তোমায় আমি দেখেছিলেম বলে পর্ব-০৯

0
911

#তোমায় আমি দেখেছিলেম বলে
মৌলী আখন্দ
পর্ব-৯

এলিনা ঠিক করল আজ অফিস থেকে বাসায় ফিরে সরাসরি কথা বলবে রাইয়ানের সাথে। কথা বলা বন্ধ করে রেখে আসলে কোনো সমস্যার সমাধান হবে না।
চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে কিছুটা অবাক হলো এলিনা। রাইয়ান ফেরেনি এখনো।
সাধারণত রাইয়ান আগেই বাসায় ফিরে আসে, এলিনারই দেরি হয় ফিরতে। ফ্রেশ হয়ে রাতের রান্নার প্রস্তুতি নিতে নিতে কথার ছক সাজাতে লাগল এলিনা।
যদিও জানে রাইয়ানকে দেখামাত্র সবকিছু এলোমেলো হয়ে যাবে তার। মাথায় চিন্তার ঝড় বইছে।
হাত চলছে, চপিং বোর্ডে টুকরো হচ্ছে ক্যাপসিকাম। অপেক্ষার প্রহর যেন আর কাটছে না।
দরজা খোলার শব্দ হতেই ন্যাপকিনে হাত মুছে এগিয়ে এল এলিনা। এদিকে পিঠ ফিরিয়ে দরজা বন্ধ করছে রাইয়ান।
এদিকে ফিরে এলিনাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল সেও। তারপর এমন একটা কাজ করে ফেলল যার জন্য এলিনা মোটেও প্রস্তুত ছিল না।
কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দুহাত বাড়িয়ে দিল। বয়ে গেল আরো একটা মুহূর্ত।
মাত্র একটা দ্বিধান্বিত মুহূর্ত, কিন্তু যেন কেটে গেল এক মহাকাল। এলিনা ছুটে এসে ঝাঁপ দিল রাইয়ানের বুকে।
পাঞ্চ ক্লিপ দিয়ে চূড়া করে বাঁধা এলিনার চুল খুলে দিল রাইয়ান। এলিনার অস্থির আঙুল তখন রাইয়ানের শার্টের বোতাম খুঁজছে।
কীভাবে যে তারা ভেতরের ঘর পর্যন্ত এল নিজেরাও বলতে পারবে না। সন্ধিটা হলো বড় অদ্ভুতভাবে।
অনেক দিন ধরে দূরে থাকা তৃষিত দম্পতির পরস্পরের কাছে আত্মসমর্পণের ঝড়ের বেগে উড়ে যাওয়া মাতাল সময় শেষে রাইয়ান যখন পাশে শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে এলিনা তখন ওর দিকে ফিরল।
“তুমি আরিয়ান কেমিক্যালসে জয়েন করল কবে?”
মুখ বাঁকাল রাইয়ান। “সেটা তোমার জানা থাকা উচিত ছিল! হাজব্যাণ্ডের কোনো খোঁজ খবরই তুমি রাখো না!”
সামান্য অপ্রস্তুত হলেও সেটা ঝেড়ে ফেলে দিল এলিনা, “বাজে কথা রাখো। তুমি আমাকে বলেছিলে তুমি ফ্রি ল্যান্সার। আর গত মাসেও তুমি সাইট ভিজিট করতে যেতে…“
“আমি ওদের সাথে গত বছর একটা প্রোজেক্টে ছিলাম। অনেক দিন ধরেই এপ্লাই করছিলাম। এবার পোস্ট ফাঁকা হওয়ার পর ইন্টারভিউতে রিকমেণ্ডেড হয়েছি। এ মাসেই জয়েন করেছি। আর কিছু?”
“না, আর কিছু না।“ উঠে পড়ল এলিনা।
“তাড়াতাড়ি রান্না শেষ কর”, হুকুমের সুরে বলল রাইয়ান। “অনেক দিন ধরেই ফাঁকিবাজি করছ, সব সুদে আসলে আদায় করা হবে আজকে।“
আর কথা বাড়াল না এলিনা। কিন্তু সে যখন চিন্তিত মুখে মাটিতে পড়ে থাকা ম্যাক্সিটা তুলে নিয়ে শরীরে গলাচ্ছিল তখনও তার ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করছিল তাকে।
কিছু একটা ঠিক নেই, কিছু একটা গোপন করে যাচ্ছে রাইয়ান। কিন্তু কী সেটা?
চলবে,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে