Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_40
তনু সব ঘুছিয়ে বিছানায় শুয়ে পরলো,
শিশির এসে ওকে জড়িয়ে ধরলো,তনু সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো
তনু-সরুন তো
শিশির-কিই???
তনু-Don’t touch me,হারামী?যা মাইয়াগো Request accept কর,হুহ,
তনু আরেকদিকে ফিরে ঘুমিয়ে গেলো
শিশির-???
ভোর ৪টা
শিশির-এই তনু উঠো,উঠো,যাবা না?
তনু-উমম?,ঘুমাতে দাও
শিশির-আরে late হয়ে যাবো তো,উঠো
তনু-নাহ তুমি যাও
শিশির-বুঝছি এভাবে উঠবে না
শিশির তনুকে কোলে তুলে নিলো,নিয়ে বাথরুমে চলে গেলো,,বাথরুনে এনে নামিয়ে দিলো তনু দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে,শিশির এবার Shower ছেড়ে দিলো,
তনু এক চিৎকার দিয়ে উঠলো
আল্লাহ গো!!!!!!!
শিশির তনুর মুখ চেপে ধরলো,
শিশির-চুপ চুপপপ
তনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে,তনু সরতেও পারছে না এই শীতের মধ্যে ঠান্ডা পানির নিচে তাও নড়তে পারা যাচ্ছে না,শিশির চেপে ধরে আছে,২মিনিট পর ছাড়লো,
তনু-আপনি আপনি??
শিশির-দেরি হয়ে যাবে,তুমি উঠো না তাই
শিশির তাড়াতাড়ি করে টাওয়াল এনে তনুর গায়ে জড়িয়ে দিলো কারন তনু কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাচ্ছিলো
তনু-হারামী,কুত্তা,বিলাই তোরে তো পরে দেইখা নিবো,
তনু চাদর গায়ে দিয়ে নিলো,দুজনেই রেডি হয়ে মা বাবাকে সালাম করে বাসা থেকে বেরিয়ে এলো,গাড়ীতে উঠলো,
তনু-হা হা হা হাইচ্ছুউউউউউ
তনু-?সব আপনার জন্য হয়ছে
শিশির-সরি?
তিশা-আরে শিশির যে,কিরে কেমন আছিস?
শিশির-তিশা!ভালো,তুই?
তিশা-এই আছি ভালো,
তনু-???(এই সুন্দর পোলা বিয়া করার এটাই অসুবিধা, সব মাইয়া পাগল হইয়া যাইবো,সব ফইন্নি,আর কতগুলারে সামলাবো,?)
(তিশা শিশিরের সিটের পাশের সিটে বসেছে)
তিশা-তো কই যাস?
শিশির-Coxs Bazar
তিশা-আমিও,যাক তোর সাথে ভালই সময় কাটবে
তনু-?,হাই আপু,আমি শিশিরের wife??nice to meet you??
তিশা-ও,?শিশির কবে বিয়া করলি,জানালিও না
শিশির-এ
তনু বলতে দিলো না,
তনু-২মাস running
তিশা-?
তনু-জান বেবি, window side এসে বসো,আমি তিশা আপুর সাথে গল্প করবো??
তিশা-???
শিশির-???
তিশা আর কথা বললো না,কেমনে বলবে,তনু তো শিশিরকে জানালার সাইডে পাঠিয়ে দিয়েছে,
তনু-???
তনু শিশিরের কাঁধে ঘুমিয়ে পড়েছে,শিশির বুঝতে পারলো তনুর গায়ে জ্বর আসছে,
শিশির তনুকে বুকে টেনে নিলো,তনু বাচ্চাদের মতন ঘুমাচ্ছে,
তিশা-(??সবই কপাল,এই পোলারে আমিও টাংকি মারছি,পাত্তা পাই নি,আর এখন সে বিবাহিত ?,কি আছে এই মেয়ের মধ্যে??যে আমারে রাইখা ওরে বিয়া করতে গেলো)
পরেরদিন বিকালে তারা Cox’s Bazar গিয়ে পৌঁছালো,
তনু শিশিরের জ্যাকেট আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে,
তিশা-???এই এই উঠো
শিশির-আরে চুপ,বেচারি কাল ঠিকমতো ঘুমাতে পারিনি,তার উপর জ্বর উঠছে,
তিশা-হুহ ঢং
শিশির আস্তে করে তনুকে জাগাতে লাগলো,
তনু উঠেই তিশার মুখ দেখে ভেঁংচি কাটলো
তনু-এই মাইয়া লাগে আমাদের পুরো trip এ জ্বালাবে,wait আগে এরে বিদায় করতে হবে,
তিশা-চল শিশির আমরা একসাথে যাই,
তনু-আরে আরে কই যাবেন??আমরা তো একটা বিয়ের দাওয়াতে আসছি??ওরা শুধু আমাকে আর শিশিরকেই দাওয়াত দিসে?দেখেন না মা বাবাও আসে নাই
তিশা-Really?
শিশির-আরে,শিশির কিছু বলার আগেই,তনু পিছন থেকে খাঁমছে ধরলো,চোখ বড়বড় করে তাকালো
শিশির-হ্যাঁ হ্যাঁ তনু ঠিক বলছে
তনু-হুম,সরি আপু,
তিশা-??
শিশির আর তনু বের হয়ে Cab ডেকে নিলো,
শিশির-আচ্ছা মিথ্যা বললা কেন?
তনু-তো কি করবো?ঐ মাইয়ারে সহ হানিমুন করবো??
শিশির-(যা করসে ভালই করসে,নইলে এই তিশা যে জোঁক)?
Diamond Hottel এ আসলাম দুজনে,,
Waiter -Mam,sir আপনারা কোন রুমটা নিবেন,,
তনু-দেখি??
waiter-অবশ্যই ম্যাম
তনু-হুম ডান সাইডের রুম টাতে থাকবো,
শিশির-বাম সাইডের টা না কেন??
তনু-কারন ওটার কম্বল পিংক কালারের,সুন্দর লাগে?
শিশির আর waiter -???????
চলবে♥
Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_41
তনু-এতো হাসার কি আছে??
শিশির-কই কিছু নাতো?
তনু-হুহ,
তনু-ওয়াও??পাহাড়????জানেন এই হোটেলে আমি আরও ২বার আসছিলাম,আম্মু আব্বুর সাথে,
শিশির-ওও,
তনু-সেন্টমার্টিন যাবো pls pls
শিশির-আচ্ছা, সেটা পরে দেখা যাবে,এখন rest নিবো,সারা দিন তো আমাকে ঘুমাতে দাও নি,নিজে আমার বুকে শান্তিতে ঘুমাইছো,
তনু-জামাই হয়সেন কেন????আমি তো চাইসিলাম কোলে উঠে ঘুমাবো
শিশির-????
শিশির গিয়ে বিছানায় শুয়ে পরলো,
তনু হা করে করে পাহাড় দেখতেছে,হঠাৎ তনুর মনে হলো সে সিয়ামকে দেখলো,না,ও এখানে কেন আসবে,,ধুর,তনুর কেমন জানি ভয় লাগতে লাগলো,এক দৌড়ে গিয়ে শিশিরের কাছে গিয়ে শুয়ে পরলো,
শিশির -কি হয়ছে??
তনু-কিছু না,
শিশির -আচ্ছা, fresh হয়ে নাও, নিচে হোটেলে গিয়ে খাবো
তনু-আচ্ছা,
তনু শাড়ী হাতে নিলো,না??শাড়ী পরুম না,পাশের রুমে এক কাপল আসছে,মাইয়া জিন্স আর টপস পরছে,আমি তো জিন্স পরতে পারি না,শরম লাগে,
শিশির-এই কি বিরবির করতাছো???
তনু-??কি পরবো??
শিশির-যেটা ইচ্ছা পরো,
তনু মুখ বাঁকা করে একটা লং থ্রি পিস নিলো,সেটা পরে বেরিয়ে এলো,
শিশির T-Shirt পরলো,
দুজনেই নিচে গিয়ে খেতে বসলো,
তনু-প্লিস এখন খেয়ে সমুদ্র দেখতে যাবো
শিশির-ওকে
ওরা খেয়ে নিয়ে ওখানে গেলো,
তনু তো পানি দেখে ঝাঁপিয়ে পরলো,পুরা ভিজে গেছে,শিশিরকে টান দিয়ে ভিজিয়ে দিছে,
শিশির অনেক কষ্ট ওরে ছাড়াইছে,
তনু এখনও পানিতে শয়তানি করতেছে কতোগুলা বাচ্চার সাথে,শিশির চেষ্টা করেও ওরে আনতে পারছে না,দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে,
শিশিরের মনে হলো তনুর তো গায়ে জ্বর,এখন আবার পানিতে এতক্ষন থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে,শিশির তনুর কাছে চলে গেলো
শিশির-তনু,চলো অনেক হয়সে
তনু-নাহ,অনেক মজা লাগতেছে,আসেন আপনিও আসেন
শিশির-বুঝছি এভাবে মানবে না,
কোলে নিতে যাবে এক দৌড়ে চলে গেলো,ধুর,আজ জ্বর বারাইয়া ছাড়বে,
তনু লাফাইতেছে,শিশির এসে বালুতে বসে পরলো,তনু কিছুক্ষন পর এসে শিশিরের পাশে বসে ওর কাঁদে মাথা রাখলো,
তনু-বাসায় যাবো,খারাপ লাগতেছে,
শিশির-ওকে
তনু হাঁটতে পারছে না,শিশিরের হাত ধরে হোটেলে আসলো,রুমে ঢুকতে না ঢুকতেই নিচে পড়ে গেলো,
শিশির -তনু!কি হয়সে??
তনু-মাথাটা ধরছে
শিশির-দেখি,ইস জ্বরে গা পুড়ে যাচ্ছে, আমি ১০০বার মানা করসিলাম,শিশির তনুকে উঠিয়ে বিছানায় বসালো,তনু ঢলে পরছে,শুয়ে পরলো বিছানায়,শিশির গিয়ে নাইট ড্রেস আনলো,তনুর গায়ের জামা পুরা ভিজে গেছে,শিশির change করে দিলো,তনু আবলতাবল কথা বলে যাচ্ছে,শিশির ঔষধ এনে তনুকে উঠালো,
তনুকে ঔষধ খাইয়ে দিয়ে শুইয়ে দিলো,শিশির change করতে চলে গেলো,
তনু-উফ মাথাটা ধরছে,কেমন সব গুলিয়ে আসছে,?তনু ঝাপসা দেখছে সব,ওর মনে হলো কেউ ওর কাছে এসে দাঁড়ালো,
তনু-শিশির
—???????
তনু-হালকা হালকা দেখে বুঝলো শিশির না, গন্ধ টাও অন্যরকম,তনু চিৎকার দিয়ে উঠলো,শিশির বাথরুম থেকে দৌড়ে আসলো,
শিশির-কি হয়সে??
তনু-এখানে কেউ ছিলো,এখানে বলতে বলতে তনু senseless হয়ে পরলো,
শিশির তাড়াতাড়ি করে doctor কে কল করলো,
doctor আসলো,
Doctor -জ্বরের কারনে এমন হয়ছে,আমি injection দিয়ে দিছি,ঠিক হয়ে যাবে,
শিশির-ওকে thanks
শিশির তনুর পাশে বসলো,উফ মেয়েটা কোনো কথা শুনে না,ঘুরতে এসে জ্বর করে নিলো
সিয়াম আসলো,শিশিরকে মেরে ফেললো,তনুকে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো,
তনু-নাহহহহহহহহহ!!!!
শিশির-কি হয়সে??তনু?তনু
তনু-(ওহ এটা স্বপ্ন ছিলো)না কিছু না,
শিশির তনুকে জড়িয়ে ধরলো,
শিশির-আমি আছি না,কিছু হবে না,বসো,চা আনতেছি,মাথা ব্যাথা কমে যাবে,,
চলবে♥
(দুইদিন গল্প দিতে পারি নি সরি,??,তাই Next part আজকে দিয়ে দিবো)
Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_42
তনু-না,আমাকে একা রেখে কোথাও যাবেন না,
শিশির-ওকে,কল করে order করছি,
চা আসলো,শিশির বাথরুমে,
তনু উঠে দরজা খুললো,চা নিলো,,,waiter টা তাকিয়ে আছে কেমন করে,তনু গায়ের উড়না টেনে ঠিক করলো,
শিশির-কে আসছে??waiter শিশিরকে দেখে চলে গেলো,
তনু-কেমন চিনা চিনা লাগছিলো
শিশির-আসো চা খাই,আর তোমাকে উঠতে কে বলছে?
তনু ঘোরের মধ্যে আছে,
চা খেয়ে নিলো,
শিশির -আজ rest নাও,
তনু-না ঘুরতে যাবো,
শিশির-একদম না,তোমার শরীর এখনও দূর্বল,
তনু-না পারবো,
শিশির-কই যাবা?
তনু-সাফারি পার্ক??
শিশির-ওকে,রেডি হও,নিচে গিয়ে খেয়ে বের হবো,
তনু-ওকে,,
শিশির- এই নেন,
তনু-কি এগুলা?
শিশির-লং ফতুয়া আর legins,
তনু-এটা কখন নিলেন?
শিশির-যখন আপনি ঘুমে ছিলেন তখন,
তনু-আমাকে একা রেখে?
শিশির-জী না,দরজায় লক করে চাবি নিয়ে গেসিলাম,
তনুর খুশিতে লাফাতে ইচ্ছা করছে,তাড়াতাড়ি রেডি হয়ে নিলো,,বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে শিশির hang,,
শিশির হা করে তাকিয়ে রইলো,
তনু-কি??
শিশির-পুরাই বুবলি
তনু-?আমি কিন্তু অপুর ঘর ভাঙি নাই?
শিশির-জী আর আমিও শাকিব খান না,
তনু-আচ্ছা
তনু হাঁটা ধরলো শিশির টান মেরে নিজের কাছে নিয়ে এলো,
তনু-আরে কি হয়সে?
শিশির-হানিমুনে কেন আসছি্
তনু-ঘুরতে
শিশির-ওহ তাই??আর কিছু না?
তনু-আর কি??
শিশির-দেখাচ্ছি
শিশির তনুকে দেওয়ালের সাথে মিশিয়ে নিলো,
তনু-আআআমরা এএএএখন ঘুরতে যাবো না??
শিশির-হ্যাঁ যাবো, তার আগে important কাজ টা করে নিই,
শিশির তনুর মুখ ধরে টেনে কিস করতে লাগলো,???????????তনু শিশিরকে হালকা করে ধরে আছে,আজকে আর জোরে সোরে ধরার শক্তি তনুর নাই,অসুখে দূর্বল হয়ে গেছে,,,শিশির অনেক্ষন পর ছেড়ে দিলো,
শিশির- বাকিটা রাতে,এখন চলেন,
তনু খিলখিল করে হেসে দিলো,হাসতে হাসতে বিছানায় বসে পরলো,
শিশির-কি হয়সে??
তনু উঠে শিশিরের হাত ধরে আয়নার সামনে দাঁড় করালো,
শিশির-ইস?আমার ঠোঁট টা পুরা রেড কালার হয়ে গেছে
তনু-আমার পুরা লিপ্সটিক খেয়ে ফেলছে আর নিজের ঠোঁটেও লাগিয়ে নিসে,??????
শিশির ঝাঁপটে ধরলো তনুকে,টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে দুহাত চেপে ধরলো,
তনু-??,লাগছে ছাড়ুন?
শিশির তাকিয়ে আছে, মুখে দুষ্টুমির হাসি,
তনু-ছাড়ুন না?
শিশির এক টান দিয়ে তনুর ওড়না গা থেকে নিয়ে নিলো,শিশির মুচকি হেসে ছেড়ে দিলো তনুকে,ওড়না নিয়ে ঠোঁট মুছে ফেললো,,
শিশির-নেহাত পার্কে যেতে লেট হয়ে যাবে নইলে আজ তোমার খবর করে দিতাম,
তনু উঠে গিয়ে বললো
তনু-হুহ???
দুজনে নিচে গিয়ে খেয়ে নিলো,,,
বাসে উঠলো,,,পাশের সিটে বসছে একটা কাপল,
ইরা-হাই হাউ আর ইউ?
শিশির কিছু বলতে যাবে তনু খাঁমছে ধরলো,
তনু-ফাইন,,ইউ??
ইরা-ফাইন,আপনারা তো আমাদের পাশের রুমে বুকিং দিসেন না??
তনু-জী,
ইরা তনুকে দেখে হেসে দিলো,
ইরা-জিন্স পরতে পারতেন তো,
তনু-জী পারতাম,আসলে পার্কে কতো জায়গায় হাঁটতে হবে বসতে হবে, এতো টাইট জিন্স পরে তো চেয়ার ছাড়া বসা পসিবল না,তাই না???ক্যাত করে ছিঁড়ে গেলে কি হবে??
ইরা-?
শিশির-?
তনু-?
ইরা-তো কিছু খাবেন??আমি কেক আর কোক আনছি,
তনু-আরে না,thanks,আমি আরও অনেক কিছু আনছি,
তনু শুনো ব্যাগ টা ধরো তো
শিশির-হুম
তনু একেক করে কোক বের করলো,কেক বের করলো,বিস্কুট বের করলো,জুস বের করলো,চিপস বের করলো,চকোলেট বের করলো,
ইরা-Omg!এতো কিছু??
তনু-হুদা আমি খাইলে তো চলবে না,জামাই আছে ওরেও তো খাওয়াতে হবে,
শিশির-এতো কিছু কবে ভরলো ব্যাগে??
পার্কে গিয়ে গাড়ি থামলো,
শিশির আর তনু পার্ক হাঁটতেছে,
শিশির-ঐ কাপল টাকে রেখে দৌড় মারলা কেন?
তনু-ওরা কি আমাদের সাথো আসবে??ফটর ফটর করে খালি,শুধু আমি আর তুমি,
শিশির-জী,
তনু হাঁটতেছে ঠাস ঠুস করে,
শিশির-মাগো মা, একটু থামো,পা ব্যাথা হয়ে গেছে,
তনু-আসেন ওখানে বসি,
শিশির-হুম
তনু-বাব্বাহ কি ঘন জংগল,,এখানে এক রাত কাটানো যাবে?
শিশির-হ্যাঁ পশু পাখিদের বাসা আছে ওখানে কটেজ করে থাকবো,
তনু-??
তনু-এই বাঘ দেখবো চলেন না pls,,
শিশির-একটু বসি,শিশিরের কল আসলো,কথা বলতে লাগলো,
তনু-ধুর কাছেই তো আমি গিয়ে দেখে আসি,
তনু চুপিচুপি গিয়ে বাঘ দেখলো,বাঘ টা একদম কাছে ছিল,
তনু-আল্লাহ গো!!!!শিশু গো!!!!!
তনু দৌড়ে দৌড়ে আসতেছ,
শিশির-Mr.Roy রাখতেছি,কি হয়সে তনু???
তনু দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরলো।
তনু-বাবাবাঘঘঘ
শিশির-কই??
তনু-আমি কাছ থেকে দেখতে গেসিলাম,এতো জোরে গর্জন দিলো,ভয় পাইছি,মনে হলো আমারে খায় ফেলবে,
শিশির-ধুর পাগলি,আর আমাকে রেখে গেলা কেন??
তনু-আমি ভাবলাম?
শিশির-আচ্ছা ঐদিকে চলো, হাতি দেখবো,
তনু-আচ্ছা?
চলবে♥