তুমি_আজও_এলেনা

0
1141

তুমি_আজও_এলেনা
#লেখিকাঃসানজিদা_আক্তার

বলে ছিলে ফিরে আসবে,
আমি যেন অপেক্ষা করি তোমার..
দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গেছে..
বলেছিলে, অঞ্জনা_আমার চাকরি হয়ে গেছে,
কদিন পরেই তোমাকে বউ করে ঘরে তুলবো,
তুমি আর কয়েকটা দিন সামলে নাও..
সেই কয়েকদিন এখন ১০ বছরে পা দিয়েছে।
তুমি আজও এলেনা..
এই কয়েক বছরে বাড়ির আঙিনায় অনেক নতুন বউ দেখেছি,
শুধু আমার বউ সাজা হয় নি..
মা খুব করে বলতো,মারে এবার বিয়েটা করে নে।
আমি বরাবর বলতাম, মা , সে আসবে বলেছে..
আর কয়েকটা দিন।
মা নিরবে চোখের জল ফেলত,, কখনো বা রেগে আমারা সাথে কথা বলাই বন্ধ করে দিতো..
বছর দুই আগে মা মারা গেছে এখন আর কেও বিয়ের কথা বলে না।
ছোট ভাইটা মাস খানেক আগে বিয়ে করেছে।
ভাল চাকরি করে , শহরে বাড়ি কিনেছে_
এখন বউ নিয়ে ওখানেই থাকে।
আমায় নেওয়ার অনেক চেস্টা করেছে,,
আমি যাইনি_
বলেছি সে যদি এসে আমায় না পায়?
তবে যে সে অনেক অভিমান করবে,
ভাববে তার অঞ্জনা এই কয়েকটা দিন অপেক্ষা করলো না..
আচ্ছা সুজয়,,
তুমি কি আর আসবে না?
আর কতো অপেক্ষা করবো তোমার জন্য?
আর কত রাত জাগব?
বয়স যে বেরেই চলেছে,
৩০ এর কোঠা পেরিয়েছে বেশ কিছুদিন..
তুমি আজও এলেনা….?

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে