পাগলী বউ পর্ব/ ২

0
3314

পাগলী বউ পর্ব/ ২
লেখক/ ছোট ছেলে

????????

গল্প/ এক দেশে ছিলো একটা মেয়ে

মেয়েটা ছিলো খুব দুষ্টু
সারাদিন এদিক ওদিক ছুটে বেড়ায় শুনতোনা কারও কথা

মন যা চাইতো তাই করতো
মানতনা কারও বারণ

হঠাৎ-ই একদিন তাকে দেখে এক ছেলে

দেখে পছন্দ হয়ে যায় তাকে

ছেলেটি বিয়ের প্রস্তাব দিতে রাজি হয়ে যায় মেয়েটির পরিবার

বিয়ে দেয় মেয়েটাকে ছেলেটার সাথে

কিন্তু মেয়েটা বুঝতে পারেনি সে এখন কারও ঘরের বউ

বিয়ে হয়েছে ঠিক কিন্তু দুষ্টুমি কমেনি মোটেও

খুব ভালো গল্প বলতে পারিনা

তাই বার বার নীলার দিকে তাকিয়ে দেখছি সে ঘুমালে কিনা

হ্যাঁ নীলা এবার ঘুমিয়ে পড়েছে

উফফফফ… আমিও বড় বাঁচা বাঁচলাম

কিন্তু আমার মাথাতেও শয়তান চেপে বসলো

বাঁসর রাত বলে কথা

একেবারে কিছুই না করলে আমি ঠকে যাবো

অন্তত একটা চুমু হলেও খেতে হবে

নীলা চুল গুলো সরিয়ে দিয়ে যখন চুমু দিবো

ঠিক তখন-ই মেয়েটা আবোল তাবোল বকতে শুরু করলো

এই কি করছিস তুই ছাড় ছেড়ে দে আমায়

আমি প্রায় আমার ঘামে গোসল করে ফেললাম

ইসসসসস সকালে মুখ দেখাবো কি করে
এই পাগলিটা যদি সবাইকে বলে দেয়…

দ্যাতততত কেন যে লোভে পড়ে…..

ঘুমিয়ে পড়লাম সকাল হলে দেখা যাবে

সকাল হতে দেখি নীলা এখনও ঘুমিয়ে আছে

ছিঃ ছিঃ বাড়ি ভর্তি মানুষ তারা কি ভাববে নতুন বউ এখনও ঘুমায় স্বামীর সাথে

আমি ডাকতে লাগলাম আভাকে

আমি/নীলা এই নীলা তুমি এখনও ঘুমাচ্ছো

সবাই কি ভাববে হুহহহহহ

নীলা/ সকাল সকাল কোন পেত্নী আপনার উপর ভর করেছে

আপনি জানেন না ১০টার আগে আমি ঘুম থেকে উঠিনা

এ কেমন মেয়েরে বাবা এতো দেখি চায়ের চেয়ে কাপ গরম

আমি/ শোন এটা বাবার বাড়ি নয় শুশুর বাড়ি এখন থেকে খুব ভোরে উঠতে হবে

ঘর ঝাড়ু দিতে হবে চা করে সবাইকে খাওয়াতে হবে
এবং সবার ঘুম তোমাকে ভাঙ্গাতে হবে

নীলা/ না আমি পারবনা

আমি/ কেন

নীলা/ কারন আমি ছোট তাই
বড়রা থাকতে ছোটরা কেন এমন কাজ করবে

আমি/ কারন তুমি এ ঘরের বউ তাই

নীলা/ তাতে কি আমাদের বাড়ি গেলে আমার ভাইদের কাজ আপনি করবেন

আমি- না…

নীলা/ কেন আমি যদি আপনাদের সব করতে পারি
তবে আপনি কেন পারবেন না

আল্লাহ এই মেয়ের সাথে কথায় পারবনা

আমি/ যাও ফ্রেশ হয়ে আসো দুজন একসাথে গিয়ে নাস্তা করতে য়াবো

নীলা/ আমি যাবোনা আপনি আমার জন্য এখানে নিয়ে আসেন

আমি/ এসব তুমি কি বলছো
এখানে নিয়ে আসবো মানে

নীলা/ মানে টানে বুঝিনা এখানে আনতে বলছি এখানে আনতে হবে

উফফফফ অসহ্য…. এমন পাগলি মেয়ে নিয়ে কিভাবে সারাজীবন কাটাবো

যাও হাতমুখ ধুঁয়ে আসো

নীলা হাতমুখ ধুঁয়ে এসে….

নীলা/ এ কি আপনি এখনো বসে আছেন

আমি/ হুমমম তোমার জন্য

নীলা/ আমি আবার কি করলাম

আমি/ কিছুনা শুধু আমার সাথে গেলে হবে

বলে হাত টেনে নীলাকে নিয়ে নাস্তার টেবিলে এসে বসলাম

দেখে বোঝা যাচ্ছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে

নাস্তা টেবিলে সবাই নীলাকে নিয়ে ব্যস্ত আমাকে মনে হায় কেউ চিনেনা

হঠাৎ করে এক ভাবি বলে উঠলো

ভাবি/ নীলা নতুন বউ বলে আজ কিছু বললাম না

তবে কাল থেকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এত দেরি করে উঠলে হবেনা

নীলা/ আমার কি দোষ রাতে একটুও ঘুমাতে পারিনি এই মানুষটার জন্য

কত করে বললাম একটু ঘুমাতে দিতে তাও দিলোনা

সবাই হা করে তাকিয়ে রইলো নীলার দিকে

লাজ শ্রমের মাথা খাইছে

এই মেয়েটা এসব কি বলছে

আমি চোখ দুটো বড় করে তাকিয়ে রইলাম নীলার দিকে

ভাবি/ ছিঃ ছিঃ বোন এসব কথা বলতে নেই

নীলা/ আমি কি করবো তোমরাই তো শুনতে চাইলে দেরি হওয়ার কারন

ভাবি/ তাই বলে এভাবে বলতে হয়

নীলা/ তো কিভাবে বলবো

সারারাত আমাকে দিয়ে উনি ওনার হাত পাঁ মাথা টিপিয়েছে

একটুও ঘুমাতে দেয়নি

ভাব আমাকে ইশারা করে বলতে লাগলো

ভাবি/ কিরে ধ্রুব কি শুনছি এসব

চলবে???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে