সূর্য☀

0
751

০৩-০২-২০১৬
সূর্য☀
#লেখাঃসানজিদা
ঐ নীল আকাশে প্রতিমার মতো জলছে সূর্যটি,
যেন ৩০লক্ষ মানুষের রক্তান্ত চিৎকারের প্রতিক
যেন,সেই নববধূ রহিমার কপালের লাল টিপ।
এ যে কোটি মানুষের স্বাধীন চেতনা,
হাজারো মায়ের দুঃখ-বেদনায় ভরপুর।
এ যেন এক বিজয়ের গান,
যেন ভাষা আন্দোলনের গণ-অভ্যুত্থান।
এ যেন সেই জাতীয় পিতা,শেখ মুজিবুর,
এ যেন সেই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
২৫শে মার্চের কালোরাতের গভীর অন্ধকারের পর
নতুন আলোর পরশ।
যেন,পতাকা হাতে দৌড়ানো সেই ছোট কিশোরের মুখ…

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে