আম জাম লিচু পাকে
কেমিকেল ঢালাতে
চোরদের হাত পাকে
সার্কাস ও মেলাতে।
চুল পাকে ধীরে ধীরে
দিন মাস বছরে
বুদ্ধিটা পাকে দেখি
আজ কাল জঠরে।
বোকা পাকে ধোঁকা খেয়ে
কলাটা মেডিসিনে
ছেলে মেয়ে মোবাইলে
পেকে যায় দু’দিনে!
পাকাপাকি ভালো যদি
সাধারণ ভাবে হয়
অসময়ে পেকে গেলে
ফলাফল ভালো নয়।
#aalmamur