সেই মেয়েটি

0
922

সেই মেয়েটি
আশা

ভর দুপুরে,
প্রখর রোদে,
দাঁড়িয়ে আছে সে।
দৃষ্টি তার বেখেয়ালী,
চোখের কোণে শুকনো নোনা জল,
বাতাসে দোদুল্যমান তাহার এলো চুল,
গায়ে জড়ানো র্জীর্ণ একটি বস্ত্র,
মুখে তাহার ক্লান্তির ছাপ,
কপালের সুক্ষ্ম ভাঁজে তা স্পষ্ট।
কন্ঠনালি শুষ্ক কঠিন পিপাসায়,
অন্তর জুড়ে তীব্র আর্তনাদ!
জানো কি তুমি? সেই মেয়েটি কে?
আনহারে স্বার্থপর শহরে ঘুরে বেড়ানো-
এই মেয়েটি সে!
দু’বেলা দু’মুঠো আহার জোটে না তার।
নেই তার মুখে অন্ন তুলে দেয়ার মতো দুটি হাত!
পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর।
অতঃপর দিনশেষে ক্ষুধার তীব্রতা নিয়ে,
রাতের আলোকিত শহরের পথে,
গুটিগুটি পায়ে হেঁটে বাড়ি ফিরে যাওয়া।
এই মেয়েটি সে!

তারিখঃ ১৪-০৩-২০২০ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে