তুমি পাশে নেই, তবু তোমায় অনুভব করি..!

0
2950

তুমি পাশে নেই, তবু তোমায় অনুভব করি..!
তুমি আমার হবে না জানি, তবু তোমার পথ চেয়ে আছি..!
স্বপ্ন সত্যি হবে না জানি, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি..! কারণ, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি……..?!!!!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে