Crush যখন বর?part 46/47/48

0
3102

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_46
শিশির -আমার খেয়াল ছিলো না?আমি তো ভাবসি তুমি নিচে????
তনু-?
তনু আসেন বসি,ঐ মেয়েটার জ্ঞেন ফিরলে ওকে দেখে যাবো,
শিশির-হুম,
তনু শিশিরের কাঁদে মাথা রাখলো,
শিশির-চা খাবা??
তনু-হুম
শিশির-চলো সামনে একটা Restaurant দেখসিলাম,
তনু-না,আপনি গিয়ে আনেন আমি এখানে বসি,
শিশির-একা বসবা??
তনু-হুম
শিশির চলে গেলো,
তনু পায়ে হাত দিয়ে বসলো,
তনু-উফ অনেকটা কেটে গেছে,,শিশির দেখলে বকতো?,এই জন্যই যাই নাই,
শিশির আসলো,
শিশির-নাও চা খাও
তনু-হুম,,
Doctor -Patient এর জ্ঞেন ফিরছে,
তনু খুশি হয়ে বসা থেকে উঠে পা বারাতেই ব্যাথা পেলো,
তনু-আহহহ!?
শিশির-কি হয়সে?
তনু-নাহ কিছু না,চলুন
শিশির তনুর হাত ধরে ফেললো,
শিশির-Wait!
শিশির তনুকে সিটে বসিয়ে পা ধরে দেখতে লাগলো,অনেকটা কেটে গেছে,শিশির চোখ বড়বড় করে তাকালো তনুর দিকে,
শিশির-Nurse!ওর পা অনেকটা কাটা গেসে,একটু Bandage করে দিন,Nurse এসে Bandage করে দিলো,,
শিশির মুখ গোমড়া করে বসে আছে,তনু গিয়ে মেয়েটার সাথে কথা বলে আসলো,
তনু-চলুন যাই
শিশির-চলো
তনু হাঁটতে পারছে না কোনোরকম চোখ মুখ খিঁচে হাঁটতে লাগলো,,
শিশির বুঝতে পেরে কোলে তুলে নিলো,
তনু-আরে লোকে কি বলবে??
শিশির-কি বলবে??
শিশির একটা Cab ডেকে নিলো,
হোটেলে গিয়ে তনুকে খাটে বসিয়ে দিলো,
ইরা আর তার husband শিশিরকে দেখলো যখন ও তনুকে কোলে করে আনতেছিলো,
ইরা-আমাকে তো এমন করে কোলে নিতে পারো
ইরার Husband -হ?তুমি যে ভারী আমি তো মরেই যাবো,
ইরা -কি বললা?
শিশির সোফায় বসে বসে Laptop এ কাজ করতে লাগলো,
তনু বাথরুমে যাওয়ার জন্য খাট থেকে নামার পর যেই পা বারালো প্রচন্ড ব্যাথা পেয়ে নিচে পড়ে যাওয়ার সময় শিশির এসে ধরে ফেললো,
তনু ব্যাথায় চোখ বন্ধ করে রাখসে,
শিশির তনুর দিকে তাকিয়ে ওরে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো
শিশির তনুর দিকে তাকিয়ে আছে রাগী চোখে,,
তনু-এভাবে তাকিয়ে আছেন কেন??
শিশির তাও তাকিয়ে আছে,,তনু কথা বলতে যাবে শিশির মুখ চেপে ধরলো,
শিশির-সবসময় পাকনামো করা লাগে??নিজের খেয়াল রাখতে পারো না???অন্যের খেয়াল রাখার আগে নিজের টা আগে রাখবা,,পা কাটছে কিভাবে?শিশির তনুর মুখ থেকে হাত সরালো,
তনু-পাহাড়ে উঠার সময় কাঁচে পা দিসিলাম,
শিশির-ইস!আমাকে হসপিটালে বলো নাই কেন?
তনু-শুধু শধু চিন্তা করবেন তাই,
শিশির-তুমি আমার Wife,আমি চিন্তা করবো না তে কে করবে
তনুর বোকার মতন তাকিয়ে আছে
শিশির-কি?
তনু-কি?
শিশির মুখ গোমড়া করে একটা ঘুষি তুললো
তনু-মাগো?
তনু চোখ মেলে দেখলো যে ঘুষি টা ওর সামনে পর্যন্ত এনে শিশির থামাই রাখসে,
শিশির মুচকি হেসে তনুর মুখ ধরে ঠোঁটে একটা চুমু দিলো,,চুমু দিয়ে তনুর দিকে তাকালো,তনু বোকা হয়ে গেলো,
শিশির-তুমি কি মনে করসো আমি তোমাকে মারবো?
তনু-না হুহ?
শিশির তনুর পিঠে হাত দিয়ে ওকে নিজের কাছে এগিয়ে আনলো,,
তনুর মনে পরলো প্রথম দিনের কথা,তনু মুচকি হেসে হাত দিয়ে চোখ ঢেকে ফেললো
শিশির-কি হয়সে??
তনু -প্রথম দিনের কথা মনে পরছে???
শিশির তনুর থুঁতনি ধরে মুখ উঁচু করলো,,
শিশির-আমার ভাগ্যে যে মায়াবতী আল্লাহ লিখে রেখেছিলেন কল্পনায় ও ভাবি নাই,
তনু-কি?
শিশির Bed Light Off করে দিয়ে তনুর উপরে উঠে গেলো,
তনু-মাগো পায়ে লাগলো????
শিশির-সরি
চলবে♥
(দিমু না আর গল্প???কোনো Response নাই কারো ??)

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_47
তনু-???
অনেকক্ষন পর
শিশির-তনু
তনু-হুম
শিশির-ভালোবাসি♥
তনু মুচকি হেসে শিশিরকে আঁকড়ে ধরলো,,,
তনু-আমিও খুব ভালোবাসি♥♥
শিশির-কাল চলে যাবো
তনু-যান কথা কমু নাহ?
শিশির-কি করসি আবার?
তনু-বলেছিলেন সেন্টমার্টিন যাবেন?
শিশির-ওহ!আজকে এতো বড় ঘটনা ঘটে গেলো,আমার ভালো লাগতেছে না,
তনু-?সিয়াম ভাইয়ারে তো পুলিশ নিয়ে গেছে,
শিশির-আচ্ছা ওকে,যাবো ম্যাডাম
তনু-হুমম,
সকালে♥♥♥
তনু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলো,,
তনু বারান্দায় গিয়ে দাঁড়ালো,,
তনু-একে একে সব শয়তান শাস্তি পাচ্ছে,আর কেউ তো বাকি নাই,,???
তনু-Wait wait নাতাশা??? আল্লাহ জানে এবার ও কি বিপদ নিয়ে আসে,
তনু বারান্দায় দাঁড়িয়ে Main road দেখতে লাগলো,,,,
শিশির ঘুম থেকে উঠেই পাশে তনুকে না দেখে ব্যস্ত হয়ে পরলো,পরে বারান্দায় তনুকে দেখে শান্ত হলো,,,
শিশির এসে পিছন থেকে জড়িয়ে ধরলো,
শিশির-এই যে ম্যম,আমার shirt পরেছেন ভালো কথা, নিচে তো খালি,যদি কেউ নজর দিয়ে ফেলে??
তনু-ইস!?আমি একদম খেয়াল করিনি,
শিশির -fresh হয়ে আসো,আমি খাবার order দিচ্ছি
তনু-ওকে,,
তনু গিয়ে দেখতে লাগলে কি পরবে,
তনু-হুম পানিতে নামবো,সো এই টপস টা আর লেগিন্স টা পরবো,,
তনু রেডি হয়ে ফোন নিয়ে বসলো,,
আগে তো আমার পিকে ৩০০লাইক উঠতো,শিশিরকে ট্যাগ করাই 1k উঠে??,,
মাগো মা,৩০টা মেয়েকে Unfriend করসি,এতো মাইয়া ওর আইডিতে,মাঝে মাঝে ইচ্ছা করে ধরে মাথা ফাটায় দি,
আবার proud feel হয় মাঝে মাঝে যে শত মেয়ের ক্রাশের বউ হতে পেরেছি,
শিশির -বসে বসে কি বিড়বিড় করতেসো,আর আমার ফোনে কি?
তনু-কেন দেখতে পারি না???
শিশির-যত খুশি দেখো,এমনি ask করলাম,
খাবার আসলো,তনু সব খেয়ে নিলো,
শিশির-OmG,এতো ক্ষিধা লাগসিলো তোমার???আর খাবা??
তনু-আনলে ভালো হতো,আমার পেট ভরে নাই
শিশির-হ্যালো Room service রুম নাম্বার ২০৯এ আবার নাস্তা পাঠান
তনু-????
শিশির-হুম খাও
তনু-উহু
শিশির-ওমা কেন??
তনু-ডিমের গন্ধ বমি আসে,?
শিশির-ডিম আগে আমাকেও খেতে দিতা না আর আজ গন্ধ লাগে??
তনু-হুম,আপনি খান?
শিশির-ওকে ফাইন খাচ্ছি কিন্তু
তনু-হুম খান,
শিশির আর তনু হোটেলের নিচে আসলো,
শিশির Reception এ গিয়ে বিল pay করছে,
তনু দাঁড়িয়ে আছে,চারিদিক ঘুরে ঘুরে দেখছে,
নাতাশা-মম!আমি Sure শিশির এই হোটেলেই আছে,
নাতাশা কথা বলেই সামনে তাকিয়ে তনুকে দেখে hang!!!
তনু-??????
নাতাশা-তততততত
মম-কি রে??
নাতাশা-তততননননু
নাতাশা পাশ কেটে হেঁটে যাওয়া ধরলো তনু গিয়ে পথ আঁটকালো,
নাতাশার আগের কথা মনে পড়ে গলা শুকায় গেছে,
তনু-আমি আর শিশির এখানে তাই তো এই হোটেলে আসছস না???
নাতাশা-মোটেও না
তনু-ওহ really?? চুল মাথায় যে কইটা আছে না??ওগুলাও ছিঁড়ে ফেলবো,,
নাতাশা-কিচ্ছু পারবা না
তনু-আমার জামাইরে ভিডিও কল দিছস না ন্যাংটা হয়ে??Sreenshot রেখে দিসি,পুলিশের বুঝতে সুবিধা হবে,
নাতাশা-খাইসে রে????
তনু-আসি বেবি,টা টা,
তনু শিশির হাত ধরে নাতাশার দিকে তাকিয়ে ভেংচি দিয়ে চলে গেলো,
শিশির-কই গেসিলা,,?
তনু-এইতো একটু চারিদিক দেখসিলাম
(টেকনাফ যেতে যে কতো কষ্ট সেটা যারা গেছে তারা জানে,আমি গেসি,আমার হাড্ডি গেছে??)
তনু-মাগো আমি শেষ,,
শিশির-আরো যান,
তনু আর শিশির লঞ্চে উঠলো,
তনু শিশিরকে শক্ত করে ধরে বসে রইলো,
শিশির-কি হয়সে??এখনই ভয় লাগছে?
তনু-আমি সাঁতার জানি না
শিশির-হাহাহা???
তনু-??হুহ
চলবেl

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_48
পানির মাঝখানে ঢেউয়ের গতি বেড়ে গেছে,
তনু-আল্লাহ আল্লাহ ?
শিশির-হঠাৎ করে এমন হলো কেন?
দুপুর ১২টায় গিয়ে সেন্টমার্টিন পৌঁছালাম,
শিশির -অবশেষে,,
তনু-এসে গেছি ইয়ে ইয়ে????????
শিশির-জী না,মেইন টা বাকি আছে,ভেনগাড়ি নিতে হবে
তনু-ওও?
শিশির -উঠো
ওরা একটা Resort এ নামলো
তনু-খাবো, ক্ষিধা লাগছে,ভেসিনে গিয়ে মুখে পানি দিতেই ওহ মাগো জ্বলতেছে কেন???
শিশির-হাহা???লবণাক্ত পানির Reaction
তনু-কিহ??
খাওয়া শেষে তনু পানি মুখে দিয়ে আর গিলতে পারছে না,এতো লবণাক্ত ?শিশিরের দিকে তাকালো,
শিশির ব্যাগ থেকে পানির বোতল নিয়ে দিলো,
তনু-হুম চলেন
তনু মার্টিন এ গিয়েই এক দৌড়,শিশির পিছন পিছন গেলো,
শিশির-সাবধানে,পরে যাবা,
শিশির-বাহ আমি আগে একবার আসছিলাম,তনু কেমন লাগছে?একি কই গেলো??পিছনে তাকাতেই দেখলাম ঝিঁনুক collect করসে,উফ পাগলি রে,তোরে আমি কিনে দিবো, খুঁজতে হবে না তোর
তনু-রাখেন তো,গাছের ফল free তে পেলে কেউ কিনতে যায়??
শিশির মাথায় হাত দিয়ে পাথরে বসে পরলো,
তনু উঠে দাঁড়িয়ে ঠাস করে পরে যাওয়া ধরলো শিশির ধরে ফেললো,
শিশির-এখন তো পরে যাইতা,,কি হয়সে?
তনু-রোদের কারনে maybe
তনু এবার শিশিরের হাত ধরে সামনে হাঁটা ধরলো
শিশির-কি মেয়েরে বাবা,কখন কি ভাবে বলতে পারি নাহ
তনু-আচ্ছা আমি যদি এই পানিতে ডুবে যাই?
শিশির তনুর মুখে হাত দিয়ে চেপে ধরলো
শিশির-চুপ!
Capture!!!
Sei photographer টা আবার পিক তুললো,পিক এনে তনুকে দিলো,
তনু-ওয়াও অনেক সুন্দর, এটা আমাদের বেড রুমে লাগাবো
শিশির-ওকে
Photographer-আপনাদের দেখলে যে কেউ তাকিয়ে থাকবে,Just wow একটা Couple, Love marriage??
শিশির-no,Arranged
তনু-Also one side love♥
Photographer-Oh I see
শিশিরের ফোন আসলো,
তনু-Sisu
শিশির কথা শেষ দিয়ে পিছনে তাকালো সাথে সাথে তনু পানি দিয়ে ভিজিয়ে দিলো
শিশির-শয়তান মাইয়া!!!আজ তোমার খবর আছে,
তনু-হিহি,তনু হাসতে হাসতে দৌড় দিলো
শিশির পিছন থেকে ধরে উঁচু করে ঠাস করে পানিতে ছেড়ে দিলো
তনু কাশতে কাশতে বসে পরলো,
শিশির-সরি, পানি খায়সো সোনা??নাক দিয়া পানি চলে গেছে?
তনু-সোনার গুষ্টি কিলাই????
শিশির -?
তনু শিশিরকে টেনে ওর Shirt এ নাক মুছে নিলো,
শিশির-Ewww
তনু-হিহিহি?
তনু-মাথা ঘুরছে চলেন ছায়াতে যাই
শিশির-চলো,,
তনু-আসেন কিছু কিনবো,
শিশির-জী
তনু দুটো টুপি নিলো,৪টা চাদর নিলো,
শিশির-টুপি দুটো কেন??আর চাদর ৪টা কেন?
তনু-একটা আমার একটা মীমের,আর চাদর গুলা আমার মা ২জন আর বাবা ২জনের জন্য
শিশির-আচ্ছা
শিশির-শুনো আজ রাতে আমরা Shopping এ যাবো
তনু-ওকে,
তনু গিয়ে বালিতে বসে পরলো, ব্যাগ থেকে লোশন বের করে সারা গায়ে মাখতে লাগলো,
শিশির-এসব কি??
তনু-skin care routine
শিশির -এতো কেয়ামতের মধ্যে?
তনু-আপনার বউ কেয়ামতের মধ্যেও নিজের skiner যত্ন রাখে,বুঝলেন?
শিশির-জী
Conductor-স্যার আমাদের এখন যেতে হবে, লঞ্চ ১০মিনিটে ছাড়বে,
শিশির-ওকে আমরা আসতেছি,
শিশির তনুকে টেনেও ভিতরের রুমের সিটে আনতে পারছে না,তনু বাইরে এই শীতের মধ্যে থাকতে চাচ্ছে,উফ এখন কি করবো,
শিশির-এই এখন না আসলে এখানে রেখে চলে যাবো,
তনু-কি বললেন?????
শিশির-তুমি যদি এখন এখানে বসো পানি থেকে Anaconda আসবে
তনু-সত্যি?ঐ যে মুভি তে দেখায়ছিলো তেমন??
শিশির-হুম,বিশ্বাস না হলে বসো,যখন Anaconda আসবে তখন দেখে নিও কেমন আমি যাই
তনু- না না,আমি আপনার সাথে যাবো,
শিশির-good girl
তনু শিশিরকে ঝাঁপটে ধরে বসে আছে,(ছোট বেলা থেকে তনু সাপ কে অনেক ভয় পায়,একবার তো অজ্ঞেন হয়ে গেসিলো সাপ দেখে)
তনু-আচ্ছা আমরা যে ভিতরে বসেছি, Anaconda ভিতরে চলে আসবে না?
শিশির-না Anaconda ভিতরে আসবে না
তনু-ওকে
চলবে♥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে