Crush যখন বর?part 31/32/33

0
3740

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_31
শিশির-এটা আমার বাক্য?
তনু- মা??
শিশির পিছনে তাকালে,
তনু উঁচু হয়ে শিশিরের মাথায় চুমু দিলো,দিয়ে একটা দৌড় দেওয়া ধরলো শিশির হাত ধরে ফেললো,
তনু-?
শিশির-আমার আদর তো দিতে দাও
তনু-কাজ আছে
শিশির-আগে আমার কাজ
তনু-?????
শিশির একটান দিয়ে নিজের বুকে নিয়ে এলো,
তনু শিশিরকে জড়িয়ে ধরলো.
শিশির তনুর মুখ ধরে নিজের দিকে ফিরালো,
তনু মুচকি হেসে শিশিরের জুতার উপর পা রেখে উঁচু হলো,
তনু-বেশি ওজন?
শিশির-নাহ চিকনা মাইয়া সমস্যা নাই
তনু-নাতাশা কখনও এমন করসে?
শিশির-আবার নাতাশা?
শিশির তনুর হাতটা ছেড়ে দিতেই সাথে সাথে ঠাসসস!!
তনু নিচে পড়ে গেলো,
তনু-এ্যা????????
শিশির- সরি সরি সরি,আমি জানতাম না তুমি পুরোপুরি আমার উপর ভর দিয়েছো,হাত ছাড়তেই যে পড়ে যাবা বুঝি নাই,সরি,ব্যাথা পাইসো
তনু-???????হারামী?????এ্যা?????
মা-কিরে তনুর কি হয়সে?পড়ে গেলি কিভাবে
শিশির-?????আল্লাহ জানে এখন যদি আম্মুকে বলে দেয়
তনু-তোমার ছেলে**
আর কইতে দিলো না শিশির
শিশির-ইয়ে মানে floor পিছলা ছিলো,তাই
তনু-একদম না,আম্মুতোমার ছেলে আমাকে ঠিক মতো ধরতে পারে নাই তাই পড়ে গেসি,
মা-??শিশির তুই তনুকে ধরস নাই কেন পড়ে যাওয়ার সময়?
শিশির -আরে আমি কি জানি ও এমন করে পড়বে
তনু-এ্যা???
মা-কিরে বেশি ব্যাথা পাইছস?
তনু-মা তুমি যাও, উনি আমাকে কোলে তুলে রুমে দিয়ে আসবে,আর তোমাকে এই অবস্থায় বিছানা থেকে উঠতে কে বলছে?তোমার পায়ে ব্যাথা না?
মা-আচ্ছা আচ্ছা যাচ্ছি
মা চলে গেলো,
তনু শিশিরের কলার ধর টেনে নিচে বসালো,
তনু-এই Mr.Sisir আমি জানি না তুমি নাতাশার লগে কি কি করসো,যা যা জিগামু সঠিক সঠিক ans দিবা,নইলে আম্মুর বাসায় চলে যাবো একদম,
শিশির-শুনো আমি নাতাশার সাথে কিছু করি নাই,কিস ও না,আমার এসবের প্রতি কোনো interest নাই
তনু-ও তাই আপনার frdরা আপনাকে হিজলা বলে?
শিশির -এই চুপ,ওরা মজা করে বলে,
তনু-হিহিহি,
তনু শিশিরের কে টেনে নিজের কাছে আনলো,
শিশির-ব্যাথা পাইসো?
তনু-?একটু
শিশির কোলে তুলে নিলো,
তনু-?হুহ,
শিশির রুমে এনে চেয়ারে বসিয়ে,দুহাত চেয়ারের দুই হাতায় রাখলো,
শিশির -আদরের ১২টা বেজে গেলো,আমি যাই
তনু হাত ধরে ফেললো
তনু-না
শিশির-তাইলে?
তনু-কাছে এসো,কাছে এসো,কাছে এসো নাাা??
শিশির-আর কিছু?
তনু-??
শিশির কাছে আসলো,হুম বলেন
তনু শিশিরের মুখ ধরে তাকিয়ে রইলো,
শিশির -কি?
তনু-ফুুুু ফু ফু
শিশির-এই কি করছো?
তনু-দোয়া পড়ে ফু দিয়ে দিলাম,দিন দিন আরও handsome হয়ে যাচ্ছেন,কোন শাকচুন্নি আবার আসে আল্লাহ জানে,
তনু শিশিরের ঠোঁট স্পর্শ করলো হাত দিয়ে,ওর ঠোঁট নিয়ে খেলছে??
শিশির-????
তনু-হিহিহি
শিশির এবার গেলো রেগে,খপ করে ধরে চেয়ারের সাথে চেপে ধরলো,
তনু-শিশি
শিশির-চুপ!
শিশির চুলের মুঠি ধরে নিজের কাছে এনে থুতনিতে জোরে সোরে একটা কামড় বসিয়ে দিলো,
তনু-আম্মুউউউউউউউ
শিশির হাসতে হাসতে অফিসে চলে গেলো,
মা-কিরে তনু কি হয়সে
মীম ও আসলো,
মীম-কি হয়ছে ভাবী?
তনু মুখ ঢেকে ফেললো
তনু-কিছু না মা,ঐ তেলাপোকা দেখসিলাম,
মা-সখি, ঐ সখি
সখি-জী আপা
মা-তেলাপোকার spray করে দাও,তেলাপোকা বেড়ে গেসে,তনু ভয় পাইসে,
মীম-ভাবী মুখে হাত দিয়ে রাখছো কেন?
তনু-ইয়ে মানে,আসলে ভয়ে ভয়ে,
মীম-তো আমরা আছি, এখন সরিয়ে ফেলো,
তনু-হুম,,
সবাই চলে গেলো,
তনু আয়নার সামনে গেলো দেখার জন্য
তনু-একি????দাগ হয়ে গেছে???আমি এখন সবার সামনে কি করে যাবো,???
কি করে???
আমার কতো কিউট গাল টা কেমন লাগতেছে,পাউডার দিয়ে চেপে দি,হালকা হবে দাগটা,
হুম perfect , হালকা হালকা লাগে??আজ খবর আছে শিশিরের,
মা-তনু মা খেতে আয়
তনু-আসতেছি
সবার সাথে খেতে বসলাম,
মীম-ভাবী
তনু-হুম বলো
মীম-ভাবী তোমার গালে কে কামড় দিছে,
তনু-?????
মা-কেন কি হয়সে?
মীম-মা দেখো ভাবীর থুতনিতে কেমন কামড়ের দাগ বসে আছে,
মা ভালো করে দেখে চুপ হয়ে গেলো,মুচকি হাসলো,
মা-মীম নিজের খাবার খাও
মীম-কেন মা?
মা-চুপ
তনু লজ্জায় শেষ,
তনু উঠে দৌড় মারলো
মীম-কি হলো?
মা-তোর এতো জানা লাগবো না,খা

বিকালে♥
শিশির বাসায় আসলো,
রুমে ঢুকার সাথে সাথে তনুর পিছন থেকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে নিজে উপরে উঠে গেলো,
শিশির -আরে আরে কি করছো?
তনু-তোর জন্য আজ আমার কতো লজ্জায় পড়তে হলো,
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_32
শিশির -কি করসি??
তনু-কি করছস না?
তনু নিচু হয়ে শিশির গাল ধরে দিলো একটা কামড়,এবার গালের আরেক সাইডে কামড় দিলো,
শিশির -ouch!এতো জোরে কামড়াও কেন?
তনু খিলখিল করে হাসতেছে উঠে গেলো,শিশিরের হাত ধরে উঠিয়ে আয়নার সামনে দাঁড়া করালো
শিশির-?????কোমন দাগ করে ফেলছো,আমি শেষ,অফিসে যাবো কিভাবে???
তনু-এবার ঠেলা বুঝো,
তনু হাসতে হাসতে চলে গেলো,
বিকালে নাস্তা শেষে তনু রুমে এলো রেডি হওয়ার জন্য
তনু-কই আপনি?রেডি হন,যাবেন না?
শিশির-??এই ফেস নিয়ে?
তনু-তো?ফাইন আমি একা চলে যাই
শিশির-না যাবো,ওয়েট
শিশির রেডি হয়ে নিলো
তনু-মা আসি,,পরশু চলে আসবো
মা-সাবধানে যাস,
শিশির চোরের মতন যাওয়ার সময় মীম এসে সামনে দাঁড়ালো
মীম-ওমা একি ভাইয়া?তোর মুখের এই অবস্থা কেন?
মা-কেন রে কি হয়সে?
তনু-????????
শিশির -সর,
মা-এই দাঁড়া,দেখি
মা-????,তনু মা আমার পোলাটারে এমন করে কে কামড় দিছে,
তনু-?????
শিশির-আমি যাই
তনু-আমিও আসি মা
গাড়ীতে♥
শিশির -তোমার আজ খবর আছে
তনু-???
শিশির Mask পড়ে নিলো,
বাসার আসলাম
আম্মু-শিশির তুমি এমন mask পড়ে আছো কেন?
শিশির-আসলে air pollution বেড়ে গেসে তাই একটু সমস্যা হচ্ছে
মা-আহারে
তনু-????
মা-এই তোর থুতনিতে কি হয়সে?
তনু-??ইয়ে মানে পিঁপড়া কামড় দিসে
মা-এমন করে?
তনু-হ জানি না,খাবার দাও
তনু এক দৌড়ে চলে গেলো
শিশির-??
ডানিং এ
শিশির-ওয়াও খুব মজা হয়সে
তনু-?????
মা-তনু বানিয়েছে
শিশির তনুর দিকে তাকালো,তাকিয়েই রইলো,
তনু আজ লজ্জা পেলো,ওখান থেকে চলে গেলো,
শিশির খাওয়া শেষে রুমে আসলো,তনু জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখতেছে,
শিশির পিছন থেকে এসে জড়িয়ে ধরলো,
তনু পিছনে তাকিয়ে শিশিরের দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকালো,
শিশির তনুর কাঁধ থেকে চুল সরিয়ে কাঁধে চুমু খেলো,
তনুকে নিজের দিকে টেনে ধরলো,
তনুকে আজ অন্যরকম লাগতেছে,
তনু পড়ে যাওয়া ধরলো শিশির ধরে ফেললো
শিশির-কি হয়সে তনু?এমন করতেছো কেন?
তনু শিশিরকে জড়িয়ে ধরলো,
শিশির কোলে তুলে নিলো তনুকে,বিছানায় নামিয়ে দেওয়ার পর তনু উঠে হাঁটু গেড়ে শিশিরের কাছে গেলো,
শিশির দাঁড়িয়ে আছে,
তনু শিশিরের shirt এর সবগুলা বোতাম খুলে ফেলে ফ্লোরে ছুড়ে মারলো,শিশিরকে টেনে বিছানায় শুইয়ে দিলো,শিশির শুধু তনুর কর্মকান্ড দেখছে আর হাসছে
তনু গিয়ে শিশিরের বুকে শুয়ে পরলো
শিশির-কি হয়ছে পাগলী?
তনু আবার উঠে গেলো,
উঠে শিশিরের বুকে আলতো করে কামড় দিতে লাগলো,
শিশির অবাক হচ্ছে না একদম,কারন তনু আগে থেকেই সব নিজে নিজে করতো,কিন্তু আজ তনুকে অন্যরকম লাগছে,
তনুর কামড় গুলা এবার জোরে হয়ে যাচ্ছে, শিশির বুঝতে পেরে ওকে ধরে শুইয়ে দিলো,তনু আবার উঠে গেলো,উঠে আলমারীর সামনে গেলো,একটা নাইট ড্রেস নিলো,
শিশিরের সামনে গিয়ে শাড়ী খুলে ফেললো,
তনু-আমি এটা পড়বো,
শিশির-হুম পরেন
তনু এবার ব্লাউজ খুলতেছে,
খুলে ফেলে দিলো,Night dress টা পরলো,পরে শিশিরের পাশে গিয়ে বসে ওর দিকে তাকিয়ে রইলো,
শিশির-আচ্ছা বলোতো কি হয়ছে তোমার??
তনু-নেশা,শিশিরের নেশা
শিশির-মদ খাইলা নাকি?
তনু-হুম
তনু night dress এর উপরের part খুলে ফেলে দিলো,
শিশিরের মুখটা ধরে তাকিয়ে রইলো ড্যাবড্যাব করে,
ওর কাছে গেলো,
তনু-আজ নিজে থেকে কিস করবি নইলে দাঁত ভেঙে দিবো
শিশির তনুর মাথা ধরে ওর ঠোঁটের দিকে এগোলো,ওর থেকে একটা গন্ধ আসতেছে,মদ!!!
তনু মদ পাইলো কই??
তনু-উমম কিস করস না
শিশির ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিলো,
তনুর চোখ বন্ধ
হাত একটা উঠানো ধরলো,শিশিরের চুল টানার কথা মনে পড়ে সে হাত টা উঠাতে দিলো না,চেপে ধরলো,তনু আরেকটা হাত উঠিয়ে শিশিরের গাল ধরলো,
১০মিনিট♥♥♥
২০মিনিট♥♥♥♥
তনু ছাড়তেছে না দেখে শিশির ছাড়লো,একি ও তো ঘুমায় গেসে?
থাক ভালো হয়সে,মদের নেশা কাটুক,
বাই দ্যা ওয়ে ওরে মদ খাওয়াইলো কে?
শিশির তনুকে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিলো,
(এবার আসি 1hour আগের ঘটনায়)
শিশিরের তাকানো দেখে তনু যখন নিজের রুমে আসছিলো,
তার ভাই রিসাদের রুমে গিয়ে দেখলো এক গ্লাস ভর্তি মদ,তনু ভাবতেও পারেনও এটা মদ ছিলো,কোক ভেবে খেয়ে নিয়েছে,রিসাদ মাঝে মাঝে মদ খায়,মদ টা রেখে wash roomএ গেসিলো,আর তনু এসে সব খেয়ে ফেলছে,
♥পরেরদিন সকাল
তনু-উফ মাথাটা?একি???আমার গায়ে এগুলা কি,?
কি হয়ছিলো কাল রাতে?ইস,আমার কতো ইচ্ছা ছিলো ?সব মাটি,
উনি কই?
আমার বালিশের পাশে একটা চিঠি
তনু♥
আমি অফিসে যাই,উঠে খেয়ে নিও,লেবুর রস এক গ্লাস খেও,চাও খেও মাথা ব্যাথা কমবে,
তনু-আমার মাথা ব্যাথা উনি জানেন কিভাবে?
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_33
তনু- ধুর ভালো লাগে না,Sisu কেমনে আদর করসে কিছুই তো মনে আসতেছে না?
শিশির কল দিলো
তনু-হুম, খাইসেন?
শিশির-হুম,তুমি?
তনু-মাত্র উঠলাম,
শিশির-আমি সন্ধ্যায় আসবো
তনু-শুনুন
শিশির-বলো
তনু-না কিছু না,আসলে বলবো
শিশির-ওকে,
মা-তনু মা আমি কাজ করতেছি,দরজা টা খুল,কে আসছে দেখ তো,
তনু-ওকে,,
উঠে গিয়ে দরজা খুললাম,,কেউ তো নাই,????
আবার দরজা দিয়ে দিলাম,,একটা মেসেজ আসলো,
তনু,,
তোমার বিপদ তো সামনে
তনু-মানে???
এই Number টা কার???কল দিলাম,off,
আজ কেন জানি সাজতে মন চাইতেছে,
আলমারি থেকে একটা শাড়ী নিলাম,নেটের শাড়ী,,নেটের শাড়ী পরলে শিশির কেমন করে তাকায় থাকে,আমার কাছে সেই লাগে??
হুম,কালো শাড়ী,আজ শিশিরের মাথায় আগুন ধরাই দিবো,
টিপ পরলাম,চুল ছেড়ে দিলাম,রিসাদকে দিয়ে গোলাপ আনছি,খাট টাকে সুন্দর করে সাজালাম,
উফ এখনও আসতেছে না কেন?
সন্ধায়♥♥♥♥♥♥♥♥♥
শিশির বাসায় আসলো,রুমে গিয়ে দেখলো তনু খাটে হেলান দিয়ে ঘুমাচ্ছে,,
শিশির তনুর দিকে হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো,কি করেছে তনু?আগুন,,,ঘুমন্ত অপ্সরী লাগতেছে,
শিশির ব্যাগটা সাইডে রেখে তনুর কাছে গেলো,হাঁটু গেড়ে নিচে বসে পরলো,,
তনুর মুখ দুই হাত দিয়ে ধরলো,,
আমি,,,আমি,,,তোমাকে,,,, ত,,
তনু-?থাক বলতে হবে না,
তনু চোখ মেলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলো,
শিশির-পারবো না বলতে,
শিশির উঠে গেলো,
তনু পিছন পিছন গিয়ে হাত ধরে ফেললো,
শিশির তাকালো তনুর দিকে
তনু-ভালোবাসি বলতে হবে না,,,,ভালোবাসা দিতে হবে,
শিশির মুচকি হেসে দিলো,তনুর কাছে গেলো,
তনু ফোন দেন,
শিশির -কেন?
তনু-আজ আমি কোনো বাধা চাই না,
তনু শিশিরের ফোন off করে দিলো,
শিশির-আবার কই যাও?
তনু-দরজা লাগাবো না??
শিশির-?
তনু দরজা লাগায় দিয়েই এক দৌড়ে শিশিরের কাছে চলে এলো,শিশির তাকায় আছে
তনু-হুম
শিশির -হুম
তনু-ধুর!এটাও আমার করা লাগবো,
তনু শিশিরের shirt এর সব বোতাম খুলে ফেলে দিলো,
তনু-হিহি?
শিশির-কি?
তনু-কিছু না বলেই তনু শিশিরকে দেওয়ালের সাথে ঠেকে ধরলো,
শিশিরের গলার পিছন দিয়ে হাত নিয়ে শিশিরকে নিজের কাছে এনে কিস করতে যাবে তখনই
তনু-এ্যাই
শিশির-কি?
তনু-কাল কি সব হয়ে গেসে?
শিশির-কি?
তনু-কাল কি হয়সে আমার মনে নাই,ঘুম থেকে উঠে দেখলাম আমার গায়ে Night dress
শিশির -হ্যাঁ আপনি মদ খেয়ে কেয়ামত করছিলেন,
তনু-কি করসি?
শিশির-অনেক কিছু
তনু-এসব কিছু করসি,I mean সব কি??
শিশির-নাহ তেমন কিছু না,
তনু-যাক,তাইলে ভালা
এটা বলেই শিশিরের গালে একটা চুমু দিয়ে দিলো,
শিশির-মাঝেমাঝে কি যে করো না তুমি,
তনু-সব তো আপনার জন্যই
তনু শিশিরের গাল টিপে ধরে ঠোঁটের কাছে গেলো,
শয়তানি হাসি দিয়ে একটা কামড় বসিয়ে দিলো,
শিশির-ওরে দুষ্টু,আমার ঠোঁট ছিঁড়ে গেসে মনে হয়,শিশির আর কিছু বলতে যাবে ততক্ষনে তনু নিজের ঠোঁট শিশিরের ঠোঁটের সাথে মিলিয়ে দিসে,
শিশিরের আজ প্রথম দিনের কথা মনে পড়ে গেলো,
শিশিরের হাত তনুর কোমড়ে,আস্তে আস্তে নেটের শাড়ী সরিয়ে পেটে হাত দিয়ে তনুকে কাছে টেনে নিলো,
তনু এক ঝটকায় ছেড়ে দিলো,
শিশির-কি হলো আবার?(ঠোঁট মুছতে মুছতে)
তনু-হারামী,শয়তান ছেলে আমার পেটে হাত দেন কেন?
শিশির-তো কি করবো?
তনু-আমার ঐ জায়গায় কুতুকাতু লাগে,?
শিশির-ও?
তনু আবার কিস করতে লাগলো,,এবার শিশির হাত উপরে করে রাখছে,
তনু শিশিরের হাতটা ধরে কোমড়ে রাখলো,
শিশির কিস করতে করতেই তনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলো,
শিশির লাইট off করতে যাবে তখনই
তনু-এ্যাই লাইট off করেন কেন?
শিশির-তো কি করবো?
তনু-আমার ভয় লাগে,
শিশির-কপাল রে কপাল
তনু-???
শিশির তনুর কাছে গিয়ে শাড়ীতে হাত দিলো,খুলতে লাগলো
তনু-উফ এতো আস্তে আস্তে টেনে টেনে খুলেন কেন??কিচ্ছু পারে না এই ছেলে তনু শিশিরকে ফেলে ঠাস ঠুস করে শাড়ী খুলে বসে পরলো
শিশির-?কি মেয়েরে বাবা
তনু-?
শিশির-(এতো কিছু কেমনে জানে)
শিশির তনুর কাছে গিয়ে ওর কানে চুমু দিলো,
এবার ওর চোখ গেলো কাঁধের তিলটার দিকে,
ওমনি তনু সরে গেলো,
শিশির -?
তনু-হ্যালো রিতু,বল তারপর কি করবো?আচ্ছা ওকে
শিশির-মানে?
তনু-আরে এতদিন আমার frd রিতু আমাকে বলে দিসিলো,কিস টিস কেমনে করে,আমি তো জানি না,
শিশির-ও বুঝলাম,এই পিচ্চি মেয়ের মাথায় এগুলা আসলো কোথা থেকে,তা এখন কি শিখায়লো?
তনু-বলছে এরপর তুমি করবা, আমার কিছু করতে হবে না,
শিশির-ওহ?
শিশির তনুর তিলটাতে কিস করলো
তনু চোখ বন্ধ করে ফেললো,
শিশির তনুর গলার দিকে গেলো কিস করতে করতে তখনই একটা মেসেজ আসলো তনুর ফোনে
তনু,,
মৃত্যু খুব কাছে
তনু শক খাওয়ার মতন তাকিয়ে রইলো
শিশির-কি হলো
তনু শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরলো,কান্না করতে লাগলো
শিশির-কি হয়সে তনু???কাঁদো কেন?বলো আমাকে
তনু-আমার ভয় লাগছে খুব
শিশির-আমিতো আছি পাগলি, এতো ভয় পাও কেন
শিশির তনুর চোখের পানি মুছে দিলো,
চলবে♥
(আমি নানু বাড়ি আসছি,একটু নেট ও নাই,উঠানে,পুকুরে, সব জায়গায় দৌড় মারছি তাও নেট দেয় না,তাই গল্প post দেওয়া যাচ্ছে না, ??সরি,অনেক কষ্টে আজ একটু নেট পাইছি?তাই দিতে পারলাম)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে