Psycho_is_back? part_7

1
3389

Psycho_is_back?
part_7
#apis_indica❤
এভাবেই চলে গেল এক সপ্তাহ।।
সাইকো আমাদের তার সাথে তাদের বাসায় নিয়ে আসে একেবারের জন্য।।আমার এতটুকু পরিমাণ ইচ্ছে ছিলনা তার বাসায় আসার।।কেনই বা থাকবে? উনি আমার সাথে ওই দিন কি কাজটা করলেন??এখনো কামড়ের দাগটি রইয়েই গেছে।।যত দিন এই দাগটি থাকবে ততদিন আমি ওই কথা চাইলেও ভুলতে পারবো না।।
ওই দিনের পর থেকে আমি তার সাথে কথা বলি না।।ইগনোর করি তাকে।।যেখানে তিনি সেখানে আমি আমার ছায়া ফেলি না।।কিন্তু তিনি আমার সাথে এ কদিনে অনেক বার কথা বলার ট্রাই করেছেন।।কিন্তু পারে নি।।
এদিকে আমার ভর্তির সময়ও চলে আসে।।মামা আমাকে একটি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দেন।।কাল থেকে আমাদের ক্লাস শুরু।।তাই আর এসব বাদ দিয়ে এখন আমি আমার লাইফে ফোকাস করি।।

দুপুরবেলা ?

খাবার টেবিল বসে আছি।।আন্টি মা খাবার দিচ্ছেন।।নানুমার শরীরটা ইদানীং ভাল না তাই তিনি রুমেই খেয়ে নিয়েছেন।।আর মামা অফিসে।।
খাবার টেবিলে আমি আর আন্টি মা খাচ্ছি।।আর নানা রকম গল্প করছি।।তখনি হুড়মুড় করে বাসায় ঢুকে ইউসুফ ভাইয়া।।আমাদের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেলেন তিনি।।আন্টি আর আমি তো থ পুরাই।।মনে হচ্ছে অনেক রাগ করে আছেন।।তাতে আমার কি!
আমাদের খাবার শেষে উঠতে যাবো তখনি আন্টি মা বলতে লাগলেন,,
—-আম্মু একটু কষ্ট করে তোমার ভাইকে নিচে খেতে আসতে বলে আসো।।
আমি কি বলব ভাবচ্ছি! আন্টিকেতো মানাও করতে পারবো না।।
তাই মুচকে হেসে মাথা নাড়াইলাম।।

সাইকোর রুমের সামনে দাড়িয়ে আছি!
কি করবো ভাবচ্ছি? ঢুকবো কি ঢুকবো না?
তখনি ভিতর থেকে ইউসুফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে,,
—-ওখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু বলবি?
—-ইয়ে মানে! আন্টি খাবারের জন্য নিচে যাইতে বলছে আপনাকে! বলেই চলে যেতে নেই ওমনেই হাতে হেচকা টান মেরে একদম তার কাছে নিয়ে আসে।।আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলছি।।আর তার সাথে কাপাকাপি ফ্রী।।আমি ভয়ে চোখ বন্ধ করে আছি।।উনি তখন আমার দু বাহুতে চেপে ধরে বলতে লাগে,,,
—-খুব সাহস বেরেছে তাই না তো??আমাকে ইগনোর করছিস।।হুমমমম!! বার বার কেন আমাকে রাগাস বলতো।।
—–আমি কি করেছি আআআপনাকে?? ছাড়েন আমাকে প্লিজ।।ব্যথা পাচ্ছি হাতে।। কান্না করতে করতে বললাম।।
—–আমাকে ইগনোর করার আগে মনে ছিল না!! দাঁতে দাঁত চেপে বললেন।।
তখনি আমার রাগ উঠে গেলে,, তাকে ধাক্কানোর পর যখন তাকে সরাতে পারছিলাম না,, তখনি চিৎকার করে বলতে লাগলাম,,,
—–কি পেয়েছেন? হে আমাকে! আপনি আমাকে ছাড়ুন নয়তো আন্টিকে আমি সব বলে দেব।।হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম।।
তখনি তিনি আরো জোরে ধরলেন হাত আর সাথে আমাকে তার আরো কাছে নিয়ে আসলেন।।আর আরেক হাত দিয়ে কোমরে চেপে ধরলেন জোরে।মনে হচ্ছে তার নখ আমার জামার উপর দিয়েই গিথে যাচ্ছে শরীরে।। আমি আরো জোরে কেঁদে দিলাম।।আর কাঁদতে কাঁদতে বলে উঠলাম,,,
—–আমি আন্টি মাকে সব বলে দিব।।আপনি একটা অসভ্য।।
তখনি তিনি আমার হাত ছেড়ে দিলেন।।আমি হাত ছাড়া পেয়ে তাকে ধাক্কা দিতে লাগলাম।।কিন্তু ব্যর্থ হচ্ছি।।উনি আমার কোমরে একি ভাবে ধরে আছেন।।আমার কথা গুলো শুনে তিনি এক পাশে হেসে অন্য হাত দিয়ে আমার গালে হাত রাখলেন।।উনার এমন কাজে ভয় আরো বারতে লাগে।।কি করতে যাচ্ছেন বুঝতেসি না।।আমার কান্না তখন াআপনিতেই বন্ধ হয়ে গেছে।।কিন্তু চোখ দিয়ে পানি পড়ছেই।।তিনি ধীরে ধীরে আমার গালে তার হাত দিয়ে স্লাইড করতে করতে নিচে আমার ঘাড়ের পিছনে নিয়ে গেলেন।।আর ধীরে ধীরে আমার ঘাড়ের উপর থেকে চুলের কাছে নিয়ে আসলেন।।উনার এই কাজে আমার কাতুকুতু লাগছে অনেক।।অন্য সময় হলে হয়তো হেসে দিতাম।।কিন্তু এখন বড় বড় চোখ করে তাকিয়ে আছি তার দিকে।।তখনি চুলে টান অনুভব করি।। কারণ উনি আমার কিছু চুল তার হাতের মুঠে নিয়ে আমাকে তার আরো কাছে নিয়ে আসে।।আর আমি আমার চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি।। ব্যথায় আমার জান বের হয়ে যাচ্ছে।। তখনি তিনি আমার কোমর থেকে হাত সরিয়ে আমার নিচের ঠোঁটে তার হাত দিয়ে জোড়ে চেঁপে ধরে বলতে লাগেন,,,
—–বাহহহ। তাই নাকি কি বলবি? তা মমকে কি বলবি?? কি অসভ্যতা করেছি তোর সাথে??তোর এই গোলাপী ঠোঁটে কিস করেছি?? নাহ তো গলায় লাভ বাইট দিয়েছি।?? নাকি তোর বুকে…..??
আমি উনার আমার ঠোঁটের উপর থেকে সরিয়ে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মারলাম।।তাতে উনি আমার থেকে কিছুটা দূরে সরে গেলেন।।আর আমি সাথে সাথে দৌড় দিতে লাগলাম।।কিন্তু ব্যর্থ হলাম।।উনি আমার চুলের ধরে টান দিলেন জোড়ে।।। আর আমি তার কাছাকাছি এসে পরি।।আর উনি আমার চুল ছেড়ে আমার হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে ফিসফিস করে বলতে লাগলেন,,,
—–আমি তো তোর সাথে অসভ্যতামি করেছি তাই না? তুই জানিস অসভ্যতামি কি?? এখন যদি তোর ঠোঁটে চুমু খাই! তোর গায়ে জায়গায় জায়গায় টাচ করি তাহলে হবে অসভ্যতামি।।এখন বল! করবো??
—–না না।।ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন।। আমি কিছু বলব না কাউকে।। প্লিজ।। জোড়ে জোড়ে কেঁদে দিলাম এবার।।
তখন তিনি ধীরে ধীরে বলতে লাগেন,,
—– এক শর্তে!
তিনি আমার সামনের চুল গুলো কানের পিছনে গুজে দিতে দিতে বললেন।।
আমি কাপা কাপা কন্ঠে বলতে লাগি,,,
—-কি??
তখনি তিনি বলতে লাগেন আমার চোখে পানি মুছে দিতে দিতে,,,
—-আজকের পর থেকে আমি যা বলব সব শুনতে হবে।।উঠতে বললে উঠবি।। বসতে বললে বসবি।।বাঁকা হেসে বলতে লাগেন তিনি।।
আমি মাথা ঝাঁকালাম।।তখনি তিনি ছেড়ে দিলেন।।আমি দৌড়ে আমার রুমে চলে আসি।।
আর বালিশে মুখ গুজে কাঁদতে লাগি।।
কেন এমন করেন উনি আমার সাথে।।
আমি থাকবো না এ বাসায়।।আমি বাসায় যাবো।।
আম্মু আমি থাকবো না।।তোমার কাছে নিয়ে যাও প্লিজ ?।।

আজ ভার্সিটিতে যাচ্ছি।।
সাইকো সাথে করে নিয়ে যাচ্ছে।।উনি ড্রাইভ করছেন আর আমি তার পাশে বসে, বাহিরে তাকিয়ে আছি।।মামার আজকে নিয়ে যাওয়ার কথা ছিল।।বাট মামার কাজ পরে যাওয়াতে সাইকোটাই নিয়ে যাচ্ছে।।তিনি আমার সাথে নানান কথা বলে যাচ্ছেন।।আমি শুধু হু হা আর মাথা নাড়িয় উওর দিচ্ছি।।কালকে উনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি তাকে কখনো ক্ষমা করবো না।।কিন্তু তাই বলে আর রিস্ক নিতে চাই না।।তাই যা জিগাসা করেন উওর দিচ্ছি।।
উনি আমাকে নানান রকম উপদেশ দিয়ে যাচ্ছেন যা আমি এক কান দিয়ে ঢুকাচ্ছি তোনআরেক কান দিয়ে বের করছি।।

ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামালেন।।
আমি নেমে যেতে নিলেই তিনি বলতে লাগেন,,,
—–অল দ্যা বেস্ট।।
আমি মুচকি হাসি দিলাম।।
উনি চলে গেলেন।।আমি গেট দিয়ে ঢুকতেই।।
কিছু একটার সাথে বেজে ধাড়াম করে নিচে পরে গেলাম।।
তখনি,,,,,

চলবে,,,
(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে