#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
প্রাণ প্রিয়,
শুধু তোমার জন্য আমার নিজের শরীর টাকে যদি কেঁটে কেঁটে রক্তাক্ত করে দেই আমি এতটুকুও ব্যথা পাব না। কিন্তু, যদি কোনো কারনে আমায় ভুল বুঝ তাহলে সেই ব্যথা আমি সইতে পারব না। যার জন্য এই পৃথিবীটা সুন্দর দেখি সে পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সাধ থাকবে না আমার। আমি বাঁচতে চাই, তোমাকে সাথে নিয়ে বাঁচতে চাই। তোমাকে ছাড়া আমি আমাকে ভাবলে তার একটি মাত্র পথ খোলা সে শুধুই মরণ! প্লিজ আমায় মরতে দিও না, আই লাভ ইউ। আমি যদি কখনো পাথর হয়ে যাই আমায় একটু ছুঁয়ে দিও এ প্রাণ ফিরে পাব। যদি এ দেহে আর প্রাণ না থাকে তাহলে আর কাছে এসো না দূর থেকেই দেখো। আমার আত্তা তোমায় খুঁজবে, যখন পাবেনা হয়তো নিরব হয়ে শুধু কাঁদবে। কিন্তু যদি কাছে থাক তাহলে পাগলের মত ছুটোছুটি করবে আমার আত্তা। অনেক মানুষের ভিড়েও এসে চিৎকার করে কাঁদবে আত্তার আত্ত চিৎকার কেউ শুনবে না। সমস্ত স্মৃতি গুলো মনে পরবে দুজনে এক সাথে বাঁচতে চেয়েছিলাম। তোমায় দেখলে বেঁচে থাকার অনন্ত সাধ মরে গিয়েও হয়তো জেগে উঠবে। কিন্তু মানুষ মরে গেলে শত চেষ্টা করেও এক জীবন ফিরে পায় না। তুমি ভালো থেকে সেদিনও চেয়েছিলাম আজও চাই!
ইতি-
তোমার ভাবনায় ডুবে থাকা আমি।
অসংখ্য ধন্যবাদ গল্পপোকা ডট কম কে আমার চিঠি টা আমার প্রিয় এই সাইটে পোষ্ট করার জন্য..!