,,,রিধির নামটা দেখেই ছো মেরে আকিবের হাত থেকে ফোনটা নিয়ে যায়,,,,,
আকিব: এটা কি করলে,,,,,,
আনহা: আমি কথা বলব,,,, তুমি আমাকে হেল্প করেছিলে এবার আমার পালা,,,, আমি আবার ঋণ রাখি না,,,,,

আকিব কিছু বলল না,,,,আনহা ফোন রিসিভ করেতেই রিধি বলতে শুরু করল,,,,,

রিধি: আকিব,,,,,,,, সরি,,,,দেখো আমার একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে,,,,প্লিজ আমাকে ক্ষমা করে দাও,,,, তোমার সাথে আমার অনেক কথা আছে,,,, কালকে আমার সাথে দেখা করো প্লিজ,,,,,

আনহা: এই মিস বারোভাতারি Max pro তোমার এই মিষ্টি কথায় আকিব আর ভুলছে না,,,,ওকে,,,, তুমি তোমার ওই নতুন নাগর নিয়েই দোল খাও ঠিক আছে,,,,,

রিধি: আনহা তুমি,,,,ফোনটা আকিবকে দাও ওর সাথে আমার কথা আছে,,, আর সেটা তোমাকে বলা যাবেনা,,,,
আনহা: বলা যাবেনা মানে তুমি তো অলরেডি বলেই দিয়েছো,,,,, শোন মিস রিধি অন্যের হাজবেন্ডকে বিরক্ত করার ফল কি হতে পারে সেটা তোমার নিশ্চয়ই জানা আছে,,,,সো এরপর যদি দেখি তুমি আকিবকে কল করো তাহলে কিন্তু ভালো হবে না,,,,,আশা করি তুমি বুঝতে পেরেছ,,,, ওকে বাই,,,

আনহা ফোন কেটে দিল,,,,আকিব হা হয়ে এতক্ষণ আনহার কথাগুলো শুনছিল,,,,, আর ওর সব অদ্ভুত গালি গুলো শুনে আকিব আরো অবাক হয়,,,,,,
আনহা: নাও তোমার ফোন,,,,,
আকিব: এসব কি বললে তুমি,,,, বারোভা,,,,
ছিঃ ছিঃ আমি এসব বলছি কেন,,,,, আর শেষে আমার দেওয়া ডায়লগটাই দিলে তুমি,,,

আনহা: বলেছিলাম না আমি ঋণ রাখি না,,,,,
তোমার ডায়লগ দিয়েই শোধ করলাম,,,,

আকিব: আই হ্যাভ এ কোয়েশ্চেন,,,,, বারোভাতারি মানে কি,,,,,,,
আনহা: হা,,,,,,,এটা জানো না,,,,,
আকিব: উহু,,,,,
আনহা: বলো কি সারা দুনিয়ার মানুষ জানে
ফিটার খাওয়া বাচ্চা ও জানে আর তুমি জানো না,,,,,
আকিব: এতো কথা বাদ দিয়ে বলো না এর মানে কি,,,,,
আনহা: এই রে এখন একে কি বলি,,,,, (মনে মনে) আ,,,, কি,,,,ব বারোভাতারি মানে হচ্ছে যে সকালের ভাত বারোটার পরে খায় তাকে বলে বারোভাতারি,,,,,,
আকিব: ওহ,,,,, কিন্তু,,,,,রিধি তো ব্রেকফাস্ট সকাল আটটার মধ্যে সেরে ফেলে,,,,, আর,,,

আকিবের কথা না শোনার ভান করে আনহা দ্রুত পায়ে নিচে চলে আসে,,,,,

আনহা: উফফফ বাবা বাঁচা গেল,,, না হলে এই আকিব প্রশ্ন করে করে আমার মাথা খেয়ে দিতো,,,,,,
কিন্তু আনহা নিচে আসতেই রিমি ওকে জাপটে ধরে,,,,,
রিমি: দাঁড়াও আনহা,,,,ডক্টরের কথায় তখন তুমি অমন করছিলে কেন,,,,,
আনহা: ক কেমন,,,,
রিমি: তোমার মুখ দেখে তখন মনে হচ্ছিল তুমি চাও না তোমার বেবি হোক,,,, আচ্ছা একটা কথা বলোতো তুমি কি আকিবের সাথে সংসার করতে চাও না,,,,যদি তাই হয় তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন,,,, তখনই না করে দিতে,,,,,

আনহা: এমা না,,,,, এসব কি বলছেন আপু আপনি,,,,,
রিমি: তাহলে রিপোর্টে পজেটিভ কথাটি শুনে তোমার মুখটা এমন হয়ে গেল কেন,,,,,
আনহা: আপু আবার গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে এখন কী বলি,,,,( মনে মনে)
রিমি: কি হলো,,,,বলো,,,,
আনহা: আসলে আপু আমি আর আকিব চাইনা এতো তাড়াতাড়ি বেবি নিতে আসলে আকিবের তো এখনও পড়াশোনা শেষ হয়নি
আরও পাঁচ মাস পরে আকিবের পরীক্ষা,,,,
তাই এখন বেবির কথা আমরা ভাবছি না,,,,
সেকারণেই,,,, ডক্টরের মুখে পজেটিভ কথা শুনে আমি আর আকিব একটু ঘাবড়ে গিয়েছিলাম,,,,,ওই আরকি,,,,,

রিমি: ওহ তাহলে এই কথা,,,, আগে বলবে তো
ঠিক আছে,,,, তোমরা না হয় একবছর পর বেবি নিলে,,,,যাক বাবা তোমাদের দুজনকে একসাথে করা গেছে শেষমেশ,,,, আমি যাই,,,

রিমি চলে যায়,,,,আনহা বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ছাড়লো,,,,
আনহা: উফফফ বাবা বুলবুল ঝড়ের থেকে রক্ষা পেলাম,,,,এই বাড়ির সবারই এক প্রবলেম,,,, রুমে আকিব বাইরে রিমি আপু ও আল্লাহ আমি এখন কোথায় যাই,,,,, আপাতত রান্না ঘরে যাই,,,,,,,

আনহা রান্নাঘরে গিয়ে খাবার এনে টেবিলে সাজিয়ে রাখে,,,,সব ঠিকঠাক করতে করতে সবাই খেতে চলে আসে,,,,,শুধু আকিব বাদে,,,

রিমি: ওই দেখ আকিব এখনও আসেনি কালকে আমি চলে যাব আজকে একটু সবার সাথে একসাথে ডিনার করব,,,,,
আনহা: ওকে আপু আমি আকিবকে ডেকে আনছি,,,,,

আনহা রুমে গিয়ে দেখে আকিব রুমের মধ্যে পায়চারী করতাছে,,,,,
আনহা: আকিব খেতে চলো,,,,,
আকিব: না আমি খাবো না,,,,, আমাকে এক কাপ কফি দিলেই হবে,,,,
আনহা: খেতে চলো না হলে রিমি আপু এসে গরম কফি মুখের মধ্যে ঢেলে দিবে,,,,,
আকিব: উফফ,,,,, জ্বালা যন্ত্রনার শেষ নাই,,,
চলো আমি আসছি,,,,
আনহার সাথে আকিব ডিনার করতে আসে এসেই ওর মায়ের পাশে বসে পড়ল,,,, আর ওর মা ওকে খাইয়ে দিল,,,,






আনহা বিছানা গুছিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে,,,,, ওদের দুজনের মাঝে একটা বালিশ দিলো,,,,
আকিব: বালিশ দেওয়ার কোন দরকার নেই
আমি আগের মত গড়াগড়ি করি না,,,,
আনহা: ওহ সত্যি,,,,,
আকিব: হুম,,,,এই আরিয়ান আদনান আকিব এখন আর আগের মত নেই পুরোটাই তুমি বদলে দিয়েছো,,,,,
আনহা: ????
আকিব: আমি কি কিছু ভুল বলেছি,,,,,
আনহা: না তো আন্নে সবসময় হক কথা কন
এনহ ঘুমাই,,,,
আকিব: ওকে,,,,, (হেসে)

পরের দিন আনহা আকিবের সাথে ভার্সিটিতে যায়,,,, অনেক দিন পর আনহা ভার্সিটিতে আসলো,,,,,বাইক থেকে নেমে আনহা দ্রুত পায়ে ক্লাসের দিকে এগিয়ে যায়,,,,,

আকিব: হলো টা কি,,,,, এভাবে যাচ্ছে কেন আনহা,,,,
আকিব বাইক পার্ক করে নিজের ক্লাসে চলে যায়,,,,,
আনহা আজকে ক্লাস করে না,,,,, মারিয়াকে নিয়ে ক্যান্টিনে বসে থাকে,,,,ওর সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো শেয়ার করে,,,,

মারিয়া: দেখ আনহা,,,, আমার কথাগুলো তুই কিভাবে নিবি সেটা আমি জানি না,,,, তবুও বলছি,,,, তুই আকিবকে মেনে নে,,,,,আকিব সত্যি ভালো একটা ছেলে,,,,ওর সাথে থাকলে তুই সারাজীবন ভালো থাকবি,,,,, এখন তুই ভেবে দেখ যে তুই কি করবি,,,,,

আনহা চুপ করে আছে,,,, কিছু বলছে ও না,,,

মারিয়া: কি হলো কিছু তো বল,,,,
আনহা: বাদ দে এসব,,চল বাইরে কোন রেস্টুরেন্টে যাই এই ক্যান্টিনের খাবার ভালো লাগে না,,,,,
মারিয়া: কিন্তু আকিব,,,,,
আনহা: আরে ধুর,,,,আকিবের ক্লাস শেষ হতে অনেক দেরি,,,, আর ওকে পরে কল করে দিব
এখন চল,,,,,
আনহা মারিয়াকে নিয়ে ভার্সিটির পাশেই একটা রেস্টুরেন্টে গেল,,,,,দুজনে খাবার অর্ডার দিয়ে বসে আছে,,,, হঠাৎ করে কোথা থেকে যেন সোহান এসে একটা চেয়ার টেনে ওদের পাশে বসে,,,,,সোহানকে দেখে আনহা চমকে যায়,,,,
আনহা: তুমি এখানে,,,,
সোহান: তোমার সাথে আমার কথা আছে,,,,
আনহা: কিন্তু আমার কোন কথা নেই তুমি এখান থেকে যাও,,,,
সোহান: প্লিজ আনহা,,,,
মারিয়া: এই আপনি এতো ছেসরা কেন,,,, আনহা আপনার সাথে কথা বলবে না,,,,
সোহান: জাস্ট শাট আপ,,,, তুমি এখান থেকে যাও,,,,
আনহা: মারিয়া তুই চুপ কর,,,বলো কি বলবে

মারিয়া: আনহা তুই কিন্তু খুব ভুল করছিস,,,,,

আনহা: তুই যা,,,
মারিয়া ওখান থেকে একটু দূরে সরে বসে,,,,

সোহান: আনহা,,, সরি,,,, তোমার সাথে আমি অন্যায় করেছি,,,, তুমি ঠিকই বলেছ রিধি ভালো না,,,,ও আমার সাথে ও ছলনা করেছে

আনহা: ওহ তাই,,, কি করেছে,,,ও,,,
সোহান: রিধি চেয়েছিল আমার সাথে টাইম পাস করতে,,,,,,আকিবকে বিয়ে করতে চায় কারণ আকিব বড় ঘরের ছেলে,,, আর আমি সামান্য একটা ঘরের ছেলে,,,, আমাকে রিধি ঠকিয়েছে,,,, আমি কিভাবে যে ওর ফাঁদে পা দিলাম আমি নিজেও জানি না,,,,

আনহা: এখন বুঝতে পারছো তো,,,, তুমি যখন আমাকে ঠকিয়েছিলে তখন আমার ও এরকম লেগেছিল,,,, কিন্তু এখন আমি হ্যাপি কারণ তোমার মতো একটা ছেলেকে আমার লাইফ থেকে আউট করতে পেরেছি,,,,,

সোহান: প্লিজ আনহা,,,,, আমি মোহে পড়ে এসব করেছি,,,,আই লাভ ইউ,,,,, আমি তোমাকে ফিরে পেতে চাই,,,,,

আনহা: কিন্তু আমি চাইনা,,,,ফেলনা জিনিস মানুষ ময়লার ঝুড়ি থেকে তুলে এনে কখনোই ব্যবহার করে না,,,,তাই তোমাকে ও আমি আমার লাইফে আর আসতে দেব না,,,,

সোহান: কিন্তু তুমি তো আকিবকে ভালোবাস না,,,,ওর সাথে সারাজীবন কাটাবে কিভাবে,,,

আনহা: হ্যা,,,, এটা সত্য যে আমি আকিবকে ভালোবাসি না,,, কিন্তু,,,,

আনহার চোখ ঘোরাতেই সামনে আকিবকে দেখতে পেল,,,, ওদের শেষ কথাগুলো আকিব শুনে ফেলল,,,,,,, কিন্তু ওই কথাগুলো আকিব ঠিক মেনে নিতে পারেনি,,,,ও চুপচাপ দাঁড়িয়ে আছে,,,,আনহা উঠে গিয়ে আকিবের কাছে যায়,,,,
আনহা: আকিব তুমি এখানে,,,,
আকিব: আমার ক্লাস শেষ,,,,,, তুমি কি আমার সাথে বাড়িতে যাবে নাকি সোহান তোমাকে পৌঁছে দেবে,,,,
আকিবের এরকম কথায় আনহা হতভম্ব হয়ে যায়,,,,
আকিব: আমি একটা কথা জিজ্ঞেস করছি
(জোরে বলল)
আনহা: আমি তোমার সাথে যাবো,,,,,

আকিব গিয়ে বাইকে ওঠে আনহাও পিছু পিছু বাইকে ওঠে,,,,,আকিব বাইক চালাচ্ছে,,,,
আজকে বাইকের স্প্রিড দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে,,,,আনহা ভয়ে আকিবকে শক্ত করে ধরে,,,,, আকিবের এমনটা করার কারণ আনহা খুঁজে পাচ্ছে না,,, তাহলে কি আকিব আনহার উপর রাগ করলো সোহানের সাথে দেখে,,,,, নাকি অন্য কিছু,,,,এসব ভাবতে ভাবতেই আকিব জোরে ব্রেক করে,,,,আনহা
একটু ঝুঁকে পড়ে আকিবের,,,,,আনহা বাইক থেকে নেমে যায়,,,,,

আনহা: কি হয়েছে আকিব এভাবে কেউ বাইক চালায়,,,,জানো আমার ভয় লাগছিল
উঠবো না তোমার বাইকে,,,,হুহ,,,,

আনহা বাড়ির ভেতরে চলে,,,,,,

আকিব: এটা কি হলো রাগ করলাম আমি কোথায় আমার রাগ ভাঙাবে তা না করে উল্টে আমার উপর রাগ দেখিয়ে চলে গেল
আজব তো,,,, আর আমার রাগে ওর কি আসে যায়,,,, আমি কে ওর,,,, হাজব্যান্ড,,,, সেটা নাম মাত্র,,,,
আকিব বাইক রেখে বাড়ির ভিতরে যায়,,,, রুমে না গিয়ে সোফায় বসে টিভি অন করে দেয়,,,,,,

মা: কি রে আকিব,,,,ফ্রেশ না হয়ে এখানে বসে পড়লি কেন,,,,,
আকিব: না মানে টায়ার্ড লাগছে খুব,,,,,
মা: রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে দেখবি ভালো লাগবে,,,,যা,,,,

আকিব মায়ের কথায় রুমে চলে আসে,,,,

রাতে,,,,,,,
আকিব টেবিলে বসে বসে পড়তাছে,,, এমন সময় আনহা আসল,,,,,,,

আনহা: আকিব খেতে চলো,,,,
আকিব:,,,,,,,,,,,,,,,,,,,,,
আনহা: কি হলো আকিব,,,,,,
আকিব:,,,,,,,,,,,,,,,,,,,,,,
আনহা আকিবের হাত থেকে বইটা টান দিয়ে নিয়ে যায়,,,,, তারপরও আকিব চুপ করেই আছে,,,,
আনহা: আচ্ছা আকিব তোমার হয়েছে কি একটু বলবে কথা বলছ না কেন,,,,,

আকিব: আমার বইটা দাও
আনহা: না দেব না,,, আগে বলো কি হয়েছে তোমার,,,,হুম

চলবে,,,,,,,,,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে