ভালোবাসার মূল্য

0
2359

ভালোবাসার মূল্য

সাহরিয়ার শেখ সাব্বির

মনের আকাশ দিবো লিখে আমি তোমার নামে,

সেই আকাশ টি বিক্রি হবে ভালোবাসার দামে।

পারলে তুমি ভালোবেসে নিও তোমার করে,

আমি কিন্তু ভালোবাসবো সারাজীবন ধরে।