ভালোবাসার রং পর্ব-০২

0
3907

# ভালোবাসার রং (❣️You are my Lifeline ❣️)

# Part 2

# Ishita Rahman Sanjida (Simran)

আকিব: কি,,,,,,,,, তোমার বয়ফ্রেন্ড আছে,,, তুমি আমাকে আগে বলো নি কেন,,,, তাহলে ভাইয়ার সাথে তোমার বিয়েটা তো আমি আটকে দিতে পারতাম,,,,,

আনহা: কি,,,, তুমি বিয়ে আটকাতে,,,, সেই সাহস তোমার আছে,,,,
আকিব: ক কেন থাকবে না,,,,
আনহা: তাহলে আজকে কেন আটকাতে পারলে না,,,,,,
আকিব: না,,,,, মানে,,,
আনহা: এখন মানে মানে করছো কেন,,,, দেখ আকিব আমি খুব ভালো করেই জানি যে তুমি কেমন ছেলে,,,, গার্লফ্রেন্ড এর হাত ধরতে যার হাত কাঁপে,,,,,,বাবাকে যে যমের মতো ভয় পায়,,,,সে আবার বিয়ে আটকাবে,,,

আকিব: দেখ ভাবি তুমি আমাকে ইনসাল্ট করতেছ কিন্তু,,,,,

আনহা: উফফ আবার ভাবি বলতেছে,,,,,, আমার এখন রাগ উঠতেছে,,,,, আমার সামনে ভাবি বললে কোন সমস্যা নেই কিন্তু যদি অন্য কেউ শুনতে পায় তাহলে আর রক্ষা নেই (মনে মনে) আকিব একটু শান্ত হও,,,, এখন এসব না বলে ভাবো এখন কি করা যায়,,,,

আকিব: এখন আর কি করা যাবে সব তো শেষ হয়ে গেছে,,,,
আকিব খাটের উপর বসে পড়ল,,,,,
আনহা: আচ্ছা একটা কথা বল তো,,,, তোমার ভাইয়া হঠাৎ পালালো কেন,,,,, বিয়ে করতে চায় না সেটা বললেই পারত,,,,
আকিব: সেটা আমি কি করে জানবো,,,,, ভাইয়া আমার লাইফ টা শেষ করে দিলো,,,,

আনহা: হুম,,,, শুধু তোমার না,,,, সাথে সাথে আমার লাইফ ও,,,, যখন শুনেছিলাম তোমার ভাইয়া পালিয়েছে তখন যে কি খুশি লাগছিল ভেবেছিলাম সোহানকে পাওয়ার একটা আশার আলো বুঝি ফুটে উঠেছে,,,, কিন্তু হয়ে গেল তার উল্টো,,,,যত নষ্টের গোড়া তোমার ভাইয়া,,,,, কিন্তু আকিব তোমার ভাইয়া পালালো কিভাবে,,,, তোমার ভাইয়ার কি আমাকে পছন্দ হয় নি,,, নাকি অন্য কাউকে লাভ করে,,, হুম,,,

আকিব: আমি কিছু জানি না ভাবী,,,,, তোমার সাথে যে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল তা ভাইয়া জানত না,,,,, আমরা ভেবেছিলাম সারপ্রাইজ দিব ভাইয়াকে,,,,, আর ভাইয়া দেশে ফিরেছিল গায়ে হলুদ এর দিন,,,, আর সেদিনই নিজের বিয়ের কথা জানতে পারে,,,
তোমাদের বাড়িতে যাওয়ার সময় ভাইয়া রাস্তায় গাড়ি থামিয়ে নেমে যায়,,,, বলে তার নাকি একটা বন্ধু আসবে,,,,তাই ভাইয়া গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেল আর আসল না,,,,
আনহা: হুম বুঝলাম,,,কিন্তু পরে যদি তোমার ভাইয়া ফিরে আসে তাহলে কি হবে,,,,
আকিব: মা বাবা ভাইয়াকে এই বাড়িতে কখনোই আসতে দেবে না,,,
আনহা: কেন,,,,
আকিব: তুমি আমার বাবাকে চেন না,,,, আমি ভাইয়া আপু সবচেয়ে বেশি ভয় পাই আমার বাবাকে,,,,,তার কথার একটু ও নড়চড় হয় না আর ভাইয়া তো বাবার সম্মান নষ্ট করে দিয়েছে,,,,যার কারণে ভাইয়াকে এই বাড়িতে আর আসতে দিবে না,,,,
আনহা: কি বল এসব,,,, আমি এখন কি করি
সবসময় নাটক আর গল্পে পড়ে এসেছি বড় বোন পালিয়েছে আর তার ছোটা বোনের সাথে বিয়ে হয়েছে,,,, কিন্তু সেটা যে বাস্তবে আর আমার লাইফে ঘটবে তা আমার জানা ছিল না,,,,
আমি ও খাটের একপাশে বসে পড়লাম,,,,
আকিব: হুহ,,,, বৌভাতের অনুষ্ঠানে আমার সব ফ্রেন্ডসরা আসবে ওরা যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে,,,
আনহা: কেলেঙ্কারির আর বাকি রইলো কোথায়,,,, তুমি আমি কি কখনো ভেবেছি যে দুজন কে একসাথে এই বাসর ঘরে বসে থাকব,,,,,
আকিব কিছু বলছে না চুপ করে আছে,,,, মাথা একটু ঝুঁকে হাত দিয়ে নিজের চুলগুলো আস্তে আস্তে টানছে,,,,আনহা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে,,,, দুজনের মুড খারাপ,,,, ওরা কেউ ভাবেনি এমনটা হয়ে যাবে,,,রাত বাড়ছে ওরা এখনো ওভাবেই বসে আছে ঘুমে আনহার চোখ লেগে আসছে,,,,
বসে বসে ঝিমাচ্ছে,,,,,আকিব সেটা খেয়াল করল,,,,,
আকিব: আমার খুব ঘুম পাচ্ছে ভাবি,,,, আমি ঘুমাই,,,,
আনহা: আমার ও খুব ঘুম পাচ্ছে,,,, আমিও ঘুমাবো,,,,
আকিব: তুমি ঘুমাবে,,,, কোথায়,,,
আনহা: আজব তো,,,, এই বিছানায়,,,,
আকিব: কি তুমি আমি এক বিছানায় ঘুমাবো
তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার ভা,,,,

আকিব আর বলতে পারল না,,,,
আনহা: আমি তোমার কি,,,,
আকিব: ন না,,, কিছু না,,, কিন্তু তোমার সাথে এক বিছানায় কিভাবে ঘুমাবো,,,,
আনহা: এটা ছাড়া উপায় ও নেই,,,,কারণ তোমার রুমে সোফা সেট নেই,,,,, তাহলে তুমি সোফায় ঘুমাতে পারতে,,,, আচ্ছা এক কাজ কর,,,, তোমার আর আমার মাঝে বালিশ দাও তাহলে হবে,,,, আপাতত আজকের রাতটা কোনমতে কাটাই তারপর কালকে দেখা যাবে,,,,
আকিব: মাঝে বালিশ দিলে কোন কাজ হবে না,,,
আনহা: কাজ হবে না মানে,,,
আকিব: মানে এটা আমার আর ভাইয়ার রুম
ভাইয়া আর আমি একসাথে ঘুমাই,,,,, ভাইয়াকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুম আসে না,,,, এখন যদি ঘুমের মধ্যে বালিশ সরিয়ে তোমাকে,,,,,

আনহা: উফফফ ভারি মুশকিল তো,,,, (একটু ভেবে) ওকে,,,, তুমি দক্ষিণে মাথা আর উওরে পা দিয়ে ঘুমাও আর আমি উওরে মাথা আর দক্ষিণে পা দিয়ে ঘুমাবো,,,,, আর মাঝে বালিশ,,,যদি তুমি ঘুমের ঘোরে একটু নড়চড় কর তাহলে কোন সমস্যা হবে না কেমন,,,, এই মুহূর্তে এর থেকে ভালো কোন আইডিয়া আমার মাথায় আসছে না,,,, ওকে,,,

আকিব: ওকে,,,,, (মুখ গোমড়া করে)

আকিব আর আনহা ঘুমিয়ে পড়ল,,,,
সকালে ঘুম থেকে আনহা উঠে দেখে আকিব বালিশ সরিয়ে আনহার পা দুটো জড়িয়ে ধরেছে,,,,আনহা আস্তে আস্তে আকিবের থেকে ওর পা দুটো ছাড়িয়ে নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা জাম কালারের শাড়ি পড়ল,,,,, রুমে এসে খাটের উপর বসে আছে আনহা,,,, কিছু ভালো লাগছে না ওর,,,, আকিব এখনো মরার মত ঘুমাচ্ছে,,,,,আনহা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে,,,এমন সময় দরজায় টোকা পড়লো,,,,,আনহা গিয়ে দরজা খুলে দেখল রিমি এসেছে,,,,,আনহা রিমিকে ভিতরে আসতে বলল,,,,,

রিমি: আরে আকিব এখনও ঘুমাচ্ছে,,,আনহা তুমি ওকে ডাকনি কেন,,,,
আনহা: না মানে,,,,আকিব কালকে একটু দেরিতে ঘুমিয়েছে তো তাই,,,,,
রিমি: কি,,,,, (মুচকি হেসে) ওকে আমি ওকে ডাকছি,,,,, আকিব এই আকিব,,,(ধাক্কা মেরে)

রিমির ডাকে আকিব লাফ দিয়ে উঠলো,,,,

আকিব: কি হয়েছে আপু,,,, এত সকাল সকাল ডাকছো কেন,,,,,
রিমি: সকাল না,,,, নয়টা বাজতে চললো,,,ওঠ তাড়াতাড়ি,,,,
আকিব: তো কি হয়েছে আজকে তো আর ভার্সিটিতে যাব না,,, যে সকাল সকাল উঠতে হবে,,,,,
রিমি: বেশি কথা না বলে তাড়াতাড়ি ওঠ,,,, আজকে তোদের বৌভাতের অনুষ্ঠান,,, আর হ্যা রুমে থেকে তোরা বের হবি না,,, আমি খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি,,,, খেয়ে এখানেই বসে থাকবি,,, আমি আর তানভীর (রিমির হাজবেন্ড) আসব তোদের সাথে কিছু কথা আছে,,,, ওকে,,,,

আনহা আর আকিব দুজনেই মাথা নেড়ে সম্মতি দিল,,,,,আকিব ফ্রেশ হয়ে নেয়,,,, তারপর আনহা আর আকিব খেয়ে রিমির কথা মতো রুমে বসে থাকে,,,
কিছুক্ষণ পর রিমি আর তানভীর আসলো,,,,

আকিব: বল আপু কি বলবে,,,,

তানভীর: দেখো আকিব,,,, আর আনহাকেও বলছি,,,,, বিয়েটা তোমাদের এক্সিডেন্টলি হলেও এটা সত্য যে তোমরা এখন হাজবেন্ড ওয়াইফ,,, আর তোমাদের এটা মেনে নিতে হবে,,,, এখন তোমাদের এই বিয়েটা ও মেনে নিতে হবে,,,,
আনহা চুপ করে সব শুনছে,,,, কিন্তু আকিব তা পারল না,,,,
আকিব: ওয়াট,,,, এটা আমি পারবো না,,,,
রিমি: তুই পারবি না মানে,,,,, তোর ঘাড় পারবে,,,, বদমাইশ একটা,,,,রাকিব ভাইয়া আমাদের ঠকালো আর এখন তুই ও ঠকাবি,,,

আকিব: আমি এটা কিভাবে মেনে নিব আপু,,যাকে কি না ভাবি বানাতে চাইলাম সে হয়ে গেল আমার বউ,,, আর আমার ফ্রেন্ডসদেরকে কি বলবো,,, কালকে ওরা আসতে পারেনি,,,, কিন্তু আজকে এসে যখন জানতে পারবে তখন আমার কি হবে,,,,

রিমি: এই তুই থাম,,,তোর মতামত শুনতে আমরা আসিনি,,,, এসেছি তোকে আমাদের সিন্ধান্ত জানাতে,,,,
তানভীর: দেখ আকিব,,,, তোমার বাবা রাকিব
ভাইয়াকে ত্যাজ্য পুত্র করেছে,,,, ওকে আর এই বাড়িতে আসতে দিবে না,,,তাই এখন তুমি ওনার একমাত্র ছেলে,,, একটু বোঝার চেষ্টা কর,,,, এখন তুমি যদি তেরিবেরি কর তাহলে তোমার বাবা মায়ের কি হবে,,,,, একটু ভেবে দেখো তোমরা

আকিব তানভীরের কথা শুনে চুপ করে যায়,,
তানভীর আর রিমি চলে গেল,,,,,আকিব খাটের উপর বসে পড়ল,,,,আনহা থ হয়ে দাঁড়িয়ে আছে,,,,
আনহা: এখন কি হবে আকিব,,, সব গেল রসাতলে,,,,
আকিব: জানি না,,,,, আমি কিছু জানি না,,,, আমি শুধু ভাবছি আমার বন্ধুরা সব জেনে গেলে রিধির কানে যেতে এক সেকেন্ড সময় নেবে না ওরা,,,,,
আনহা: সত্যি আমরা ফেসে গেলাম আকিব
(কান্না করে)
আকিব: এখন আর কান্না করে কি লাভ,,, ভেবেছিলাম কিছুদিন পর ডিভোর্সের কথা বলব,,,, কিন্তু এরা দেখি অন্য চিন্তা মাথায় নিয়ে ঘুরছে,,,, আমরা কিভাবে একসাথে থাকব ভাবি,,,, তুমি বলো,,,,
আনহা: আবার ভাবি বলছে,,,, ইচ্ছে করছে একটা গাট্টা মেরে উগান্ডায় পাঠিয়ে দেই,,, এই কথা যদি অন্য কেউ শোনে তাহলে যে কি হবে,,,,(মনে মনে) এখন আর কি হবে,,,,

আকিব আর আনহা ঘন্টা খানেক ধরে বসে আছে,,,, এমন সময় রিমি আসলো দুজন মেয়েকে সাথে নিয়ে,,,,
রিমি: এই আকিব,,, তুই আমার রুমে যা,,, ওখানে তোর জন্য ড্রেস রাখা আছে পড়ে নে,,, এখন এরা আনহাকে সাজাবে,,,, অনুষ্ঠানে যেতে হবে না,,,,,
আকিব চলে যায়,,,, পার্লারের মেয়েরা আনহাকে সুন্দর করে সাজিয়ে দিল,,,,, তারপর রিসেপশনে নিয়ে বসিয়ে দিল,,,, কিছুক্ষণ পর তানভীর আকিব কে টানতে টানতে আনহার পাশে বসিয়ে দিল,,, আর বলল এখান থেকে যেন না ওঠে,,,,
রিমি: কি রে আকিব এমন করছিস কেন,,,,
আকিব: সেটা যদি তুমি জানতে তাহলে তো হয়ে যেত,,,,( বিড়বিড় করে)
রিমি আকিবের কথায় কান না দিয়ে ওর কাজিনদের ডাকল,,,,,
রিমি: কি রে,,,, তোরা তো পারিশ ভাবির কাছে এসে বসতে,,,,খালি তো ঘোরাঘুরি করতেছস,,,,,

__ পারব না,,,, তোমার ভাইয়ের বউ এর কাছে তুমি বস আমাদের বয়েই গেছে,,,,
ভিশন রাগি ভাব নিয়ে ওরা চলে যায়,,,রিমি ও ওদের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায়,,,
রিমি: আকিব তুই এখান থেকে নড়বি না আমি আসতাছি,,,,রিমি চলে গেল,,,
আনহা আকিবের কাজিন দের ব্যবহারে ভড়কে যায়,,,, এই তো গায়ে হলুদের দিন কি সুন্দর করে কথা বলেছিল ওরা আনহার সাথে
আর এখন এরকম করছে কেন,,,,আনহা কিছু না ভেবে আকিবকে জিজ্ঞেস করে
আনহা: আচ্ছা আকিব,,,, তোমার কাজিন রা এরকম বিহেভ করল কেন,,,, এর আগে তো ভালোই আমার সাথে কথা বলত,,, কিন্তু আজকে এরকম করল কেন???
আকিব: এর আগে তুমি ভাইয়ার বউ হতে যাচ্ছিলে,,,,বাট এখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে,,,,তাই এরা এরকম করছে,,,

আনহা: মানে তোমার কথা বুঝলাম না,,,,
আকিব: মানে,,,,, ওরা হলুদের দিন আমাকে প্রোপোজ করেছিল,,, আর আমি বলেছিলাম ভাইয়ার বিয়ের পর ওদের এ্যানসার দিব,,, কিন্তু সেটা আর হবে না,,,,তাই ওরা সবাই রাগ করেছে,,,,
আনহা: বাবা,,,, এতগুলো মেয়ে একসাথে প্রোপোজ করেছে,,, কিন্তু সব গুলোকে কিভাবে এ্যানসার দিতে,,,,
আকিব: কিভাবে আবার,,,, বলতাম আমার গার্লফ্রেন্ড আছে,,,
আনহা: ওহহহ,,,
ওদের কথা বলার মধ্যে আকিবের বন্ধুরা চলে আসে,,,, ওদের দেখে আনহা আর আকিব শুকনো ঢোক গিললো,,,,

রিসাদ: কি রে আকিব,,,, আজকে ও ভাবির পাশে বসে আছিস,,,,, হায়রে কপাল,,, তোর ভাইয়া কোথায়,,,, ভাইয়া রাগ করবে না তুই তোর ভাবির পাশে বসে আছিস,,,,, ভার্সিটিতে ও ভাবির পিছু ছাড়তি না আর এখনও পিছু ছাড়স নাই,,,,
সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল,,,,

লতা: তাই তো দেখছি রে,,,, আকিব রিধি যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস একবার,,,হি হি হি হি,,,দেখ আকিব অনেক কষ্টে রিধিকে রাজি করিয়েছি এখন যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু দায়ী নই,,,,
সবাই আবার হেসে উঠলো,,,,

আকিব: এ এই তোরা থামবি,,,, এখন চল এখান থেকে,,,,

আকিব ওর বন্ধুদের নিয়ে চলে গেল,,,,
আনহা চুপচাপ বসে আছে,,,,ও ভাবছে আকিবের বন্ধুরা যদি জেনে যায়,,,,

এমন সময় আনহার বাবা ,,,ভাই,,,,ফুপি আর আনহার আত্মিয়রা আসে,,,,
আনহা গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে,,,

চলবে,,,,,,,,,,,

সবাই একটু নিচের লেখাগুলো পড়বেন,,,,,

বর কিভাবে পালিয়েছে সেটা,,,, সবার মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু সেটা এখন বলা যাবে না,,,,সময়ের সাথে সাথে সবাই জানতে পারবেন,,,,,, তাই সবাই ধৈর্য ধরে গল্পটা পড়বেন,,,

THANKS ALL ❤️❤️❤️❤️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে