নীলিমা – আবু ইউসুফ

0
476

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_2020
চিঠি নং 3
নীলিমা,
কি লিখব?শরতের আকাশে যেখানে মেঘের ভেলা ছুটাছুটি করার কথা, সেখানে ঘন কালো মেঘ। মনের অবস্তা কি আর ঠিক থাকে! অদৃশ্যে মনের কথাগুলো ছুরে দিচ্ছি! হয়তো তারা আপন ঠিকানাটা খুজেই পাবেনা। তবু আকাশ পানে লিখে দিচ্ছি পত্রখানা। তাতেই সুখ কোথায়!থেমে যেতে হচ্ছে বারবার। চলার পথটা যে আজ বড়ই সংকির্ন। সেখানে ঘন কোয়াশায় আচ্ছন্ন পথটার সমস্তই ফিকে। এই দেখ কি থেকে কি বলে ফেলছি। মূলকথা সবই সুতার শক্ত পেচের মত ঘুরে বেরাচ্ছে। দখলে নেওয়া কুটর থেকে বের হতেই চাচ্ছেনা। দেখ আমার সবটাই তোমার মত। তুমি যেমন নীল ছায়ায় আচ্ছন্ন,তেমনি আমার অনুভূতি গুলোও অবসন্ন,কুঠরিবদ্ধ। বলিকি তোমার নীলে আমাকেও টেনে নাও। আর লিখতে পারছিনা। কলম ধরা হাতখানা যেন খসে যাচ্ছে দেহ থেকে। এ সবই তুমি-সর্গে আরোহনের অনুভূতির বহিঃপ্রকাশ। যাক এসব কথা।বলিকি তুমি ভালো থেকো।
ইতি,
“কবি”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে