জানো,,
আমি বিশ্বাসঘাতক ছিলাম না।
আমি এই পরিবারের সম্মানের ভয়ে
নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি।
আমি স্বার্থপর ছিলাম না।
মিথ্যা কলঙ্কের ভয়ে
আমি এই সমাজের নিয়ম মেনে নিয়েছি।
আমি মিথ্যাবাদী ছিলাম না।
এই মায়াজালে পরে তোমাকে
দেওয়া কথাগুলো রাখতে অক্ষম হয়েছি।
জানি কষ্ট হচ্ছে দু’জনার।
তবুও বুঝবে না আর এই সমাজ, পরিবার।