তুই_যে_শুধুই_আমার [❤You are only mine❤]Part_12

0
2319

তুই_যে_শুধুই_আমার [❤You are only mine❤]Part_12
#Writer_Tanzin_Islam_Ishika

দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে যায়,, এই ১ সপ্তাহে আমি আরুশকে অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি,, কিন্তু আফসোস আরুশ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলেছে,, কেন না আমার মুখেই সেই আগের দিনের কথা যেন তার সহ্য হয় না,, কেন না আমি আগের কথা তুলতেই তার আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা মনে পরে যায়,, আমার বলা প্রত্যকটা কথা তার কানে বাজতে থাকে,, আর সেই দৃশ্য তার সামনে ভেসে উঠে যে কিভাবে আমি তাকে ঠকিয়েছিলাম,, যার ফলে ওর রাগ উঠে যায়,, আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে,, আরুশ কোন মতেই আমাকে কষ্ট দিতে চায় না,,আর না নিজে সেই কষ্ট গুলো মনে করতে চায়,,
.
কিন্তু আমিই বা কি করবো ওকে সত্যি জানানোটা যে আমার বড্ড প্রয়োজন,, কিন্তু কিভাবে ওকে জানাবো তা বুঝতে পারছিলাম না,, আমি যখন এইসব ভাবছি তখন আরুশ আমার পাশে এসে দাড়ায়,, আমি সেই আগের মত ভেবেই চলেছি,, আরুশ তা দেখে হাল্কা কাশি দেয়,,

আরুশঃ এহুম এহুম,,

আমি চমকে উঠি,, আমি পাশে ফিরে দেখি আরুশ দাড়িয়ে আছে,, আমাকে এইভাবে চমকে যেত্ব দেখে আরুশ ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকায়,, আর বলে,,

আরুশঃ এতো গভীর ভাবে কার চিন্তায় মগ্ন ছিলি তুই,, যে বুঝতেই পারস নি আমি তোর পাশে এসে দাড়িয়েছি,,

সায়রাঃ ইয়ে মানে,, আসলে,,

আরুশঃ থাক বলতে হবে না,, যার ইচ্ছা তার ভাবনায় মগ্ন থাক,, তাতে আমার কি,, সে যাই হোক,, বেডে একটা প্যাকেট আছে সেখানে একটা ড্রেস আর তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে,,ওইটা পড়ে সন্ধ্যায় রেডি হয়ে নিস,,
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা

◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।

আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share


সায়রাঃ কেন?? জিজ্ঞাসু দৃষ্টিতে

আরুশঃ আমার এক ক্লাইন্ট আমাদের একটা পার্টিতে ইনভাইট করেছে,, সেখানে যেতে হবে,,

সায়রাঃ তাহলে তুমি যাও,, আমি কোথাও যাব না,,

আরুশঃ আমাদের দুইজনকে ইনভাইট করেছে,, সো আমাদের দুইজনকেই যেতে হবে,, আর এমনেও আমি তোর মতামত চাই নি,, তুই যেতে চাস আর বা নাই যেতে চাস,, তোকে তহ আমার সাথে যেতেই হবে,, সো ইউ হ্যাভ নো চয়েস,, আর হ্যাঁ আমি এই বিষয় নিয়ে আর কোন বাড়তি কথা শুনতে চাই না,, গোট ইট,,

আমাকে আর কিছু বলতে না দিয়ে যে হনহনিয়ে চলে যায়,, আমি স্থীর দৃষ্টিতে আরুশের যাওয়ার দিকে তাকিয়ে আছি,,, আমি ভালো করেই জানি আমি না যেতে চাইলেও আমায় যেতে হবে,, তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই,,


সন্ধ্যায়?
আরুশ রুমে এসে থমকে দাড়ায়,, কেন না তার সামনে এক হূর দাড়িয়ে আছে,, সে তার হূরকে আজ খুটিয়ে খুটিয়ে দেখছে,,
পড়নে হোয়াইট এন্ড ব্লু কোম্বেনেশনের একটা পার্টি গাউন,, তার মধ্যে ছোট ছোট সাদা পাথর বসানো,, চোখে আইলেনার,, ঠোঁটে কফি কালার লিপস্টিক,, মুখে তেমন কোন মেকাপ নেই,, চুল গুলো স্ট্রেইট করা,, সামনে লেয়ার কাটা ছোট ছোট চুল গুলো কপালে এসে বার বার বারি খাচ্ছে,,কানে ছোট ছোট ডাইমোন্ডের ইয়ারিং,, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট,, এই সাইডে ওরনা নেয়া,,
সব মিলিয়ে সম্ভব সুন্দর লাগছে সায়রাকে,, আরুশ তহ নেশা ভরা চাহুনিতে ওর দিকে তাকিয়ে আছে,, তখন সায়রা সামনে এসে বলে,,

সায়রাঃ এই যে মি. রেডি হবেন না,, সন্ধ্যা তহ নেমেই আসলো,,
সায়রা এর কথায় আরুশের ধ্যান ভাংগে,, সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের সুট বের করলো,, তারপর তা নিয়ে সোজা ওয়াসরুমে চলে গেল,,,


পার্টিতে সকলের দৃষ্টি সায়রা আর আরুশের দিকে,, কেন না তাদের এক সাথে একদম সেই লাগছে,, বলতে গেলে
“মেড ফোর ইচ আদার”
পার্টিতে থাকা সকল মেয়েরা আরুশের দিকে হা করে তাকিয়ে আছে,, থাকবেই বা না কেন,,
আরুশ আজ সায়রা এর সাথে মেচ করে ব্লু ব্লেজার আর ব্লু পেন্ট করেছে,, ভিতরে হোয়াইট কালারের শার্ট,, চুল গুলো জেল দিয়ে সেট করা,, হাতে ব্ল্যাক কালারের চেইন ওয়াচ,, সব মিলিয়ে সেই পরিমানের হ্যান্ডস্যাম লাগছে তাকে,, আমি নিজেও প্রথমে আরুশের দিকে হা করে তাকিয়ে ছিলাম,, কিন্ত যখন বুঝতে পারে যে সব মেয়েরাই আরুশের দিকে হা করে তাকিয়ে আছে,, তখন জিদ উঠে গেল,, সে নিজের সাথেই বির বির করতে লাগলো,,

সায়রাঃ এত হ্যান্ডস্যাম সেজে আসার মানে কি বুঝলাম,, সব মেয়েরা কেমনে তাকিয়ে আছে,, অন্যের জামাইয়ের দিকে এমনে কেউ তাকায়,, যতসব লুইচ্চা মাইয়া গুলি,, দেখিস তোগে ভাগে একটা কালা কুমিরের মত একটা জামাই পরবো,, আমার জামাইয়ের দিকে নজর দেওয়া,, হুহ,,

আমি যখন এইসব বির বির করছিলাম তখন এক ছেলে এসে আমার সামনে এসে দাড়ায়,, আর হাত বাড়িতে বলে,,

ছেলেটিঃ হ্যালো মিস. আই এম আকাশ এন্ড ইউ?? বেশ উৎসুক নিয়ে,,

আমি কিছু বলতে যাব এর আগেই আরুশ আমার পিছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে হ্যান্ডশেক করে দাঁতে দাঁত চেপে বলে,,

আরুশঃ হাই মিস্টার আকাশ,, আই এম আরুশ খান এন্ড সি ইজ মাই ওয়াইফ সায়রা আরুশ খান,,

আকাশঃ ওহহ আই সি,, বাই দ্যা ওয়ে ইউর ওয়াইফ ইজ মাচ গোরজিয়েস,, আই হ্যাভ টু সে,, এনি ওয়ে আউ হ্যাভ টু গো,,নাইস টু মিড ইউ,, এই বলে সে চলে গেল,,
আর আরুশ আমার হাত চেপে ধরে রাগি চোখে তাকিয়ে বললো,,

আরুশঃ ভুলেও যাতে ন কোন ছেলের সাথে কথা বলতে না দেখি,,, তা না হলে আমার ছেয়ে খারাপ কেউ হবে না,,
এই বলে আমার হাত ধরে দাড়িয়ে থাকে,, আর তার কিছু ক্লাইন্ট এর সাথে কথা বলতে থাকে,, এমন সময় স্টেজে একজন মধ্য বয়স্ক লোক মাইক নিয়ে উঠে,, আর সকলের উদ্দেশ্যে বিলা শুরু করে,,

লোকটিঃ লেডিস এন্ড জেন্টালম্যান,, মে আই হ্যাভ ইউর এটেনশন প্লিজ,,,
সকলেই তখন তার দিকে তাকায়,, সকলের দৃষ্টি এখন তার দিকে,,

লোকটিঃ আপনারা সকলেই জানেন আজকের এই পার্টিটি আমি আমার নিউ প্রোজেক্টটি শুরু করার খুশিতে দিয়েছি,, আর তার সাথে আমি ২০% পার্টারশিপ পাওয়ার খুশিতেও,,, আপনারা হয়তো অনেকেই জানেন না আমার সাথে এই প্রোজেক্টে কে কাজ করছেন,, আমাকে তার সাথে কাজ করার এই সুবর্ণ সুযোগটি করে দিয়েছে নোন এন্ড অনলি মি. আরুশ খান,, হ্যাঁ সকলেই ঠিকই শুনছেন,, আমাদের এই নিউ প্রোজেক্টটির সাথে মি. আরুশ খান যুক্ত,, আর আপনারা যেনে খুশিও হবেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত,, কিন্তু আজ তিনি একা নোন,, তার সাথে আছে তার বিউটিফুল ওয়াইফ মিসেস. সায়রা আরুশ খান,,, আর আজ আমাদের এই পার্টিটির মুল কেন্দ্র বিন্দু তাদেরকে ঘিরে,, আমি মি. এন্ড মিসেস খানকে রিকুয়েষ্ট করবো স্টেজে আসতে,, প্লিজ কাম অন স্টেজ,,
( আমি এত হোস্টিং করতে পারি না,, আর না তেমন সাজিয়ে বলতে পারি,,তাই ভুল ত্রুটি হলে তা ক্ষমার চোখে দেখবেন)

তখন আরুশ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়,, অতঃপর সকলের সামনে আমায় পরিচয় করিয়ে দেয়,, তখন সেই লোকটি আবার বলে উঠে,,

লোকটিঃ আমার আরেকটি ছোট রিকুয়েষ্ট মি. এন্ড মিসেস খানের কাছে,, যদি তিনি আমার এই রিকুয়েষ্টটি রাখতেন,,

আরুশঃ জ্বী বলুন মি. রহমান,,

লোকটিঃ আমরা সকলেই আপনার এন্ড মিসেস খানের একটি কাপল ডান্স দেখতে চাই,, যদি আপনার কোন আপত্তি না থাকে,,

আরুশঃ আমার কোন আপত্তি নেই,, কিন্তু আমার এক শর্ত আছে,,

লোকটিঃ কি শর্ত??

আরুশঃ আমাই একা নয় বরং আজকে উপস্থিত সকল কাপলকে আমার সাথে ডান্স করতে হবে,,

লোকটিঃ Why not!! I request please all the couple come on the stage,,

একে একে সকলেই স্টেজে চলে আসে,,, আর চারদিকে লাইট অফ হয়ে যায়,, একটা ফোকাশ লাইট স্টেজে এসে পরে,, আর চারদিকে মিউজিক বেজে উঠে,,, আরুশ আমার এক হাত ওর কাধে রাখে,,আরেক হাত ওর হাতের ভাজে নিয়ে নেয়,, আর ওর নিজের এক হাত আমার কোমরে রাখে,,

Jitni Dafa Dekhun Tumhe
Dhadke Zoron Se
Aisa Toh Kabhi Hota Nahi
Milke Ghairon se
.
আমাকে একদম কাছে টেনে আনে,, তারপর ডান্স করতে থাকে,,
.
Door Jaana Nahi
Tumko Hai Kasam
Khudse Zyada Tumhe
Chaahatein Hain Sanam
.
আমার এক আঙ্গুল ধরে ঘুরিয়ে আবার আমায় নিজের সাথে চেপে ধরে,,
.
Door Jaana Nahi
Mujhse Aye Sanam
Khudse Zyada Tumhe
Chaahatein Hain Sanam
.
আমাকে ঘুরিয়ে নেয়,, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে আর ডান্স করতে থাকে,,
.
Dil Mein Jo Bhi Hai
Tera Hi Toh Hai
Chaahe Jo Maang Lo
Roka Kisne Hai
.
আমার কোমর ধরে উঁচু করে ঘুরায়,,
.
Qatl Karna ho
Karna Dheere Se
Uff Bhi Nahi Niklegi Mere Hothon Se
.
সেই আগের স্টাইলে আমায় নিজের দিকে ঘুরায়,, আমি ওর চোখে দিকে তাকিয়ে থাকি,, আজ ওর চোখে এক আলাদায় নেশা দেখতে পাচ্ছি,, আমার ইচ্ছে করছে ওর এই চোখের নেশায় নিজেকে বিলীন করে দিতে,,
.
Door Jaana Nahi
Tumko Hai Kasam
Khudse Zyada Tumhe
Chaahatein Hain Sanam
.
.
গান স্টোপ হয়ে যায়,, আর চারদিকে লাইট জ্বলে উঠে,, আমরাও দুইজন একটু সরে আসি,, সকলেই আমাদের তারিফ করতে থাকে,, কিন্তু এর মধ্যেও যে এক জোরা চোখ আমাদের দিকে হিংস্র ভাবে তাকিয়ে ছিল,,, আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল,,

আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটার সাথে আমি ধাক্কা খাই,,, যার ফলে আমার গাউনে পানি পরে যায়,, আমি আরুশকে বলে ওয়াশরুমে চলে যাই এইটা মুচতে,,, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব,, তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে আমি হাত ছুড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না,, সে আমায় টেনে পিছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায়,, আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুড়ে মারে,,




#চলবে
গল্পটি কেমন হচ্ছে প্লিজ জানাবেন,, তা না হলে আমি বুঝতে পারবো না গল্পটি কেমন হচ্ছে,, ভালো নাকি খারাপ,, তাই সকলের মতামত আশা করছি,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে