Crush যখন বর?Part_7/8/9

0
3716

Crush যখন বর?Part_7/8/9
Writer-Afnan Lara

পরেরদিন,,
শিশিরের মা বাবা আসলো তনুদের বাসায়,,
তনু দরজা খুলেই Shocked ??
তনু-আগে সালাম দিলো,তার পর বললো ভিতরে আসুন,,
তনু মাথায় উড়না দিয়ে রাখে বাসায়,
শিশিরের বাবা-ঠিক বলছো পরী বটে,,
আব্বু-কে আসলো তনু,
শিশিরের আম্মু-তনু মা ভিতরে যাও
তনু চলে গেলো
শিশিরের মা-আসলে না বলেই আসলাম,আপনাদের যে আগে জানিয়ে দিবে তার ও উপায় ছিলো না,
আব্বু-সোফায় বসে,আপনাদের ঠিক,,,চিনলাম না আমি
শিশিরের আব্বু-আমি শিহাব চৌধুরী আর উনি আমার wife তাসলিমা চৌধুরী,,আপনার মেয়েকে আমরা আমাদের ঘরের বউ বানাতে চাই,আসলে আমার ছেলে একটা Private Company তে main producer হিসেবে টিকছে,এখন training নিতেছে,আমরা এখন আপনাদের সাথে কথা বলগে আসলাম,
আব্বু-ছেলে আসলো না?
শিশিরের বাবা-ও কাজে গেছে তাই,
আব্বু-কিছুটা মুচকি হেসে,আমার মেয়েতে এখনও ছোট,
আমার মেয়েকে কি আপনারা আগে থেকে চিনেন?
শিশিরের আম্মু-কাল আমি রিকসা থেকে পড়ে গিয়েছিলাম,আপনার মেয়েই আমাকে bandage লাগিয়ে আমাকে help করেছিলো,বাসায় গিয়ে দিয়ে এসেছিলো??আমি ওরে আমার ছেলের বউ করতে চাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে
আব্বু-আমি কি আপনাদের ছেলেকে দেখতে পারি?
শিশিরের আব্বু-অবশ্যই,ফোন থেকে ছবি দেখালো,
আব্বু-ছেলেতে মাশাল্লাহ?
আপনারা বসুন,,,
আব্বু-তনুর মা
আম্মু-এখন কি করবা?
আব্বু-তনুকে বলো নাস্তা বানিয়ে ওদের দিতে
তনু গিয়ে নাস্তা দিলো,
শিশিরের আম্মু-তনু আসো আমার পাশে বসো
তনু-বসলাম আপনার পায়ের কি অবস্থা?
শিশিরের আম্মু-একদম ভালো☺
শিশিরের আম্মু-তনুর হাত ধরে একটা Diamond Ring পরিয়ে দিলেন,
তনু-এটা কি করলেন?
শিশিরের-আমার দেওয়া প্রথম উপহার
যাও তোমার আব্বুর কাছে,
আব্বু-আপনাদের ফোন number টা দিন,,আমি আপনাদের জানাচ্ছি, আসলে আমার Family, তনুর আম্মুর familyr সবার মতামত নিতে হবে,
শিশিরেরর বাবা-আমি কি আপনাদের আগামী শুক্রবার আমাদের বাসায় দাওয়াত দিতে পারি?
আব্বু-আচ্ছা আসবো?
শিশিরের আম্মু আব্বু হাসি মুখে গেলেন,
তনু-আব্বু!আমি এখন বিয়ে করতে চাই না
আব্বু-আমরা শুক্রবার গিয়ে সব দেখে আসি,তারপর
তনু-???
শিশিরের আম্মু-শিশির!
শিশির-কি?
মা-তুই শুক্রবার বাসা থেকে কোথাও যাবি না
শিশির-কেন?
মা-মেয়ে পক্ষ আসবে
শিশির-মা,বলছি না আমি বিয়ে করবে না
মা-করতে হবে,এমন মেয়ে পাওয়া যায় না,
শিশির-?আমার জন্য মেয়ের অভাব হবে নাকি?
মা-তা হবে না, কিন্তু এমন মেয়ের অভাব হবে
শিশির -উফ?
|
শুক্রবার ?
তনু-আমি বুঝতেছি না এমন লাগতেছে কেন??একটা Red লং থ্রি পিছ পরলাম,,আম্মু বলেছে আমাকে Red এ মানায়,জোর করে red পরিয়ে দিছে
সকাল ১১টা
ওদের বাসায় গিয়ে পৌঁছালাম
আমরা সোফায় বসলাম,
শিশিরের বাবা-শিশির বাজার করতে গেছে,এখনই এসে পরবে,
মীম-তনু ভাবী আসো বাগানে যাবো,তোমাকে আমাদের বাগান দেখাবো,(মীম শিশিরের বোন)
তনু-আচ্ছা চলো,
তনুও চলে গেলো শিশির ও আসলো,
শিশির গিয়ে তনুর মা বাবা কে সালাম দিয়ে তাদের সাথে বসলো,
তনুর মা-এরে তো চিনা চিনা লাগতেছে কই যেন দেখছি,
তনুর বাবা শিশিরের সাথো কথা বলছে,
শিশিরের মা-শিশির যা তো বাগানের দিকে,
শিশির-কেন?
শিশিরের মা-যেতে বলছি যা
শিশির-?????গেলাম, মীম আর একটা মেয়ে কথা বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে
শিশির-ঐ ডিম এখানে কি?
মীম -?আমি মীম কুত্তা,যাই আমি, তোর বউয়ের সাথে কথা বল,এটা বলেই মীম দিলো দৌড়
তনু এখনও তাকায় নি শিশিরের দিকে,
শিশির-(বাবাহ চুল দেখি অনেক লম্বা?)আসেন সবাই অপেক্ষা করছে,এটা বলেই শিশির চলে গেলো
তনু-পিছনে তাকালাম?
শিশির গিয়ে নিজের রুমে গেলো,তনু এসে সোফার রুমে বসলো,
সবাই Dinning roome গিয়ে বসলো,
শিশির-সোজা তার মায়ের কাছে গেলো রুম থেকে বেরিয়ে,মা আমার এখনই যেতে হবে আজকে একটা important chapter শিখাবে,
শিশিরের মা-না হবে না,তনু সামনের দিকে তাকিয়ে চেয়ারে বসে আছে,তাই শিশিরও তারে দেখলো না,
শিশির-pls মা,পরে চাকরি করবো কেমনে বলো,আর চাকরি না করলে তোমাদের Happy রাখবো কেমনে?
মা-যা তুই?
শিশির-ওকে?চলে আসার সময় সেই মিষ্টি ঘ্রানটা পেলাম,কোথা থেকে আসছে?ধুর দেরি হচ্ছে আমি যাই,
শিশির-uncle anty আমি আসি,আমার একটা Important কাজ এসে পড়েছে,
তনুর বাবা-ওকে
শিশির-একবারও তাকালো না তনুর দিকে,আর তনুও নিচের দিকে তাকিয়ে আছে,
চলবে?

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_8
আমি বাসায় এসেই শিশিরকে মেসেজ দিলাম,
Hiii
শিশির-?
তনু-আমার বিয়ে ঠিক হয়ে গেছে???
শিশির-Congratulations ?
তনু-আমি আপনাকে ভালোবাসি,আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না
শিশির-?আমার বউ আছে,আমি তোমারে বিয়ে করমু কেন??
তনু-মজা করবেন না pls,দেখা করবো,আমি আপনার সাথে কথা বলতে চাই
শিশির-সরি,আমার বউ আছে,আর শুনো আমি কিছুদিন পরই আমার সেই বউরে বাসায় নিয়ে আনবো,
তনু-সত্যি?
শিশির-হ্যাঁ
তনু-থম হয়ে রইলাম,আল্লাহ আমাকে এতো খুশি দিলো এই দিনটা দেখার জন্য????
|
পরেরদিন ?
বাসায় হয়হুল্লড় চলছে,
আমি-উফ কাঁচা ঘুমটা ভেঙে গেলো,বাইরে এসে দেখি সবাই কার ছবি দেখা দেখি করতেছে
নানু-তনু দেখ দেখ তোর জামাই যেন একটা রাজপুত্র,আমাদের তনুর কপাল আছে দেখতে হবে
তনু-?মেজাজ টা গরম হয়ে গেলো,ইস আমার শিশিরকে দেখলেও তো সবাই crush খেয়ে যেতো,
আম্মু-তনু দেখ ছেলেটাকে
তনু-তোমরা দেখো,এটা বলেই নিজের রুমে চলে আসলাম
একটা Number থেকে কল আসলো
হ্যালো-কে?!(তখনই আম্মু ডাক দিলো)
শিশির-আমি শিশির চৌধুরী,
তনু-হ্যালো কে(প্রথম কথাটা বুঝি নাই)
শিশির-যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে
তনু-?ও
শিশির-আপনাকে কল দেওয়ার জন্য আম্মু বলছে তাই দিলাম
তনু-ভালো করসেন,বলেন কি বলবেন?
শিশির-আমার উপর রাগ?
তনু-?হ্যাঁ আপনার জন্য আমার শি….
শিশির -কি?
তনু-কিছু না,আমাকে বিয়ে করবেন কেন?দুনিয়াতে মেয়ের অভাব পরসে?
শিশির-আম্মু আপনাকে Like করসে তাই
তনু-ও?বাই?আমি নাস্তা করমু(এতো Rude Behave করলাম তাও কোনো reaction নাই)?
শিশির-ওকে ওকে?বাই(বাব্বাহ কি চেঁতি মেয়েরে)একটা কথা বলার ছিলো
তনু-বলুন
শিশির -আম্মু বলছে কাল আপনার সাথে দেখা করতে
তনু-?কোথায়!
শিশির-যেখানে বলবেন,
তনু-? ফুড Restaurant এ আইসেন,
শিশির-ওকে
|
পরেরদিন ?
শিশির -বসে আছি restaurant এ এখনও আসতেছে না,
উঠে হাঁটতেছি তখন ধাক্কা খেলাম
তনু-ouch,পড়ে যাওয়া ধরলাম
শিশির-ধরে ফেললাম
তনু-আপনিই
শিশির-তুমি?এখানে শিশির কিছু বুঝতে না পেরে তনু কে ছেড়ে দিলো আর তনু নিচে পড়ে গেলো
তনু-আহ!?ছাড়লেন কেন?
শিশির-??বাই
তনু-আরে Wait কথা বলবো আপনার সাথে
শিশির-কোনো কথা না বাই
তনু-Stupid, Naizeria Uganda?
আমিও বাসায় চলে আসলাম
বিকালে?
শিশির -হ্যালো
তনু-হ্যাঁ আপনি আসলেন না কেন?
শিশির–হ্যাঁ আপনি আসলেন না কেন?
তনু-?আমি গেসিলাম আপনি আসেন নাই
শিশির -আমিও গেসিলাম আপনি আসেন নাই
দেখতে দেখতে ৪মাস কেটে গেলো,,তনু আর শিশিরের এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি,কারন শিশির ঢাকায় Training নিতে চলে গেছিলো,
একদিন?
শিশিরের মা-হ্যালো তনু
তনু-জী আন্টি
শিশিরের মা-আজ আমাদের বাসায় আসো,তোমার হবু খালা আর ফুপু শাশুড়ীরা তোমাকে দেখবে
তনু-ওকে
|
তনু গেলাম,আম্মু একটা শাড়ী পরিয়ে দিলো,মেরুন কালারের, Golden পার,,,চুল ছেড়ে দিলাম,,
শিশিরের মা আমাকে সোফায় নিয়ে বসালেন,একে একে সবাই আসলো সালাম দিতে দিতে আমার কোমড় ব্যাথা হয়ে গেছে,
ফুফু শাশুড়ি -বাহ!মাইয়া দেখি রাজকন্যা,,যেমন লম্বা তেমন লম্বা তার চুল,,তার উপর চেহারার কি মায়া,তাসলিমা তুই জিতচস,নাহলে আমার ছেলের বউ করে ফেলতাম
শিশিরের মা-আমার ছেলে কম কিসে,,রাজপুত্রের জন্য তো রাজকন্যাই আসবে তাই না?
খালা শাশুড়ি -??এই মেয়ে তুমি কি Daily গায়ে মধু মাখো?মধুর মতন চিক চিক করতেছে
তনু -?
শিশিরের মা-তনু তোমার হাত দাও
তনু-দিলাম,আমার হাতে সোনার চুঁড়ি পরিয়ে দিলো,
শিশিরের মা-এগুলা শিশিরের দাদি আমাকে দিসিলো,আর আমি তোমাকে দিলাম
তনু-?সুন্দর আছে
শিশিরের মা-ধরো তোমার হবু বরের সাথে কথা বলো
তনু-ওকে
শিশির -হুম হ্যালো,
তনু-জী
শিশির-আমি চাকরি পেয়ে গেছি,১মাস পর Join,
তনু-Great
শিশির-আচ্ছা বাই
শিশিরের মা-তনু এই নাও শাড়ী
তনু-এটা কেন?
শিশিরের মা-engagement এর আগের দিন Get together আছে সেটাতে পরবা বুঝছো
তনু-ওকে,
চলবে?
Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_9
(শিশিরের আরেকটা নাম আছে শিবু,শিবু চৌধুরী)
বাসায় আসলাম,
আম্মু-ধর শিবুরে দেখ
তনু-?কে শিবু?
আম্মু-তোর হবু জামাই
তনু-ওও ছবি টা হাতে নিলাম,এইপিট করে দেখতে যাবো তখনই সায়নি টান দিয়ে নিয়ে গেলো,(সায়নি তনুর চাচাতো বোন)
|
তনু-আরে কি করছস
সায়নি-হিহি দিবো না,তোমার জামাইরে নিয়ে যাবো
তনু-আরো ভালো নিয়ে যা,লাগবে না আমার,ছবিটা আর দেখা হলো না,
|
দেখতে দেখতে Get together এর দিন এসে গেলো,আমার full family ঐ বাসায় গেলাম
আমি ঐ শাড়ীটা পরলাম,Half silker শাড়ী,,কমলা কালারের,,চুলটা খুললাম না,খোঁপা করলাম,
শিশিরের মা-শিশির নে এই পাঞ্জাবি টা পরে নে
শিশির-?মা আমি এখন বিয়ে করবো না
শিশিরের মা-চুপ!
|
শিশির-কমলা কালারের পাঞ্জাবি পরে নিলাম,,
শিশিরের মা-আরে বেয়াইন সাহেবা,আসেন আসেন,,
আরে তনু আমি তো চোখ ফেরাতে পারছি না,,,
শিশির আসলো,,,তনু guest দের সাথে কথা বলতেছে,
মীম-ভাবী তোমার জামাই আসছে,
|
তনু-পিছনে তাকালাম,,
শিশির-হ্যালো,, হ্যাঁ সিয়াম ওকে ডিল টা Handle করো আমি দুপুরে চলে আসবো,
তনু-চেহারা টাই দেখলাম না,আমার মতন কমলা কালার পরছে
শিশিরের একটা frd-Dstw তোর বউ তো heavy
শিশির-কই?
শিশিরের frd-তোর পিছনে
|
শিশির-পিছনে তাকালাম, তনু তখন মীমের সাথে কথা বলতেছিলো,শিশির তনুকে দেখেই Shock খেলো,,তনু?????
শিশিরের মা-হ্যাঁ তোর বউয়ের নাম তনু,সেই কখন থেকে তোরে বলতে বলতে শেষ তুই তো আমার কথায় কানই দেস না???
শিশির-(এই বিয়ে আমি কিছুতেই করবো না) তনুর কাছে
গেলাম,তনু!
|
তনু-শিশিরের দিকে তাকিয়েই shock খেলো,আপনিই?
শিশির-ওর হাত শক্ত করে ধরে Hall room থেকে টেনে নিয়ে আসলাম,
তনু-কোথায় যাচ্ছেন,আমার হাত ছাড়ুন আমার লাগতেছে
শিশির -নিজের রুমে এনে ছুড়ে মারলাম
তনু নিচে পড়ে গেলো
|
তনু-আহ!?লাগলো হাতে,কি হয়ছে?এমন করেন কেন
শিশির-তুমি এতো Normal. কিভাবে???ইচ্ছা করে এমন করছো না? তুমি জানতে আমি যখন জানবো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ছে আমি বিয়ে ভেঙে দিবো
তনু-মানে?
শিশির-না জানার ভান করবা না,,আমি এখনই বিয়ে ভেঙে দিবো
|
তনু-আমার সাথে শিশিরের বিয়ে হতে চলছিলো???কিন্তু শিবু?কিছু বুঝতেছি না
শিশির-মায়ের কাছে গেলাম,,রুমে ঢুকার সময় শুনতে পেলাম
|
শিশিরের মা-জানো তনু না অনেক ভালো একটা মেয়ে, আমার অনেক খেয়াল রাখে সেদিন ও না থাকলে আমাকে কে দেখতো,,এমন গুনবতী মেয়ে খুবই কম,আমি ওকেই আমার ঘরের বউ বানাবো,,এটা বলেই কান্না করে দিলেন,,
এতোদিনে আমার শিশিরের যোগ্য বউ পেয়েছি,এই বিয়েটা না হলে আমি অনেক কষ্ট পাবে
শিশিরের বাবা-আরে চিন্তা করিও না সব ঠিক মতে হয়ে যাবে,
|
শিশির-থম হয়ে আছে,এখন ওর মাকে কিভাবে বলবে বিয়ে ভাঙার কথা?ওর মায়ের তো কিছুদিন আগে Heart stroke হয়েছিলো,,এখন শিশিরের কথায় যদি কোনো ক্ষতি হয়ে যায়,আমি কি করবো এখন?
|
তনু-hall roome আসলাম,
আম্মু-কিরে তোর হাত ছড়ছে কিভাবে,রক্ত ও বের হচ্ছে
তনু-কিছু না,ঐ Slip খেয়ে পড়ে গেসিলাম,
|
শিশির-Hall roome চলে আসলাম,
রাতে তনুরা বাসায় চলে আসে
তনু- কান্না চেপে রাখসিলাম,খুব কষ্ট হচ্ছে আমার,আজকে কি হলো এসব?বাথরুমে গিয়ে শাওয়ার অন করে ফ্লোরে বসে পরলাম,আমি কি দোষ করছি শিশির???
|
২ ঘন্টা পর বেরিয়ে এলাম,মাথা ঘুরছে,,বিছানায় শুয়ে পরলাম,,
|
পরেরদিন?
চোখ খুলতে কষ্ট হচ্ছে,খুললাম,মা পাশে বসে আছে,
তনু-কি মা?
মা-তুই ভিজা চুলে ঘুমিয়ে গেছস কেন?জানস না ভিজা চুলে ঘুমাইলে তোর জ্বর আসে,দুদিন পর বিয়ে,একটু ঠিকঠাক করে চলতে পারস না?
তনু-বিয়ে?(কাল রাতে শিশির বিয়ে ভাঙে নাই?)
মা-হ্যাঁ বিয়ে,এই মাসের ১৭তারিখে,,
তনু-ও
শিশিরের মা-হ্যালো তনু
তনু-হ্যাঁ আন্টি
শিশিরের মা-তোমার voice এমন শুনাচ্ছে কেন?অসুখ নাকি?
তনু-না এমনি কিছু না
শিশিরের মা-তোমার আম্মুকে দাও
আম্মু-জী বলুন
শিশিরের মা-তনুর কি হয়ছে?
আম্মু-ওর জ্বর
শিশিরের মা-কিভাবে হলো,আহারে,আমি ওরে দেখতে আসবো আজ
আম্মু-আচ্ছা
|
বিকালে?
শিশিরের মা-তনুর কাছে গেলাম
তনু-আন্টি?
শিশিরের মা-একি তোর গায়ে এতো জ্বর আর তুই আমাকে বলস কিছু না?
তনু-ঠিক হয়ে যাবে,
শিশির আসলো,তনু ওকে দেখে চুপ হয়ে গেলো,
শিশিরের মা-তোরা কথা বল আমি বেয়াইনের সাথে কথা বলে আসি,
শিশির -সামান্য জ্বর হয়ছে তাও মাকে জানানো লাগে?
তনু-আমি বলি নাই
শিশির-মা এমনি এমনি জানছে না?,তোমার মতন মেয়েকে আমি হারে হারে চিনি
তনু-আন্দাজে কথা বলবেন না
শিশির- Shut up!
চলে আসলাম,
তনু-খুব কান্না পাচ্ছে?উনি এমন করে কেন?
চলবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে