নীলপরী (পর্ব ০২)
#শান্তনা_ইসলাম
·
·
·
পরীঃঃকিস দাও,কিস খাবো???
নীলঃকি??
পরীঃঃ কানে কম শুনেন,, বললাম কিস খাবো কিস,,(চিল্লিয়ে বললো)
নীলঃঃ পাগল হয়ে গেছো নাকি,,,ফাজলামি বাদ দিয়ে বলো কি খাবে,,
পরীঃঃ আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি ইয়ার্কি করছি???বললামতো কিস খাবো মানে কিস খাবোই,,,,,আর এখন আমায় কিস খাওয়ায়তেই হবে,,আদর দিতেই হবে,,
নীলঃঃও মা গো,,এ বেটি কয় কিরে,,,কথা শুনে মনে হচ্ছে আমি তোমার বি এফ না,,তুমিই আমার বি এফ,,,,,,আর আমি তোমার জি এফ,,,
পরী;ঃ এতো কিছু বুঝিনা,আমার এখন কিস লাগবে,, আদর লাগবে ব্্যাস,,,,
নীলঃঃ এতো মহা বিপদে পড়লাম,,,,দেখো বাবু,, বিয়ের আগে এসব করতে হয়না,,পাপ হয়,,,বিয়ের আগে নারী পুরুষ এসব করা ঠিক না,,আর আমি একটা ভদ্র ছেলে,,,আমি এসব করবোনা,,হুসহুস দুরে দুরে থাকবে,, একদম আমার কাছে আসবেনা,,বুঝলে,,,??
পরীঃঃদেখি তো চান্দু,, আপনার মুখ খানা একটু দেখি,,,
নীলঃঃএই যে ভালো করে দেখো,,,(পরীর সামনে গিয়ে দাড়ালো)
পরীঃঃশয়তান হারামি ধেরে ইদুর,,এখন সাদু সাজতে লাগছে,,,ভদ্র সাজা হচ্ছে,,(গলা টিপে ধরে বললো)
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা
◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।
আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share
নীলঃঃআহ,,লাগছেতো ছাড়ো,, মারছো কেন??
পরীঃঃমারবো নাতো কি আদর করবো???দেড় বছরের রিলেশনে ভদ্রতা কোথায় গেছিলো???লুচুগিরি করে এখন ভদ্র সাজা হচ্ছে,,,,??আজকে পাপের কথা বলা হচ্ছে,,এতো দিন পাপের কথা মনে ছিলো না??থাকবোই না আমি থাক তুই,আমি যাচ্ছি,,,(,বলেই উঠতে লাগে,,)
ওমনি নীল পরীর হাতটা টেনে নিজের কোলের ওপর পরীকে বসিয়ে নিয়ে পরীর কোমড় জড়িয়ে ধরে,,,
নীলঃঃ কথায় কথায় এতো রাগ করো কেন বাবু,,,
পরীঃঃ ছাড়ো আমায়,,পাপ হবে তো তোমার,,তুমিতো ভদ্র ছেলে,,দুর হও আমার সামনে থেকে,,,,
নীলঃঃ কিসের পাপ??আমি আমার বউকে ধরেছি,,,মনে নাই রিলেশনের শুরুতে মুখে কবুল বলে আগে বিয়ে করেছি,তারপর প্রেম শুরু করছি,,সো বউকে ছোয়া পাপ না,,,আর কে বললো আমি ভদ্র ছেলে?আমিতো ভদ্র না,,জানো না,,আমিতো রোমানটিক বর,,
পরীঃইসরে,,যাও সরো,,আমি কারো বউ না,,আমার এখনো বিয়েই হয়নি,,বিয়ের বয়স ই হয়নি,,,,আর কি বললেন?? আপনি রোমানটিক??আপনার মতো রসকসহিন মানুষ দুনিয়ায় খুজে পাওয়া যাবেনা,,মনে আছে প্রথম যেদিন হাত ধরে ছিলেন,,কেমন করে ধরছিলেন,??বাচ্চারা যেমন ধরে ওমন করে,,,বলদ হাতটাও ধরতে পারতেন না,,আমি শিখিয়ে ছিলাম,,,,আর নিজেকে আবার রোমানটিক বলছে,,,বালের রোমানটিক বর,,
নীলঃঃওটার আবার রোমানটিক বর হওয়া যায় নাকি??
পরীঃঃধুর,,,,জানিনা,,,(লজ্জায় নীলের বুকে মুখ লুকালো পরী,,,মনে হচ্ছে ওর কলিজার ভিতরে ঢুকে যাবে,,
নীলঃঃএতো কাছে আসলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না,,তুমি আমার পাশে থাকলেই আমি পাগল হয়ে যায়,,,আর এতো কাছে আসলে ভুল করে ফেলবো,,আগুনের কাছে মোম থাকলে গোলবেই,,,এ কারনে আমি দুরত্ব বজায় রাখি,,,বুঝলে সোনা,,,,
পরীঃঃ তাই,,,,, দাড়াও দেখাচ্ছি মজা,,,,(বলেই পরী নীলকে জড়িয়ে ধরা অবস্থাতেই,,,, চট করে নীলের গলায় কিস দিলো,,,আর নীল লাফ দিয়ে উঠতে লাগে,বাট পরী উঠতে দেয়না,,
নীলঃঃএই ছাড়ো
পরী জোড় করেই নীলের গলায় কিস করতে থাকে,,,
·
·
·
চলবে………………