হয়তো সেদিন

0
1033

হয়তো সেদিন
লেখাঃসানজিদা আক্তার

হয়তো সেদিন আজকের মতোই সূর্য উঠবে,
আলো ছড়াবে যেমনটা আজ ছড়াচ্ছে।

হয়তো সেদিন মৃদু বাতাসে মন জুড়াবে,

হয়তো পাখিরা দল বেঁধে আকাশে উড়বে
যেমনটা আজ উড়ছে।

সেদিনও কি তুমি এভাবেই অপেক্ষা করবে
যেমনটা আজ করছো?
সেদিনও কি নদীর পানিতে পা ডুবিয়ে বসে
আমার কথাই ভাববে??

আজ যে আমি চলে যাচ্ছি, আর ফেরা হবেনা তোমার নীরে,
হয়তো আমার স্মৃতিও তেমন এক সময় মলিন হবে
অন্য কারো স্মৃতির ভিড়ে।

সেদিনও সব তেমনি হবে যেমন আজ হচ্ছে
শুধু তুমিই হয়তো আর অপেক্ষা করবে না।
হয়তো মনে পরবে আমায়,
কোন এক বসন্তের বিকালে,
হয়তোবা , বৃষ্টিস্নাত দিনে।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে