# ভালোবাসার রং (❣️You are my Lifeline ❣️)
# Part 3
# Ishita Rahman Sanjida (Simran)
আনহা ওর পরিবারের সাথে তেমন কোন কথা বলে না,,,,এটা ওর পরিবারের লোকেরা ও বুঝতে পারল,,,, কিন্তু কেউ এজন্য আনহাকে কিছু বলে না,,, কারণ এটা সত্য যে আনহার সাথে অন্যায় হয়েছে,,,,
যাই হোক অনুষ্ঠান শেষে সবাই যার যার বাড়ি চলে গেল,,,, অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেছে,,,,,আনহা রুমে এসে ওর সব গয়না খুলছে,,,, তখনই আকিব রুমে আসে,,, দরজা
খোলার শব্দে আনহা পিছনে ঘুরে তাকায়,,,,,
আকিব কে বিষন্ন দেখাচ্ছে,,,,
আনহা: এনি প্রবলেম আকিব,,,,
আকিব: মাথা ভর্তি প্রবলেম আর তুমি বলছো এনি প্রবলেম,,,,
আনহা: সেটা তো বুঝতে পারছি,,,, কিন্তু এখন তোমার কি হয়েছে সেটা বলো,,, তোমার ফ্রেন্ডস রা সব কিছু জেনে গেছে,,,,
আকিব: না,,, আমি ওদের খাইয়ে বিদায় করে দিয়েছি না হলে একবার যদি বাবার সামনে পড়ত তাহলে সব জেনে যেত তাই তাড়াতাড়ি বিদায় করে দিয়েছি,,,,
আনহা: কিন্তু আকিব এভাবে আর কতদিন চলবে,,,, আমার দম বন্ধ হয়ে আসছে,,,, জানি না কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি,,,,
আকিব: আমার মাথার মধ্যে কোন বুদ্ধি আসতেছে না,,,,
আনহা: বুঝেছি,,,,, আমাকেই সব প্ল্যান করতে হবে,,,,
আকিব: কি প্ল্যান তাড়াতাড়ি বলো,,,,
আনহা গিয়ে আকিবের পাশে বসে,,,
আনহা: দেখো আকিব,,,, আমরা যদি এখন আমাদের ফ্যামিলিকে বলি যে আমরা ডিভোর্স চাই তাহলে ওনারা সেটা কখনোই হতে দেবে না,,,,তাই আমরা সবার থেকে লুকিয়ে ডিভোর্সের এ্যারেন্জ করব,,,, একবার ডিভোর্স হয়ে গেলে কেউ আর কিছু করতে পারবে না,,,, তুমি রিধিকে বিয়ে করবে আর আমি সোহান কে,,,, বুদ্ধি টা কেমন,,,,
আকিব: বাহ ভাবি,,,, তোমার বুদ্ধির তারিফ না করে থাকা যায় না,,, কিন্তু আমার বাবা যে আমাকে ঘর ছাড়া করবে ভাইয়ার মতো,,,,
আনহা: কিছু হবে না,,,, তুমি তোমার বাবাকে বলবে,,, তুমি ডিভোর্স দিতে চাওনি,,, আমি জোর করেছি তোমায়,,, আর কাউকে কিছু বলতে বারন করেছি,,,, সুইসাইড করার হুমকি দিয়েছি,,,,
আকিবের এবার মাথায় হাত গেল,,, বলে কি এইসব,,,,
আকিব: এতো বুদ্ধি যে তোমার মাথায় আছে তা আগে আমি জানতাম না,,,তা তুমি খাও কি যে মাথায় এতো বুদ্ধি হইছে,,,,
আনহা: ওসব তোমার জানার দরকার নেই এখন ঘুম পাচ্ছে,,, আমি ফ্রেশ হয়ে আসছি,,
আকিব কিছু বলার আগেই আনহা বাথরুমে চলে গেল,,, বেরিয়ে এসে দেখে আকিব একই ভাবে বসে আছে,,,,
আনহা: কি হলো আকিব তুমি ঘুমাবে না,,,
আকিব: হুম কিন্তু কোথায়,,,
আনহা: তুমি বিছানায় ঘুমাও আমি ফ্লোরে ঘুমাবো,,,
আকিব: ওয়াট পিঠে ব্যাথা করবে তো,,,,
আনহা: না,,,, আমি তোমার কাজিনদের দিয়ে মোটা তোষক আনিয়ে রেখেছি,,, ওটা বিছিয়ে ঘুমাবো,,,
আকিব: না,,,, আমি নিচে ঘুমাবো,,, তুমি উপরে ঘুমাও,,,,
আনহা কিছুতেই আকিবের সাথে পেরে উঠল না শেষে বাধ্য হয়েই বিছানায় ঘুমায় আর আকিব মাটিতে ঘুমায়,,,,
সকাল বেলা দরজার কড়া নড়তেই আনহা ধড়ফড়িয়ে ওঠে,,,,
আনহা: এই রে এখন আবার কে এলো,,,, আকিবকে যদি নিচে ঘুমাতে দেখে তাহলে তো সর্বনাশ,,,,
আনহা আকিবের কাছে গিয়ে ওকে ডাকতে লাগল,,,,
আনহা: আকিব,,,,,, আকিব,,,, ওঠ,,,, কে যেন দরজা ধাক্কা দিচ্ছে,,,,
আকিব: তো কি হয়েছে,,,, দরজা খোল যাও,,
আমাকে আর একটু ঘুমাতে দাও প্লিজ,,,,
আনহা: আরে গাধা কোথাকার,,,, মাথা মধ্যে গোবর পোড়া,,, (মনে মনে) আকিব তুমি বিছানায় গিয়ে ঘুমাও,,,, নাহলে,,,,, তোমাকে এইভাবে যদি কেউ দেখে ফেলে,,,,,
আনহার কথায় আকিব লাফ মেরে উঠল,,, ওরা দুজনে তাড়াতাড়ি ফ্লোর থেকে বিছানা গুছিয়ে লুকিয়ে ফেলল,,,,,,, তারপর আকিব খাটের উপর শুয়ে ঘুমানোর ভান করল,,, আনহা নিজেকে একটু ঠিক করে আস্তে আস্তে গিয়ে দরজা খুলল,,,,, সাথে সাথে রিমি রুমের ভিতরে ঢুকল,,,,
রিমি: আনহা এতো দেরি হল কেন দরজা খুলতে,,, হুম,,,
আনহা: আ,, আসলে আপু,,,, কালকে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম তো,,, ঘুমটা একটু বেশি ধরেছে,,,তাই ঠিক মতো শুনতে পাইনি,,,,
রিমি: ও আচ্ছা,,,,আকিবকে নিয়ে তাড়াতাড়ি নিচে আসো,,,,
আনহা মাথা নাড়ল,,,,রিমি চলে যায়,,, তার পর আকিব আর আনহা ফ্রেশ হয়ে নিচে আসে,,,,রিমি ওদের টেবিলে বসাল খাওয়ার জন্য,,আকিব আর আনহা পাশাপাশি বসেছে
তানভীর আর রিমি পাশাপাশি বসেছে,,,, আকিবের বাবা ও আছে,,,,আকিবের মা আর
একজন কাজের মেয়ে সবাইকে খাবার দিচ্ছে
রিমি: আনহা আর আকিব তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও,,,,
আকিব: কেন??
তানভীর: শালা বাবু দেখছি কিছুই জানে না
আজকে তুমি আনহাকে নিয়ে ওর বাড়িতে যাবে বুঝলে,,,,, (একটু হেসে)
আকিব: কি,,,,, আমি যাবো না,,, ভাবি গেলে যাক,,,, আমি যাব না,,,,
আকিবের কথা শুনে সবাই অবাক,,,, আকিবের মা পাউরুটি তে জেলি মাখছিল,, আকিবের কথা শুনে হাত থেকে ছুরি টা পড়ে গেল,,,, তানভীর গ্লাস মুখে নিয়ে পানি খাচ্ছিল,,,, আকিব এর কথায় ওর মুখ থেকে পানি সব বেরিয়ে গেল,,, রিমি ডিম খাচ্ছিল,, বেচারির গলায় ডিম আটকে যায়,,, জোরে জোরে কাশতে লাগলো রিমি,,, তানভীর ওকে পানি দিল,,,,পানি খেয়ে রিমি হাঁপাতে লাগলো
আকিবের বাবা আকিবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে,,,,,আনহা লজ্জায় মাথা নিচু করে আছে,,,,ও যা ভেবেছিল তাই হয়েছে,,,,
আনহা ভাবতেছে কেন যে তখন আকিবকে সাবধান করল না,,,,
রিমি: আকিব,,,,, (রাগি ফেইসে)এটা কেমন কথা তুই আনহাকে ভাবি বলছিস কেন??
আকিব: ম মানে,,, এতো দিন তো তাই বলে এসেছি,,,, (নিচু গলায় বলল)
বাবা: আকিব,,,, তুমি এখন আর ছোট নও,,, যথেষ্ট বড় হয়েছো,,,, সব কিছু এখন তোমাকে বোঝাতে হবে কেন,,,, তোমার কি কোন জ্ঞান বুদ্ধি নেই,,,,, লেখাপড়া তো শেষ হতে চলেছে এরপরও তোমার কোন জ্ঞান হলো না,,,, কাকে কি বলতে হয় সেটা জানো না,,,দেখ তুমি বাচ্চা নও যে তোমাকে সব কিছু শেখাতে হবে,,,, আর তুমি এখন আনহাকে নিয়ে ওর বাড়িতে যাবে ব্যস,,,, আশা করি তুমি সব বুঝতে পেরেছো,,,,
আকিব মাথা নাড়ল,,,,, আকিবের বাবা চলে গেল,,,,
মা: আকিব,,,,এসব কি বলছিস তুই,,,, মাথার ঘিলু কি সব উড়ে গেছে তোর,,,,
আকিব: মা,,,, তুমিও আমাকে বকছো,,,
রিমি: মা ঠিকই তো বলেছে,,,গাধা একটা,,, শোন আনহা এখন তোর বউ,,,, নাম ধরে ডাকবি বুঝেছিস,,,,
আকিব: কিন্তু,,,,
রিমি: আব্বুকে ডাকব,,,
আকিব: না থাক,,,, আমি চেষ্টা করবো,,,,
তানভীর: শুধু চেষ্টা করলে হবে না শালা বাবু
তোমাকে কাজে সফল হতে হবে,, ওকে,,
আকিব: ওকে,,,,
সবার খাওয়া দাওয়া শেষ,,,,, আকিব আর আনহা রুমে যায়,,,,,, আনহা ব্যাগ গুছিয়ে নিজে নেভি ব্লু কালারের শাড়ি পরে আর আকিব ব্লাকরেড কালারের টিশার্টের সাথে ব্লাক কালারের একটা জিন্স পরে,,,,, দুজনকে একসাথে মানিয়েছে বেশ,,, পারফেক্ট কাপল তারপর নিচে এসে সবার কাছে বিদায় নিতে যায়,,,,
মা: শোন আকিব,,,,, ওখানে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে কিন্তু তোর বাবা তোর কি হাল যে করবে সেটা তুই ভালো করে জানিস,,,,,,
রিমি: মা তুমি দেখ এই হাদারামটা ঠিকই একটা গন্ডগোল করবে,,,,
তানভীর: এভাবে বলো না রিমি,,,, আনহা তুমি একটু আকিবকে সামলে নিও,,,, কেমন,,
আনহা: ঠিক আছে ভাইয়া,,,,
ওরা দুজন বেরিয়ে পড়ল,,,,, আকিব তো রাগে ফুঁসছে,,,,বের হওয়ার সময় অপমানিত হলো,,,,সারা রাস্তা আকিব মুখ গোমড়া করে বসে ছিল,,,,, বাড়ির মেইন ডোরে এসে আনহা কলিং বেল চাপল,,,,, একটু পরে আনহার মা দরজা খুলল সাথে ওর বাবা ও আছে,,,,,
আনহা আর আকিব ওনাদের সালাম করল,,,,
আনহা: কেমন আছো মা,,,,বাবা তুমি ভালো আছো তো,,,,
মা: আমরা সবাই ভালো আছি,,,, তুই কেমন আছিস,,,,
আনহা: ভালো,,,,,
মা: বাবা আকিব,,,, তুমি কেমন আছো??
আকিব: জ্বী ভালো আছি,,,, আপনি ভালো আছেন মাওইমা,,,
আকিবের কথায় আনহার বাবা মা থতমত খেয়ে গেল,,,, কি বলছে এসব আকিব,,, শ্বাশুড়ি কে মা বলে না ডেকে,,,,আনহা তো ফের লজ্জায় পড়ে গেল,,,,সবটা সামলাতে ও বলে উঠল,,,
আনহা: আচ্ছা মা,,,, বাইরে দাড় করিয়ে কি সব বলবে,,,, ভিতরে ঢুকতে দিবে না,,, (বিরক্ত হয়ে)
মা: হ্যা হ্যা,,,, ভিতরে আয়,,,,
দুজনে ভিতরে ঢুকলো,,,, আনহা আকিব কে নিয়ে ওর রুমে চলে যায়,,,, কারণ বসার রুমে থাকলে আবার কিছু উল্টাপাল্টা বলবে,,,
রুমে গিয়ে আনহা আকিবকে ছেকে ধরে,,,
আনহা: আচ্ছা আকিব তুমি কি কিছু বুঝো না,,, আসার সময় তোমার মা কি বলেছিল মনে আছে,,,
আকিব: আশ্চর্য,,,, আমি কি করলাম,,,
আনহা: কি করলে মানে,,,, আমার মাকে এই মুহূর্তে কি বললে হুম,,,, মাওইমা বললে কেন
আকিব: এতদিন তো এটাই বলে এসেছি,,, এখন কিভাবে মা বলব,,,, একটু টাইম তো লাগবেই,,,,,
আনহা: দেখ তুমি যদি এখন থেকেই উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমাদের
পরে প্রবলেম হবে,,,,
আকিব: কেন,,,,
আনহা: উফফফ আকিব তুমি কি কিছু বুঝো না,,,, আরে সবাই আমাদের সন্দেহ করবে,,,
তারপর যদি আমাদের ডিভোর্স এ বাঁধা আসে
আকিব: কিন্তু,,,,
ওদের কথার মাঝে,,,, তামিম,,,(আনহার ভাই)
আরিফা,,, (আনহার বড় বোন) চলে আসে,,,আনহা ওদের সাথে বসার রুমে যায়,,,,আকিবকে চোখের ইশারায় রুমে থাকতে বলল,,,,কারণ ওকে নিয়ে বাইরে এলেই ঝামেলা বাড়বে,,,
আনহা ওর মাকে দিয়ে আকিবের জন্য নাস্তা রুমে পাঠিয়ে দেয়,,,,সবাই মিলে বসার রুমে গল্প করছে,,,, এমন সময় আনহার ফুপি আসে,,,, সাথে ওর কাজিনরা,,,, আনহার বাড়ির আশেপাশের কিছু মেয়েরাও আসে,,, আনহা সবাইকে চেনে,,,, খুব ভালো সম্পর্ক সবার সাথে ওর,,,,তাই সবাই আকিবকে দেখতে এসেছে,,,, সবাইকে দেখে আনহা খুব খুশি হয়,,,,
__ আরে আনহা কেমন আছিস,,,,তা তোর বর কোথায়,,,, দেখতে এলাম,,,
আনহা কিছু বলার আগে আরিফা ওদের বলল আকিব রুমে আছে,,,, সাথে সাথে সবাই আনহার রুমের দিকে যায়,,,আনহা না পারছে ওদের সাথে যেতে না পারছে ওদের আটকাতে
আনহার ভয় হচ্ছে না জানি এদের আকিব কি বলে,,,,, এদিকে আনহাকে ওর ফুপি চেপে ধরে বকবক করছে যার কারণে আনহা উঠতে পারছে না,,,,,
সব মেয়ে গুলো আকিবের কাছে যায়,,,, ওরা আকিবকে দেখে অবাক,,,, আকিবের ফর্সা মুখ,,,,সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে,,,, গায়ের টিশার্টে অসম্ভব সুন্দর লাগছে,,,, খাটের উপর বসে ফোন টিপছে আর বিস্কুট খাচ্ছে,,,, খাওয়ার স্টাইল দেখে আরও ফিদা হয়ে যায় সবাই,,,,,হা হয়ে সবাই আকিবকে দেখছে,,,, তখনই আকিবের চোখ যায় ওদের দিকে,,,, সবাইকে না চিনলেও আনহার কাজিন দেরকে আকিব চেনে,,,, একটু আধটু ফাজলামো করেছিল,,,, ওদের দেখে আকিব বলে উঠল,,,
আকিব: আরে,,,, বিয়াইনসাবরা যে,,,,, তা ভালো আছেন বিয়াইন সাব,,,,
আকিবের কথা শুনে সবাই এক মিনিটের জন্য থমকে যায়,,,,, তারপর অট্ট হাসিতে সবাই ঘর কাঁপিয়ে দেয়,,,, ওদের হাসিতে আকিব হা হয়ে গেল,,,,,
আকিব: এই রে,,,, আবার উল্টো কিছু বলে ফেললাম,,,, ভাবি যদি জানতে পারে তাহলে আমার রক্ষা নাই,,,,, (মনে মনে)
আনহা হাসির শব্দ শুনে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে,,,,ও তাড়াতাড়ি রুমে আসলো
দেখল সবাই হেসে প্রায় গড়াগড়ি খাচ্ছে,,,
আনহা: কি হয়েছে,,,, এত হাসি কেন,,,
__ কি রে আনহা তোর বর কি তোকে ভাবি বলে ডাকে নাকি,,,, হুম,,,,
বলে আবার সবাই হেসে উঠল,,আনহা চমকে উঠে ওরা কিভাবে জানলো,,,
আনহা: কেন,,,,
__ না মানে,,, আমাদের বিয়াইনসাব বলছে তো তাই ভাবলাম,,,,,
আনহা যায় রেগে,,,, সবাইকে ধমকে বের করে দেয়,,,,,আকিবের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে,,,, আকিব আনহার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল,,,
চলবে,,,,,,,,,,