বলতে পারো হে সমাজ?

0
911

বলতে পারো হে সমাজ?
___আশা

আমি কালো!এটা কি আমার অপরাধ?
আমি কালো বলে তুমি মুখ বাঁকাও!
কালো বলে কি-
আমার স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই?
আমি কালো বলে কি-
আমার সবার সাথে তাল মিলিয়ে চলা অন্যায়?
আমি কালো বলে কি-
আমার স্বপ্ন দেখা মানা?
কেন এত সমস্যা তোমার অঙ্গে মাখা?
বলতে পারো হে সমাজ?
আমিও তো মানুষ!
বিধাতার সৃষ্টি!
তফাৎ শুধু রঙের!
দেখাও কেন তুচ্ছ দৃষ্টি?
নাইবা হলাম রূপবতী।
তবুও কেন হতে দাও না গুণোবতী?
সুপ্ত প্রতিভা তো আমারও আছে।
কেন হতে দাও না জাগ্রত?
আমি কালো বলে?
নাকি গুণটাও কালো হয়ে যাবে এই ভেবে?
রূপ দিয়ে তো করতে পারিনি জয়!
গুণ দিয়ে যে করবো জয় তাতেও সংশয়!
কেন এত সমস্যা তোমার?
বলতে পারো হে সমাজ?
আমি তো তোমাতে নিভর্রশীল হতে চাই নি।
আমি তো স্বাবলম্বী হতে চেয়েছি।
আমি এক কদম হাঁটি।
আরেক কদম ফেলার আগেই,
তুমি পরাও বেড়ী!
কেন আমি বঞ্চিত?আমি লাঞ্চিত?
বলতে পারো হে সমাজ?

তারিখঃ ১৭-১০-১৯ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে