ডেভিল হ্যাজবেন্ডের পিচ্চি বউ♥part : 1

0
10771

ডেভিল হ্যাজবেন্ডের পিচ্চি বউ♥part : 1
=====================
সুরিয়া মিম

!
আমি ইমান খান দেশের একজন সনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিসস্ট,
বিদেশেই আমার জন্ম এবং সেখানেই লেখা পরা করে আব্বু বিজনেসের হাল ধরেছি আমি,
সেখানে বসেই সমস্ত বিজনেস পরিচালনা করতাম আমি,
!
কিন্তু আমি নিজেই আমার মায়ের টানে দেশে ফিরে আসি,
!
এবং ফিরে এসেই শুনি আমার বিয়ে হবে তাও আবার আমারি মামাতো বোন মিশকার সাথে,
!
মিশকা কে আমি আগে কখনো দেখিনি,
দেখিনি বললে ভুল হবে, দেখেছি তবে ও তখন দুদিনের নবজাতক শিশু ছিল,
তাই ওকে কোলে তুলেছি আদর ও করেছি,
!
জানিনা আমি মিশকা দেখতে কেমন হয়েছে,
অবশ্য মামী তো সুন্দরী তার মেয়েও হবে সুন্দরী আর এটা আমার বিশ্বাস,
!
দুই ছেলের পর একমাত্র মেয়ে হচ্ছে মিশকা,
শুনেছি মামা মামীর খুবি আদুরে মেয়ে,
তারা নাকি মেয়ে বলতে অজ্ঞান,
মেয়ে কে একা ফেলে কোথাও জাননা,
এক সেকেন্ডের জন্যে ও মেয়ে কে তারা চোখের আড়াল করেননা,
মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে,চুল বাধা পর্যন্ত সবকিছুই মামী নিজের হাতে করেন,
মামু উইকেন্ডে তার আদুরে মেয়ে কে নিয়ে ঘুরতে চলে যায়,
আর মুয়িম ভাইয়া তার একমাত্র আদুরে বোন কে ইউনিভারসিটি তে দিয়ে আসে ও নিয়ে আসে,
ও মাইম ভাইয়া বিদেশে বসে মামু বিজনেস পরিচালনা করেন,
!
এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোন টা বোজে ওঠে,
!
ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আমার গালফ্রেন্ড রিয়ার গলার আওয়াজ পাই,
আর তখন ও আমাকে বলে,
!
তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোন কে বিয়ে করতে চলেছ?
!
হ্যা করছি, আর এর জন্যে আমাকে কেউ জোড় করছে না,
নিজের ইচ্ছায় আমি এই বিয়ে টা করছি,
!
হ্যা আমি জানি,
!
তাহলো তো তোমার এটাও জানা উচিত যে আমার আম্মু আব্বু আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পাওয়া পূরন করেছে,
আর আমি তাদের এই সামান্য ইচ্ছে টা পূরণ করতে পারবোনা?
!
হ্যা পারবে বেবি,
তবে তুমি আমাকে প্রমিছ করো,
তুমি তোমার বৌ ফিজিক্যাল রিলেশনে যাবেনা,
!
যেখানে আমি তোমার সাথে কোনো ফিজিক্যালে যাইনি সেখানে বৌ এর কাছে যাবো একটা ভাবলে কি করে?
!
আয় এম সরি বেবি,
!
ওকে বায় আমি এখন রাখি,
নয়তো আম্মু তোমার সাথে কথা বলতে দেখলে বকা দিবে আমায়,
!
আমার বাসায় সবাই জানে যে আমি রিয়া কে ভালোবাসি,
কিন্তু রিয়ার ফ্যামিলির লোকজন খারাপ হওয়া আব্বু আম্মু আমাদের বিয়ে দিতে নারাজ,
আর তাই আমি তাদের পছন্দেই আমার মামাতো বোন কো বিয়ে করতে রাজি হয়েছি,
!
আজ আমাদের বিয়ে খুবি ধুমধাম করে আমাদের বিবাহ সম্পর্ণ করা হয়,
!
রাতে বাসরে যেতেই মেজাজ টা বিগরে যায় আমার,
কারন আমার বাসরে আমারি বিছানায় আমার ভালোবাসার মানুষটির জায়গায় বসে আছে অন্য কেউ,
তাই আমি রাগের মাথায় মিশকাকে গিয়ে বলি,
!
অলওয়েজ নিজের লিমিটের মধ্যে থাকবে আর আমার কানের কাছে ঘ্যানঘ্যান করবেনা কেমন?
আর মনের ভুলে ও নিজের অধিকার ফলাতে আসবেনা গট ইট,
!
তখনি মিশকা বিছানা ছেড়ে ওঠে আমাকে সালাম করে,
ঘোমটা তুলে বলে,
!

দেখো না ইমান ভাইয়া সবাই কতো পচা ভাই-বোন কে ধরে বিয়ে দিয়ে দিয়েছে,
!
মিশকার কথা শুনেই আমার বড্ড হাসি পেয়ে যায়,
তবু ও নিজেকে সামলে নিয়ে ওকে বুঝিয়ে বলি,
!
আমার আর ও তোমার বিয়ে জায়েজ,
তবে মায়ের পেটের ভাই-বোনে বিয়ে জায়েজ না আর তাদের বিয়ে হয় ও না,
!
তুমি না একটা মিথ্যুক সবার মতো মিথ্যে কথা বলো,
!
এবার আর নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলি আমি,
!
আর তখনি ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াসরুমে চলে যায়,
!
আশ্চর্য আমাকে বললেই তো পারতে এভাবে ধাক্কা মেয়ে ফেলে দিয়ে চলে গেল কেন?
!
এসব ভাবতে ভাবতে ওয়াস রুমের দিকে নজর যেতেই দেখি,
!
মিশকা ব্লাউজ, পেটিকোট পরে সাড়ি টা হাতে নিয়ে আরেক হাত দিয়ে ব্লাউজ টা চপে ধরে আমার কাছেই এক পা এক পা করে এগিয়ে আসছে,
!
তাই তখনি আমি আমার বিছানা ছেড়ে ওর সামনে গিয়ে দাড়াই,
তখনি ও আমার সামনে ঘুরে দাড়িয়ে বলে,
!
ইমান ভাইয়া ব্লাউজ হূক গুলো লাগিয়া দাও না প্লিজ,
!
দেন আমি ওর ব্লাউজের হূক গুলো লাগিয়ে দেই,
!
হূক লাগানোর পর সাড়িটা আমার হাতে ধরিয়ে বলে,
!
সাড়ি টা পরিয়ে দাও না প্লিজ?
আমি না সাড়ি পরতে পারিনা,
!
তাহলে পড়তে হবে না থাকো এভাবে দাড়িয়ে লজ্জা করলে তোমার করবে আমার কি?
!
শোনো ভাইয়া আমার এতো লজ্জা টজ্জা করে না,
তোমার করলে মুখ লুকিয়ে বসে থাকো গিয়ে,
!
কি মেয়েরে বাবা বলে কিনা লজ্জা নেই,
ওকি আমাকে নিয়ে মজা করছে?
না আমার খিল্লি উরাচ্ছে,
তখন আমি ওকে রেগে গিয়ে বকা দিয়ে বলি,
!
এতো বড় মেয়ে হয়েছ আর সাড়ি পড়তে পারো না?
!
তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে,
ভাইয়া তুমি আমাকে বকছ কেন?
আমি তো ছোটো মানুষ মাএ আঠারো বছর বয়স আমার,
!
কি?
মেয়ে বলে কি?
আঠারো বছরের ছোটো মানুষ?
না মানে পিচ্চি মানুষ,
এ্যা?
এই মেয়ের দশ বছর আগে বিয়ে দিয়ে দিলে তো এখন দশটা বাবুর আম্মু হয়ে যেতো,
আর সেই বাবু গুলো এখন ওকে আম্মু আন্মু বলে ডাকতো,
হা হা হা,
!
কি হলো ভাইয়া হাসছ কেন?
সাড়িটা পরিয়ে দিবেনা নাকি?
!
আমি কি তোমাকে সাড়ি পড়াতে বিদেশ থেকে পি.এইচ.ডি করে এসেছি হুম?
!
বললেই তো হয় ভাইয়া সাড়ি পরাতে পরাতে পারোনা,
তাহলে এতো নাটক করছ কেন?
!
এই পিচ্চি এই মোটেও তর্ক করবেনা কেমন?
!
তর্ক কোই করলাম?
ওটা তো করিনি?
তুমি যদি আমাকে সাড়ি পড়িয়ে দিতে আমি তোমাকে মিষ্টি দিতাম,
!
কি মিষ্টি দিতে?
!
উহহহহহহহ,
এমনি এমনি দিবো নাকি,

 

 

!<a href=”https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android” target=”_blank”
rel=”noopener”><img class=”alignnone size-full wp-image-13799″
src=”https://golpopoka-4ad355.ingress-bonde.easywp.com/wp-content/uploads/2019/06/61712855_381302879183885_66
58129547176706048_n.gif” alt=”” width=”540″ height=”960″ /></a>

আচ্ছা আমি তোমাকে সাড়ি পরিয়ে দিচ্ছি তারপর তুমি আমাকে মিষ্টি দাও কেমন?
!
আচ্ছা ঠিক আছে,
তবে তুমি সাড়ি পরাতে পারো ভাইয়ায়?
!
ওই একটু আদ্দু পারি আরকি?
!
দেন আমি ওকে কোনো ভাবে পেঁচিয়ে টেচিয়ে সাড়ি পরিয়ে দেই,
!
আর সাথে সাথেই মিশকা আমাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দো,
!
বাপপপপপপরে কতো গুলো চুমু দিলো এতো চুমু আমি জীবনে ও খাইনি, ইভেন আমার লাইফের ফাস্ট কিসসস আমাকে আমার সদ্যবিবাহিতা স্ত্রী করেছে,
!
কি হলো ভাইয়া কি ভাবছ?
!
কিছুনা,
!
তোমার কি হয়নি না আরো লাগবে?
!
কি?
!
উম্মাহহহ উম্মাহহহহহ,
!
না মানে,
তখনি ও আবারো আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়,
!
এবার হয়েছে?
!
হুমমমমম,
!
ভাইয়া তুমি না খুব ভালো,
!
তুমি ও ভালো,
!
আচ্ছা আমি আসি,
!
আরে তুমি কোথায় যাও?
!
বই খাতা নিয়ে এসেছি স্টাডি করতে যাই,
!
মেয়েটার মাথায় কি বুদ্ধি নেই?
বসর ঘরে সোহাগ করা ছেড়ে স্টাডি করে কেউ?
অবশ্য এতে ওর দোষ কি?
ওর তো শুধু শরীর টাই বয়সপ্রাপ্ত হয়েছে আঠারো বছর বয়সের ম্যাচউরিটি টা এখনো আসেনি ওর মধ্যে,
আচ্ছা আমি এগুলো কি ভাবছি?
আমি তো রিয়া কে প্রমিছ করেছি বৌ এর সাথে কখনো ফিজিক্যালে যাবো না,
তাছাড়া ও অবুঝ এসব কিছু বোঝেনা ও,
!
হঠাৎ করে খেয়াল করে দেখি,
মিশকা টা বিশ্ব সুন্দরী না হলেও ওর চেহারায় আশ্চর্য একটা মাধুর্য আছে যে টা অনেক সুন্দর,
!
তখন দেখি পচ্চি টা বই পরতে পরতে ঘুমিয়ে পরেছে,
তাই আমি ওকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেই,
আর ও আমাকে বলে,
!
ভাইয়া আমাকে উম্মাহহহহহ না দিলে ঘুমু আসেনা,
!
তাহলে তুমি আমাকে বলো কোথায় চুমু দিবো,
!
গালে দাও,
!
আচ্ছা দিচ্ছি,
দেন আমি ওর গালে ও গলায় চুমুতে চুমুতে ভরিয়ে দেই,
!
কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি পিচ্চি টা ঘুমিয়ে গেছে,
!
আর ঘুমিয়ে ওকে পিচ্চির মতো লাগছে,….

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে