Crush যখন বর?part 52/53/54

1
3009

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_52
শিশির অনেকক্ষন বসে রইলো,
শিশির-ধুর ওর গায়ে হাত তোলা ঠিক হয়নি,শিশির উঠে সোফার রুমে আসলে,
শিশির-মা
মা-কিরে
শিশির-তনু কই?
মীম-ভাবী তো দেখলাম আমার রুমের দিকে গেলো
শিশির-ওও
শিশির মীমের রুমে গিয়ে দেখলো রুমেও নেই
বারান্দায় গিয়ে বসে বসে কাঁদতেছে
শিশির গিয়ে তনুর কাছে গিয়ে নিচে বসে পরলো,
তনু হাত ধরলো
শিশির-I’m really very sorry, forgive me,কানে ধরসি দেখো, pls কেঁদো না,আমি তোমার ভালোর জন্যই বলসি
তনু শিশিরের দিকে তাকিয়ে কাঁদতেছে আর হাত দিয়ে চোখ মুছতেছে,মুছার পরপরই চোখে আবার পানি এসে ভরে যায়,
শিশির উঠে তনুকে জড়িয়ে ধরলো,
শিশির-সরি
তনু ধরলো না,চুপ হয়ে বসে রইলো,
শিশির ছেড়ে দিয়ে ওর হাত ধরলো,
শিশির-চলো ঘুমাবা
তনু উঠে চোখ মুছতে মুছতে চলে গেলো,শিশির পিছন পিছন গেলো,তনু রুমে গিয়ে খাটে গুটিশুটি মেরে শুয়ে পরলো,
শিশির এসে চাদর গায়ে দিয়ে দিলো,
শিশির গিয়ে সোফায় বসলো,মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো তনুকে না মারলেও পারতাম,
হঠাৎ শিশিরের মনে হলো তনুর বেশি কষ্ট হলে ও ভয়ানক কাজটা করে আর তা হলো হাত বা পা কাটে,
শিশির সোফা থেকে উঠে দাঁড়ালো,
শিশির-নাহ তেমন কিছু করবে না,যদি করে থাকে?
শিশির দৌড়ে এসে আস্তে করে তনুর হাত দুটো উঠিয়ে দেখলো নাহ কাটে নাই,
শিশির শান্তির শ্বাস নিলো,পরক্ষনে ওর মনে হলো পা??
শিশির শাড়ী সরিয়ে দেখলো যা ভেবেছিলো তাই,তার বউ পা কেটে বসে আছে,
শিশিরের মেজাজ টা High level এ বিগড়ে গেলো টান দিয়ে তনুকে শোয়া থেকে তুলে উঠালো
তনু ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে,
তনু-কি হয়সে?
শিশির -পাগলামি না করলে হয় না?পা কাটছো কেন??তাইবলে এতো টা???তনুকে জাঁকিয়ে জাঁকিয়ে কথা গুলা বললো
তনু তাকিয়ে আছে শিশিরের দিকে,
তনুর খুব কান্না পাচ্ছে,তাও শক্ত হয়ে তাকিয়ে রইলো
শিশির তনুকে ছেড়ে দিয়ে বারান্দার দিকে চলে গেলো,
তনু চোখ মুছে উঠে গেলো,সন্ধ্যা ৬টা বাজে,
তনু রাগ করে কাউকে না বলে মায়ের বাসায় চলে গেলো,
শিশির বারান্দা থেকে এসে তনুকে না দেখতে পেয়ে অস্থির হয়ে পরলো,পরে শাশুড়িকে কল দিয়ে জানলো তনু সেখানে
শিশির-মা আমি আসতেছি তনুকে নিয়ে আসবো
মা-আচ্ছা
শিশির তনুদের বাসায় আসতেছে,মাথায় আগুন,কি করবে নিজেও জানে না একে তো পা কাটবে আবার বকাও যাবে না,আমাকে না বলে চলে আসলো,???
শিশির বাসায় গিয়ে তনুর মাকে সালাম দিলো
মা-তনু নিজের রুমে
শিশির-ওকে
শিশির রুমের দিকে গেলো
তনু শিশিরকে দেখে অবাক হলে,,
তনু-আপনি?
শিশির সাথে সাথে চড় মারলো,খানিকটা জোরেই মারলো,প্রচণ্ড রেগে ছিলো শিশির,তনু সন্ধ্যায় বের হওয়াতে রাগ বেড়ে গেছে,
তনু নিচে পড়ে গেলো বেগ ধরে রাখতে না পেরে,
নাক থেকে রক্ত বের হচ্ছে,
শিশির গিয়ে দেওয়ালে ইচ্ছামতো ঘুষি দিলো রাগ যাওয়া পর্যন্ত,তনু নিচে বসে বসে কাঁদতেছে,
শিশির ফোন নিয়ে মাকে কল দিলো,
শিশির-মা কাল আসবো,আজ এখানে থাকবো
মা-আচ্ছা,তনুর খেয়াল রাখিস,
তনু হাত দিয়ে নাক মুছে নিলো,বুঝতে পারলো রক্ত এগুলা,নিজে নিজে উঠার চেষ্টা করার সময় শিশির ধরলো, শিশির ধরে উঠালো,তনু হাত ছাড়ানোর চেষ্টা করছে,শিশির ছাড়তেছে নাহ
শিশির কোলে তুলে নিলো,নিয়ে খাটে বসিয়ে দিলো,
শিশির-মা
তনুর মা-হ্যাঁ বাবা বলো
শিশির-মা স্যাভলন আছে আর One time bandage?
মা-কেন বাবা?কি হয়সে?
শিশির-আসলে দরজার সাথে লেগে হাত কাটা গেছে
তনুর মা-আহারে দেখি
শিশির-টেনশন করিয়েন না,আমাকে দিন আমি করবো
শিশির-স্যাভলন এনে তনুকে নিজের দিকে ফিরিয়ে নাকের নিচ থেকে রক্ত মুছে দিলো,এরপর পায়ে bandage লাগিয়ে দিলো,
তনু চাদর টেনে আরেক দিকে ফিরে শুয়ে পরলো,,
শিশির নিজের হাতে bandage লাগিয়ে নিলো,দেওয়ালে ঘুষি দেওয়ায় অনেকটা কেটে গেছে
তনুর মাথাটা ঘুরতেছে শোয়া থেকে উঠে বসে পরলো,বমিও আসতেছে,ভাব ভাব বাট আসবে না,তনু মাথায় হাত দিয়ে বসে রইলো,
শিশির-কি হয়সে?খারাপ লাগছে??
তনু-,,,,,,,,
তনু আরেক দিকে তাকিয়ে রইলো,শিশির তনুর চুলের ভিতর হাত দিয়ে ধরে তনুকে নিজের কাছে টেনে আনলো
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_53
তনু নিচের দিকে তাকিয়ে আছে
শিশির এবার থুতনি ধরে মুখ নিজের দিকে ফিরালো,
তনু চোখ বন্ধ করে ফেললো,শিশিরের দিকে তাকাতে পারবে না,কান্না আসবে,
তাও চোখ থেকে পানি যেতে লাগলো তনুর
ছেলেরা কাঁদতে চাইলেও পারে না, শিশির ও পারছে না,কষ্টে বুক ফেটে যাচ্ছে,
শিশির-(জানি সরি বলেও লাভ নেই,তাও ক্ষমা চাইবো)
শিশির-মাফ করে দাও আর এমন করবো না,
তনু শিশির হাত ছাড়িয়ে আরেক দিকে ফিরে ঘুমাতে গেলো শিশির টেনে আবার তুলে বসালো
তনু-কাল হসপিটালে যাবো,abortion করাতে,ওদের পেটে ধরে আমি ভুল করসি,আমার দোষে হয়সে ওরা তাই আমার দোষ,আপনার কোনো দোষ নেই,যাদের বাবা চায় না তারা দুনিয়াতে আসুক তাহলে তাদের জোর করে আসতে হবে নাহ!
শিশির কিছুটা ধাক্কা খেলো,কথা গুলা তীরের মতো করে গিয়ে বুকে লাগলো,
তনু উঠে রুম থেকে চলে গেলো,
শিশির চুপ হয়ে বসে রইলো,এই কথা শুনতে হবে ও ভাবেনি আসলে,যাই হোক তনু কখনও এই কথা বলতো না যদি না আজ এমন করতাম, আমারই দোষ,
শিশির- ভালোই ভালোই ওর যাতে ক্ষতি না হয় তাই বললাম abortion করাতে আর এখন ও উল্টা কথা বলছে,Fine যদি তনু ২টো বাচ্চার বোঝা নিতে পারে ৯মাস ধরে তো ঠিক আছে,,আমার কি?
শিশির রুম থেকে বেরিয়ে দেখলো তনু সোফায় শুয়ে আছে,
ওরে ওখান থেকে কোলে তুলে নিলো,তনু বিরক্তিকর চোখে তাকালো,
তনু-কালই তো আপনার বাচ্চা নষ্ট করবো কাল পর্যন্ত তো আমি pregnant একটু কদর তো করুন,ঘুম পাচ্ছে আমার এতো বার ঘুম থেকে উঠান কেন?
শিশির-হ্যাঁ আমার বাচ্চা বার বার মনে করাতে হবে নাহ,আর আমার বাচ্চা আসবে এই দুনিয়াতে No abortion,, আর হ্যাঁ ৯মাস ধরে যদি তুমি এই কষ্ট করতে পারে তাহলে আমি কিছু বলবো না,বেবি আমিও চাই কিন্তু তোমার অনেক কষ্ট হবে তাই বললাম,না পারলে কাল Abortion করাতে আসিও,তাও কিছু বলবো নাহ
বাট পরে যদি বেশি কষ্ট হয় আমাকে শুনাতে আসবা না,তোমার চাইতেও আমার IQ best,Decision is yours,
শিশির গিয়ে তনুকে খাটে নামিয়ে দিলো,
তনু কিছুক্ষন শিশিরের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে বাথরুমে চলে গেলো,, বমি করতেছে,
শিশির-ধরবো না,খুব শখ ২টা বাচ্চার,শখ মিটুক,
তনু দেওয়াল ধরে ধরে খাট পর্যন্ত আসলো
শিশির-গুড নাইট
শিশির ঘুমিয়ে পরলো,
তনু-উফ খুব ক্ষিধা লাগছে,তনু গিয়ে ফ্রিজ দেখলো নাহ এগুলা খেতে মন চায় না,বাইরের কিছু হলে হতো,
তনু-এই রিসাদ
রিসাদ-কি আপু?
তনু-আমার জন্য দোকান থেকে একটা আইসক্রিম আন না,
রিসাদ- ১১:৪৫বাজে,এখন দোকান বন্ধ
তনু-ওও?
তনু কিছু না খেয়েই ঘুমিয়ে পরলো,
পরেরদিন ♥
শিশির-হ্যাঁ তো কি ভাবলেন?
তনু-বেবি রাখবো ?
শিশির-ওকে ফাইন,চলেন বাসায়,
তনু-যাবো না, আমি এখানে থাকবো,
শিশির-ওকে আমি যাই
শিশির চলে গেলো,
তনু-কাল মারলো আমাকে আর উল্টা ভাব আমাকে দেখাচ্ছে?
তনু সারাদিন একা একা বাসায় কাটিয়ে দিলো, মায়ের সাথে কথা বললো তাও ভালো লাগতেছে না,শিশির আসতেছে না কেন?
তনু -কল ও দেয় না একটু,আমি দিব না
শিশির রাতে কল দিলো
শিশির-হ্যালো
তনু-হুম,আসবেন না?
শিশির-না কেন?
তনু-ওহ,এমনি
শিশির-হ্যাঁ আসার হলে বলিয়েন আমি আসি কাল নিয়ে আসবো,আমার অফিস বাসা থেকে কাছে তাই থাকলাম না
তনু-ও
তনুর সারা রাত ঘুম আসলো না,বমি করসে অনেক বার
মা-হ্যালো শিশির বাবা
শিশির তখন ঘুৃমে ছিলো,ঘুম থেকে উঠে কল ধরলো, শিশির-হ্যাঁ মা
মা-তনুর তো অবস্থা খারাপ, আমরা ওকে নিয়ে পাশের একটা হসপিটালে আসছি
শিশির-আচ্ছা আমি আসতেছি
Doctor -উনার এখন ঠিকমতো খেতে হবে,আগে ৩বেলা খেলে এখন ৪বেলা খেতে হবে,আর আপনারা বলতেছেন ১বেলাও খায়নি?
মা-ও খেলেই বমি করে দেয়,
তনু-সামান্য এটার জন্য হাতে Canaler লাগাইসে কেন?
শিশির-চুপ! বেবি বেবি করসো না,এবার বুঝো
তনু-আপনার বাচ্চা,আপনার রক্ত,
শিশির-হ্যাঁ মনে করাতে হবে না,?
মা-এমন হলে তো ক্ষতি হবে
শিশির-আমি কি করবো বলো মা???ওর দিকে দেখো এই শরীরে ২টা বেবি ও ৯মাস পেটে কেমনে রাখবে??এখন থেকে কি অবস্থা,
মা-????
শিশির -শুরু থেকে টুইন টুইন করসে,
তনু-??
চলব♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_54
তনু আরেক দিকে ফিরে শুয়ে পরলো
শিশির-ওরে ধরে আরো কয়েকটা injection দেন,
তনু-দেখো না আম্মু কি করতেছে???
মা-?
শিশির গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো,রাত তখন ২:৩০,
তনু-সেলাইন এটা কখন শেষ হবে??
শিশির-একদিন থাকবে
তনু-আপনাকে ask করি নাই
শিশির-মা আমি আসি,
তনু-? হ্যাঁ যান যান,আমি তো পর,আমাকে কারোর দেখা লাগবে না,মা তোমারাও চলে যাও
শিশির-?হুহ
শিশির চলে গেলো,
পরেরদিন ♥
শিশির -মা আমি যে রুমের বাইরে ছিলাম ওরে বলবেন না,আমি যাই,কিছু লাগলে কল করবেন আমি চলে আসবো,,আর রিসাদ রে বলিয়েন ওরে যেন আমাদের বাসায় দিয়ে যায়,
মা-তুমি তো হসপিটালেই ছিলা তাহলে মিথ্যা কেন বলবো??ও তো তোমাকে ভুল বুঝবে
শিশির-ও নিজের দায়িত্বে ২টা বাবুর কর্তব্য নিসে,একটু বুঝুক,
শিশির চলে গেলো,
তনু ঘুমাচ্ছে, Nurse ঘুম থেকে উঠিয়ে canaler খুলে দিলো,
তনু রিকসায় বসে কাঁদতেছে,
রিসাদ-আপু কাঁদিস না,
তনু-কাঁদবো না?আমাকে একা রেখে চলে গেলো
রিসাদ-শিশির তোকে অনেক লাভ করে
তনু-কচু?
রিসাদ গিয়ে তনুকে শিশিরদের বাসায় দিয়ে আসলো,
বিকালে শিশির অফিস থেকে আসলো,
তনু শুয়ে আছে,শিশির তনুর দিকে তাকিয়ে রইলো,
শিশির-ইচ্ছে করছে গিয়ে জড়িয়ে ধরি,কিন্তু নাহ,ওরে আরেকটু শক্ত করতে হবে,
শিশির dress নিয়ে fresh হয়ে আসলো,
শিশির -মা খাবার দাও
শিশিরের আওয়াজে তনু উঠে গেলো,
তনু-আমাকে না ডেকে চলে গেলো,ঠিক আছে খাবো না,আমার খেয়াল কেউ রাখে নাহ?????
শিশির খেয়ে এসে ল্যাপটপ নিয়ে বসলো,
তনু মুখ গোমড়া করে খাটে বসে শিশিরের দিকে তাকিয়ে আছে,ক্ষিধায় মরে যাচ্ছে, আর থাকতে না পেরে উঠে রান্না ঘরের দিকে গেলো,এমা সব শেষ??আমি তো কিছু খাই নি এখনও,
তনু-খুব ক্ষিধা লাগছে,কি খাবো??
উপরের তাকে বিস্কুট আছে,ওটা খাবো,তনু চেয়ার নিয়ে উঠলো,একটুর জন্য নাগাল পাচ্ছি নাহ,ধুর,
শিশির দাঁড়িয়ে দেখতেছে,তনু শিশিরকে দেখে নেমে গেলো,মুখ কালো করে রুমে গিয়ে বসে পরলো,
শিশির গিয়ে দেখলো তনু বসে বসে কাঁদতেছে,
শিশির মুচকি হেসে এক প্লেট খাবার এনে হাতে ধরিয়ে দিলো,লুকিয়ে রাখছিলো,
তনু খাবার টা সরিয়ে রেখে দিলো,
শিশির- না খেলে আমার কি??
শিশির গিয়ে আবার কাজ করতে লাগলো,
তনু ক্ষিধায় মরে যাচ্ছে তাই খাবার হাতে নিয়ে সব খেয়ে নিলো,শিশির রুম থেকে চলে গেসিলো,কারন তনু ওর সামনে খাবে না,লুকিয়ে দেখসে তনুর খাওয়া,তারপর আবার রুমে আসলো,
তনু এবার গিয়ে ফোন নিয়ে বসলো,ফোন দেখছে আবার শিশিরকে দেখছে,
শিশির-কি এমন করে দেখো কেন??দেখতে হলে ভালো করে দেখো,
তনু-??
শিশির কাজে মন দিলো,কিছুক্ষণ পর তনুর দিকে তাকিয়ে দেখলো খাটে হেলান দিয়ে ঘুৃমিয়ে পড়েছে,
শিশির এসে হাত থেকে ফোন সরাতে গিয়ে দেখলো শিশিরের ছবি,এতক্ষন বসে বসে শিশিরের ছবি দেখতেছিলো,পাগলি আমার,শিশির ফোন টা সরিয়ে চাদর টেনে দিলো,
সারাদিন এতো ঘুমায় কেন?
হ্যালো doctor, তনু সারাদিন ঘুমায় কেন?
কোনো সমস্যা নাতো?
doctor -আরে নাহ উনাকে যে ঔষধ গুলা দিসি ওগুলার জন্য ঘুম আসে,
শিশির-ওহ
Doctor -ঘুমানো ভালো
শিশির-ওকে,
তনু চোখ খুলে দেখলো শিশিরের বুকে ঘুমাচ্ছে,
তনু উঠে যাওয়া ধরলো শিশির টেনে শক্ত করে ধরে রাখলো
তনু-ছাড়ুন,পিরিত দেখাতে হবে না,
শিশির-আমি পিরিত দেখাচ্ছি নাহ
তনু হঠাৎ শিশিরকে আঁকড়ে ধরলো,
শিশির-বাব্বাহ!রাগ কমছে লাগে?তাকিয়ে দেখি ওমা ঘুমিয়ে ধরছে,
শিশির দুষ্টুমি করে তনুরে চিমটি কাটলো
তনু চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে পরলো,
তনু-?কি সমস্যা কি??একটু ঘুমাতেও দিবেন নাহ??
শিশির-সারাদিনই তো ঘুমান,
তনু-বেবি পেটে তো আমি ধরছি আপনি ধরেন নাই,নইলে বুঝতেন??
শিশির-মাগো মা এতো খোঁটা দাও কেন??
তনু-দিব,আপনার বেবি
শিশির মুখ ভেংচি দিয়ে আরেক দিকে ফিরে ঘুমিয়ে পরলো
তনু উঠে চলে গেলো,
তনু-ধুর ঘুমাবই নাহ উনার সাথে,
চলবে ♥
(কষ্ট করে গল্প লিখি,আপনাদের থেকে Compliment আশা করি,করেন ও অনেকে,ধন্যবাদ♥
এর মাঝে কেউ কেউ বলেন এতো ছোট দিই কেন??আমার সমস্যা আমি কমা(,)বেশি দিই না,লেখা দিই শুধু যার কারনে ছোট দেখায়,,,যারা এমন comment করসেন তারা আমার গল্প পড়বেন না,,Ignore pls,,দুই ৩জন আমার গল্প না পরলে আমার কিছু যায় আসবে নাহ,,আমি আপনাদের আমার গল্প পরতে Request করি নাই,,,)
ধন্যবাদ♥

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে