Crush যখন বর?part 28/29/30

0
3616

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_28
তনু-?
শিশির তনুকে দেওয়ালের সাথে মিশিয়ে ফেললো,
এবার ওর হাত shirt এর বোতামের দিকে গেলো,
শিশির টেনে ৩টা বোতাম খুলে ফেললো,,
খুলে তনুর আরো কাছে চলে গেলো,
তনুর শ্বাস নিশ্বাস বেড়ে গেছে,
শিশির দুষ্টুমির হাসি দিয়ে একটান দিয়ে পেঁচানো উড়না টা খুলে ফেললো,
তনু-????
শিশির মুচকি হেসে দেখতে লাগলো তনুকে,
তনু-Pls এভাবে তাকাইয়েন না,আমি যে মরে যাবো,
শিশির-তাহলে আজ মেরে ফেলি
তনু চোখ বন্ধ করে ফেললো,
শিশির তনুর ঘাড়ে চুমু দিলো,চুমুটা ছিলো গভীর,তনু শিউরিয়ে উঠে শিশিরকে ধরলো,
শিশির shirt টা টেনে কাঁধ থেকে সরালো,তিল একটা দেখা যাচ্ছে,একদিন তনু এলোমেলো হয়ে ঘুমাচ্ছিলো,ব্লাউজ সরে তিল টা দেখা গিয়েছিলো,
শিশির তিলটার দিকে তাকিয়ে আছে,তিলটাতে কিস করলো,
তনু-আমার তিল??
শিশির-হ্যাঁ তোমার তিল,আর আমি তাতে কিস করসি,
তনু-????
শিশির-btw তুমি জানো কেমনে এখানে তিল?
তনু-বারে আমার তিল আর আমি জানবো না?
শিশির-আচ্ছা আর কই কই তিল আছে?
তনু-?পিঠের মাঝখানে,,হাতে,পায়ে আর ??
শিশির -আর?
তনু -কমু না
শিশির-কও শুনি
তনু-মাথায়?????
শিশির-মজা নেন?
তনু-উহু
শিশির তনুকে কোলে তুলে নিলো,,
খাটে নিয়ে বসিয়ে দিলো,,
এবার তনুর shirt এর বাকি বোতাম গুলোর দিকে তাকালো,
তনু-হা,,হা,,,ইচ্ছু?
শিশির-সর্দি আসলো কথা থেকে?
তনু-?
শিশির-তনুর চুল ধরে নিজের কাছে নিয়ে এলো,
শিশির তনুর কানে ফিসফিসে বললো,,,,Are you ready?,,,
তনু হুম বলতে যাবে তখনই কলিংবেল বাজলো,
শিশির-ধুর?
শিশির উঠে গেলো,উঠে দরজা খুললো,
,,,,,,,,,,,,,,,,,,,,,,Surprise.,,,,,,,,,,,,,,,,,,,,
শিশিরের সব Frd রা এসে হাজির,
তনু তাড়াতাড়ি করে shirt change করে শাড়ী পরে নিলো,
বের হয়ে এলো,
সাইমন-ভাবী কেমন আছেন?
তনু-জী ভালো,
রিয়া-শিশির কিরে আমাদের বিয়ের দাওয়াত ও দিলি না?
শিশির -আম্মু তাড়াতাড়ি করে ফেলছে সব,আর দিলেও কি তোরা আসতি?
রিয়া-তোর জন্য সব পারি জান খালি তুই বুঝলি না এটা বলেই রিয়া চোখ মারলো,(রিয়াও শিশিরের জন্য পাগল,শিশির ছেলেটা এমনি যে যেকোনো মেয়ে পাগল হয়ে যাবে)
রিয়া-শিশিরের সাথে গিয়ে ওর হাত ধরলো,বাহ দিনদিন আরও handsome হয়ে যাইতেছস
শিশির তনুকে দেখে চোখ কপালে উঠাইয়া ফেললো,
কারন তনু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে,শিশির উঠে দাঁড়িয়ে গেলো
তনু-(????এক পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি)
রিয়া-ভাবী কিছু বললেন?
তনু-(হ রে অনেক কিছু কইলাম,তুই বুঝবি না ফইন্নি?)নাহ কিছু না আপু
রিয়া-আহ আমাকে আপু ডাকিও না,আমি তো ছোট☺
তনু-আমিও তো ছোট???,তোমাদের থেকে ৪বছরের ছোট,গুরুজন দের সম্মান করা উচিত,☺☺?
রিয়া-???
শিশির-?
রিয়া-ভাবী আমি কিন্তু আজ তোমার হাতের রান্না খাবো,,
শিশির-ও একটু অসুস্থ, আমি order করে আনতেছি,
রিয়া-এটা ঠিক না,ভাবীর হাতের রান্না খাবো না???
তনু-(আমার অসুখ জেনেও আমার হাতের রান্না খাবি??)
আপু আমি তো রান্না মাশাল্লাহ ভালই করি এখন ঝাল একটু বেশি দিয়ে ফেলি,আমার বরটা না খুব ঝাল খেতে পছন্দ করে,
রিয়া-?হুহ আমিও অনেক ঝাল খাই
তনু-ওহ really, তো ঠিক আছে ঝাল পিঠা খাবেন?আমার হাতের?
রিয়া- অবশ্যই
তনু বাকিদের দিকে তাকালো
বাকিরা-না না আমরা ঝাল খেতে পারি না?
তনু-ওকে, আমি Special ঝাল পিঠা বানাবো রিয়া আপুর জন্য,
শিশির-আজ রিয়ার কপালে দুঃখ আছে?
তনু রান্না ঘরে গেলো, বুয়া!
বুয়া-জী আপা
তনু-যাও দোকান থেকে বোম্বাই মরিচ নিয়ে আসো,৫টা আনবা
বুয়া-আচ্ছা
তনু ভালো করে মরিচ দিয়ে ঝাল পিঠা বানিয়ে রিয়াকে দিলো,
রিয়া-শিশির তুমি আগে খাও
তনু-(ওরে সাবানা,আমার তীর আমার দিকেই মারস?)আরে আরে শিশিরকে ডাক্তার কয়েকদিন ঝাল খেতে মানা করসে,আসলে ও এতো ঝাল খায় মাঝে মাঝে prb হয়,আপনি খান,
রিয়া-পিঠা মুখে দিয়ে চিৎকার দিলো,ঝালললললল
তনু পানি এনে দিলো,
তনু-আপু তোমাকে আগেই বলসিলাম আমি ঝাল বেশি দি????মজা হয়ছে??
রিয়া পানি খাচ্ছে শুধু
সাইমন-শুধু শুধু ভাবীকে এই অসুস্থতার মাঝে খাটাইছস,
তনু-না ভাইয়া, রিয়া আপু তো শিশিরের বোনের মতন,আমার ননদ,এইটুকু আদর করতেই পারি,এটা বলেই শিশিরের দিকে তাকালো
শিশির -(কি বউ বিয়া করে আনছি?????)
তনু- মিষ্টি বউ ডিয়ার
শিশির অবাক হয়ে তাকালো তনুর দিকে,ওর মনের কথাও জানে?ওয়াও,এই মেয়ে দেখি সবজান্তা,
তনু-আপি, ও আপি আর পানি খায়বা??
রিয়া-না??
তনু-ওগো
শিশির-?কি?
তনু-রিয়া আপুর জন্য ঝাল পিঠা বানাতে গিয়ে আমার না হাত জ্বলতেছে????
শিশির-বুয়া বরফ আনো,
সাইমন-মলম লাগায় দে
শিশির -ওকে,
সবাই এখন তনুকে নিয়ে ব্যস্ত হয়ে গেসে,
তনু-(শিশির শুধু আমার,ওরে touch করার অধিকার ও আমার,যে মাঝখানে আসবে তারে খুব সুন্দর করে সরিয়ে দিবো,)
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_29
রাত ১০টার দিকে সবাই চলে গেলো,,
শিশির সোজা হেঁটে নিজের রুমে যাওয়ার সময় তনু পিছন থেকে shirt ধরে ফেললো,
শিশির-কি?
তনু-এতো মাইয়ার লগে Frdship করছেন কেন?
শিশির -ওরা সেধে সেধে frdship করসে তো আমি কি করুম?
তনু-হুহ ঢং,আমি বিয়ের আগে কতো মানা করসি যে টাংকি মারিয়েন মা,শুনছেন আমার কথা?
শিশির -আমি টাংকি মারি নাই?
তনু- মারছেন
শিশির -মারি নাই
তনু-মারছেন
শিশির এসে তনুর মুখ চেপে ধরলো,
শিশির -মারি নাই,চুপ একদম চুপ
তনু-????
শিশির- আসো খাবার খাবো,,ওদের খাইয়ে বিদায় করলাম আমরাই তো খেলাম না,
তনু-হুম
শিশির -কাল বিকালে আমরা ঢাকা থেকে চলে যাবো আমাদের বাসায়
তনু-ওকে,অনেকদিন আম্মু আব্বুকে দেখি না?আচ্ছা কাল সোজা আমার বাসায় যাবো
শিশির-ওকে,
শিশির চামচ দিয়ে খাচ্ছে
তনু-Hae???Meh mar jaba
শিশির বিষম খেলো
তনু-আরে আরে পানি খান,
শিশির-তুমি এমন করে তাকায় ছিলা কেন?
তনু-আমার জামাই,আমি তাকাবো না?
শিশির -তাই বলে এভাবে?
তনু-কিভাবে জান?
শিশির-??
তনু একটা আপেল নিলো,শিশিরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে,একটা বাইট নিয়ে নিজের ঠোঁটে একটা কামড় দিলো,
শিশির-?
তনু-ইস কি মজা
শিশির আবার বিষম খেলো
তনু শিশিরের কলার ধরে টেনে নিজের কাছে আনলো
তনু-কি জামাই??এতো বিষম খাও কেন??
শিশির-না মানে
তনু-হাহাহা??
শিশির -আমি fresh হয়ে আসতেছি
তনু-???Unromantic এর আলমারি?
শিশির বাথরুমের দরজা খুলে যেই পা বারাবে ওমনি তনু এসে সামনে দাঁড়ালো
শিশির-???
তনু-এতোক্ষন লাগে?
শিশির-change করসি,
তনু শিশিরকে এক ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে ফেললো,নিজেও ঢুকে গেলো,
শিশির-এই তুমি এমন করো কেন???
তনু-ওমা?ভয় লাগে নাকি?
শিশির-না?ভয় লাগবে কেন?
তনু-তাহলে চুপ!
তনু শিশিরের চুল ধরে style করতে লাগলো,
শিশির-পাগল হয়ে গেসো?
তনু-হ,তনু ফোন নিয়ে শিশিরকে ঝাঁপটে ধরে কয়েকটা Selfie তুললো,তুলে চলে গেলো,
শিশির পিছন পিছন গিয়ে দেখলো fbতে post দিসে,
Me And My husband???
Sisir Chowdhury আমার জামাই?
শিশির-এই caption দেওয়ার মানে?
তনু-?আপনি তো জানেন না,আল্লাহর কাছে কতো দোয়ার পর আমি আপনাকে পাইছি,খুশিতে আমার তো আমাদের সব momentএর পিক দিতে মন চায়???
শিশির -তো দাও?
তনুর মাথায় দুষ্টু বুদ্ধি আসলো,শিশিরকে টেনে বিছানায় বসালো,,ফোন সেট করে টেবিলে রাখলো,
তনু-হুম Mr,Sisir,আমাকে এখান থেকে কোলে নিয়ে খাটে বসান
শিশির-?পাগল হয় গেছে পুরা
শিশির উঠে তনুকে কোলে তুলে নিয়ে খাটে আনলো,
এবার তনুর গাল ধরে যেই কিস করতে যাবে,তনু এক দৌড়ে ফোন আনতে গেলো,
শিশির ঐ জায়গায় hang হয়ে বসে রইলো,
শিশির-উফ কোন কুলক্ষনে যে বুদ্ধিটা দিসি?
তনু-ওয়াও জোস হয়ছে??,না?আমার শাড়ীটা সুন্দর হয়নি??আচ্ছা change করে আসি
শিশির-????
তনু একটা জর্জেট শাড়ী পরে আসলো,
তনু-কোলে তুলে নেন আমাকে
শিশির-?আচ্ছা
শিশির আবার তনুকে কোলে তুলে নিয়ে খাটে বসালো,
তনু উঠে যাওয়া ধরলো এবার শিশির শক্ত করে ধরে আটকালো,
তনু-আরে আমার ভিডিও
শিশির তনুর মুখ চেপে ধরলো
শিশির-চুপ একদম চুপ,সারাদিন ২৪ঘন্টা বকর বকর,
তনুর মুখ চেপে ধরার পর ও কথা বলতেই আছে,
শিশির এবার হাত সরিয়ে তনুর মুখ টিপে ধরলো,,
তনু-?
শিশির এবার তনুর ঠোঁটে একটা কামড় দিলো,
তনু-আহ!?
শিশির মুচকি হেসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলো,?????????????????
তনু ৭মিনিট পর শিশিরকে জোরে খাঁমছি দিলো
শিশির-ouch!আবার কি?
তনু-আমার ভিডিও তো মনে হয় হয়তেছে,
তনু লাফ দিয়ে উঠে ফোন হাতে নিলো,
শিশির খাটের stand এ মাথা ঠুকতেছে,
শিশির- আপনারাই বলুন এমন মেয়ে আর কয়টা আছে?আমাকে ভালোবাসে,যে আমার কাছে আসতে চায় তারে ঠেলে বের করে দেয়,বাচ্চামি করে,??আবার আদর চায়,আদর করতে গেলো যতো শয়তানি আছে ওগুলা করে
তনু শিশিরের পাশে এসে বসলো,
তনু-আসুন আমরা ভিডিওটা দেখি,
শিশির-ওকে
দুজনে বসে বসে ভিডিও দেখতেছে,
শিশির- বাহ জোস, আসো আবার কিস করি,এটা বলেই তনুর দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে গেছে,
শিশির-ভিডিও দেখতে দেখতে ঘুম??
ফোন রেখে শিশির ও ঘুমিয়ে পরলো

পরেরদিন ♥
তনু ঘুম থেকে আগে উঠলো,উঠেই নাস্তা বানানোর জন্য চলে গেলো,,
বুয়া-আপা আপনাদের অনেক মনে পড়বে??
তনু-চিন্তা করিও না আমরা আবার আসবো,
বুয়া-?
শিশির ঘুম থেকে উঠে সোফার রুমে আসলো,তনু!
তনু-হুম
শিশির-রেডি হয়ে থেকো,আমরা মা বাবাকে রিনু আন্টির বাসা থেকে পিকআপ করে নিবো,
তনু-আচ্ছা
চলবে♥
(আজ কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ ??+Xm তাই গল্প দিতে দেরি হয়ছে,সরি?)

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_30
গাড়ীতে♥
শিশির-আচ্ছা একটা কথা বলো,তুমি ঐদিন নাতাশার বাসায় গেলা কিভাবে?আর কসমের ব্যাপারটা জানলা কিভাবে?
তনু-????
শিশির-বলো
তনু-তার আগেরদিন রাতে আমি যখন সোফায় ঘুমিয়ে গেসিলাম,আপনি আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় আনার সময়ই ঘুম ভেঙে যায় আমার,আমি তাও চোখ বন্ধ রাখছি,আপনি সেদিন খুব কাঁদছিলেন,তার পর আমার হাত ধরে বলেছেন যে আপনি নাতাশাকে কসম দিসেন তাও আপনার মায়ের কসম,
একদিন শপিংমল থেকে বাসায় আসার সময় আমি নাতাশাকে দেখসিলাম ও একটা বাড়িতে ঢুকতেছে,guess করে ঐদিন ঐ বাসায় গিয়েই দেখলাম নাতাশাকে,
শিশির-ওওও,বাহ ভালই planning
তনু-??
শিশির আর তনু রিনু আন্টির বাসায় গেলো, মা বাবাকে পিক আপ করে নিলো,,
মা-মীমকে ও নে
শিশির মীমের hostel এ গেলো,
মীম-ভাবী ঠিক আছো?
তনু-হুম
মা-কেন তনুর কি হয়ছে?
শিশির মীমের দিকে তাকিয়ে মানা করলো যেনো না বলে,
মীম-না কই,এমনি ask করলাম,
তনুর মনে পড়লো সেদিনকার কথা
সারা রাস্তায় কোনো কথা বললো না
শিশির-(কি হলো আবার)
♥♥♥♥♥
রাত ৯টায় ওরা বাসায় পৌঁছালো,
তনুকে তনুর বাসায় নামিয়ে শিশির চলে যাওয়ার সময়
তনু-শুনুন
শিশির-হুম
তনু-আসবেন না?
শিশির-কাল আসবো
তনু-ওকে,তনু চলো গেলো,
শিশির ও চলে গেলো,,
তনু মা বাবাকে দেখে জড়িয়ে ধরলো,
মা-কিরে তনু,কি অবস্থা?
তনু-☺,তোমরা সবাই কেমন আছো?
মা-ভালই, তোরে ছাড়া যেমন থাকি আরকি
তনু-???আমি তোমাদের মিস করসি??
মা-যা fresh হয়ে নে,খাবার দিতেছি
তনু-না খাবো না,খিধা নাই,
মা-তাইলে ঘুমা,
তনু নিজের রুমে আসলো,শিশিরকে ছাড়া কেমন জানি লাগছে,,?
শিশির নিজের রুমে আসলো,
তনুকে ছাড়া আজ সবাই থাকার পরও একা লাগছে,
তনু নিজের ফোন নিলো,শিশিরও নিজের ফোন নিলো,
দুজনে একসাথে দুজনকে কল দিলো,
শিশির-কল ধরছে না কেন?
তনু-কল ধরে না কেন?
আবার দিলো একি টাইমে
তনু -ধুর?
শিশির-ধুর
শিশির-মনে হয় ঘুমিয়ে গেসে,
তনু-মনে হয়ে ঘুমায় গেসে?

পরেরদিন ♥
শিশির ঘুমাচ্ছে,,,
এই যে শুনুন,উঠুন,,
উঠুন,,আমি ঘুম ভাঙা পাখি, এসেছি Sisur ঘুম ভাঙাতে,উঠো উঠো উঠঠঠো
শিশির চোখ বন্ধ করে ফোন খুঁজতেছে কারন সে কাল রাতে এই voice record টা ফোনে সেট করে alarm দিয়ে রাখছে,তনুর voice, এতোদিনে ওর voice শুনেই শিশির ঘুম থেকে উঠতো,শিশিরের habit হয়ে গেছে,একদিন voice টা record করে নিছিলো,
কিন্তুু ফোন তো off করসি তাও বাজতেছে কেন?
চোখ খুলে দেখলো তনু দাঁত বের করে হেসে রইছে,
শিশির-হুহ স্বপ্ন দেখতেছি
তনু-?জোরে একটা খাঁমছি দিলাম
শিশির-আআআআআহ,মাগো,
তনু-চুপ
শিশির-ও তার মানে সত্যি?
তনু-হ
শিশির উঠে বসলো,
শিশির-কখন আসলা?
তনু-এইতো ৫মিনিট হলো,
শিশির-আমি যাইতাম তোমাকে আনতে
তনু-আরে আমি তো আজ আপনাকে নিয়ে যাবো,ঐ বাসাতে মন বসতেসিলো না, তাই চলে এলাম,
শিশির তনুকে জড়িয়ে ধরলো,
তনু-?
শিশির -তোমাকে মিস করসি অনেক
তনু-আমিও?
মীম-ভাাাইয়া..ইয়ে আচ্ছা পরে আসবো?
শিশির তনুকে ছেড়ে দিলো,তনু লজ্জায় লাল হয়ে গেলো,
শিশির আর মীম তনুর দিকে তাকিয়ে হাহাহাহা করে হেসে দিলো
তনু-??????কিয়া?
শিশির-মীমের দিকে তাকিয়ে হাসতে হাসতে উঠে washroom এ চলে গেলো
তনু-কি হয়সে?মীম?
মীম-আরে তুমি যে লজ্জা পাইছো তোমার গাল দুটো লাল হয়ে গেছে???
তনু-?ইস???
তনু উঠে এক দৌড় দিলো,
শিশির fresh হয়ে সোফার রুমে আসলো,
তনু রান্না করতেছে,,
মা তনুর কাছে গেলো,
মা-তনু তোরে কে রান্না ঘরে ঢুকতে বলছে,এই সখি তুই কাজ করস না?
সখি-আপা কইছে আপা করবে,আমাকে সবজি কাটতে লাগায় দিসে
তনু মায়ের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে আসলো,
তনু-এই তুমি রান্না ঘরে একদম যাবা না,এটা বলেই চা এক কাপ এনে হাতে ধরাই দিলো,
মা-তুই জানলি কিভাবে আমার চা খাইতে মন চাই ছিলো
তনু-কারন আমারও এখন চা খাইতে মন চাইছিলো,সবার জন্য বানাইসি,??আর আমি আর তুমি তো আলাদা বাট দুজনের test এক,
মা-??
শিশির কানায় কানায় দেখতেছে,
তনু-মা, কোথা থেকে কিছু জ্বলে যাওয়ার গন্ধ আসতেছে??
শিশির-হুহ,আমি তো কেউ না,?
মা-??
তনু-চা এনে দিলাম,নিন খান
শিশির মুখ বাঁকা করে হাতে নিলো,
তনু রান্না ঘরে গিয়ে শাড়ীর আঁচল গুছে নিলো,,
শিশির চা টা খেয়ে কাপ রেখে আসার বায়না করে তনুর কাছে গেলো,
তনুকে পিছন থেকে জড়িয়ে ধরবে তখনই সখি(বুয়া)এসে হাজির,শিশির আরেক দিকে তাকিয়ে চলে গেলো,
তনু মুচকি মুচকি হাসতেছে
শিশির রেডি হয়ে আসলো,
তনু!!
তনু-হুম
শিশির-সন্ধ্যায় রেডি হয়ে থেকো,তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাবো,
তনু-ওকে,
তনু কাজ করতে চলে যাওয়া ধরলো,শিশির এক টান দিয়ে রুমে নিয়ে এলো,
তমু-আরে?
শিশির-Shhhhh চুপ,
তনু-?
শিশির-জামাই অফিসে যাওয়ার আগে আদর করতে হয় বউদের
তনু-এটা আবার কবে কার কথা আমিতো শুনি নাই ??????
চলবে♥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে