অতীতে

0
2452

~~কখনো কি কেঁদেছিলে
~~লোকচক্ষুর আড়ালে

~~কখনো কি আমায়
~~ভেবেছিলে হৃদয়ে সমান্তরালে

~~কখনো কি ভেসেছিলে
~~অশ্রুসিক্ত নোনা জলে
~~করনি কোনো করুণা মায়া
~~ছলনায় বিভোর তুমি ছিলে

~~অন্তর পুড়েছে শুধু আমারই?
~~ক্ষতবিক্ষত করে দেয়া আঘাত তোমারই??
~~দেখো কখনো যেনো সময়টা
~~ফিরে না আসে তোমারই কাছে?

~~তখন কিন্ত বলোনা কি
~~দোষ ছিলো তোমার
অতীতে
Shurvi Shima

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে