এখন অনেক দেরি হয়ে গেছে

0
3570

ছেলেঃ হাই!!!✋?

মেয়ে:কে আপনি???

চিনতে পারছো না??
?

না স্যরি!!!চিনলাম না!!!

যাকে মন থেকে ভুলে গেছো তাকে কি করেই বা চিনবে!!
?

কে বলুন তো আপনি?

কলেজের ফেয়ারওয়েলের দিন যাকে অপমান করে তাড়িয়ে দিলে তাকে এত তাড়াতাড়ি ভুলেও গেলে???

তুমি কি রাহুল???
?

বাহ্ তাহলে এখনও মনে আছে দেখছি!!???

সেদিনের জন্য আমাকে মাফ করো রাহুল।।
????

আমি গরিব বলে আমাদের এত ভালো বন্ধুত্ব ভেঙে,,, আমাকে সেদিন কত অপমান করে তাড়িয়ে দিয়েছিলে।।
মনে আছে????

সব মনে আছে রাহুল,,,
I am very sorry রাহুল।।।
????

যাই হোক তুমি এখন নিশ্চয়ই খুব ভালো আছো।???
তোমার বর আর তুমি নিশ্চয়ই দারুন মজা করছো???????

???

কি হলো বলো।।।

আমার ডিভোর্স হয়ে গেছে রাহুল!!!??????

কি???কিন্তু কেন???

প্রথমে আমরা দুজনেই আমেরিকায় খুব ভালো ছিলাম।।।
হঠাৎ আমার বর খুব রাত করে বাড়ি আসতে শুরু করলো,,,আর এই নিয়ে আমাকে মিথ্যে বলতেও শুরু করলো।।।

তারপর??????

আমার সন্দেহ বাড়তে লাগলো!!!
এরপরে একদিন একটা মেয়ের সাথে দেখলাম,,,যাকে নিয়ে ও সবসময় আমাকে মিথ্যা বলতো।।
এরপর আমি ওকে ডিভোর্স দিয়ে ইন্ডিয়া তে চলে আসি।।

????
আমি তোমার সাথে দেখা করতে চাই কালইইই।।।

এখন অনেক দেরি হয়ে গেছে রাহুল।।।
????

দেরি হয়ে গেছে মানে???
কি হয়েছে???
???

কিছু না।।।
ভালো থেকো।।
????

বলো কি হয়েছে তোমার।।????

আমার ব্রেন টিউমার হয়েছে রাহুল।।।
???

কি???
তুমি পাগল হয়ে গেছো!!
আমি বিশ্বাস করি না।।??

এটাই সত্যি রাহুল।।

তোমাকে কে বলেছে এটাই সত্যি?????

আমি গত বছর ডাক্তার দেখানোর পর আমার সি.টি.স্ক্যান রিপোর্ট এ ব্রেন টিউমার ধরা পরেছে!!!?????

?

তাই এত মায়া বাড়িয়ে কি হবে!!!
আমি আর বেশিদিন বাঁচবো না রাহুল!!!?????

এসব কিছুই হবেনা,,,
আমি কিছু হতেই দেবো না।।।।
আমি তোমাকে অনেক বড়ো বড়ো ডাক্তার দেখাবো।।

???
এসব বাদ দাও,,,আমার শেষ ইচ্ছে তুমি আমাকে মাফ করো রাহুল,সেদিন খুব ভুল করেছি।।।

জানো আজও তোমার নাম্বার আমার কাছে “সুইটু” নামে সেভ্ করা আছে।।
আজও ভালোবাসি তোমাকে।।।
??

আমি আজও তোমার সুইটু???
????
কিন্তু আমার তো সময় খুব কম,,,তোমার জীবনে আমি আর থাকতে পারবো না।।

???চুপ।।
???
তুমি আমার কাছেই থাকবে,,কালই আসছি আমি।।

যদি আমি না বাঁচি???

আমার মনে সবসময় বাঁচবে তুমি।।
বুঝেছো???

কিন্তু…

???
কোনো কিন্তু না,,,কালই আসবো আমি।।
তোমাকে সুস্থ করবোই।।

তারপর???

তুমি রাজি থাকলে আমরা বিয়ে করে একসাথে থাকবো।।।☹☹☹☹☹☹

আমি থাকবো তোমার কাছে,,,,রাজি আমি তোমার কাছে থাকতে।।।
????

আজ রাত পেরোলেই আমি তোমার কাছে আসছি,,, আমার সুইটু।।।
????

ওয়েট করছি!!!আসো তাড়াতাড়ি,,,????

আই…..

বলো।আই লাভ ইউ…?????

লাভ ইউ টু সুইটু।।।??????????

??????
কাল তাড়াতাড়ি এসো!!!

হুম!!!
বাই।।।???

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে