চলো হারিয়ে যাই
সাহরিয়ার শেখ সাব্বির
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই দূর তাঁরার দেশে,
তুমি কী যাবে আমার সাহে হাত বাড়িয়ে ভালোবেসে?
ভাসতে চাই দুজনায় সুখের ভেলায়,
তুমি কী থাকবে আমার সাথে নাকি রাখবে অবহেলায়?
কাছে টেনে ভালোবাসায় ভরিয়ে দাও না আমায়,
ভালোবাসি বড্ডো বেশি আমি যে তোমায়।