কামনা নয়, প্রেরনা চাই

0
1156

অসময়ের অপ্রিয় সত্যে
সমাচ্ছন্ন পৃথিবী অাজ,
প্রতিশোধের মিছিল নিয়ম ভাঙ্গার স্বভাবে
মুক্তির অাস্বাদনে করছে সাজ।

কামনা এখন প্রদর্শিত নতজানুতে
দৃশ্য চক্ষুপটে বিরাজিত,
প্রেরণা অমানিশার চাঁদ সে তো
বিবেকের অন্তঃরীক্ষের যুদ্ধে পরাজিত।

হারানো গল্পের অারতিরা বদলে গেছে
ধুম্রজালের বাস্তবতার শ্লোকে,
কাহিনীনির্ভর কাল বার্তা পাঠিয়েছে
উর্বর প্রেরণা পাবার ঝোঁকে।

কামনা অাছে, প্রেরণা নেই
হারিয়ে যাচ্ছে বোধবুদ্ধির উৎসবিন্দুতে,
বাসনা অাছে, প্রত্যয় নেই
অস্থিরতায় অবনমিত হচ্ছে ক্রোধবিন্দুতে।

হতাশা ভীতিগ্রস্তে জলাঞ্জলিত বেশে
অনুনিত হয়েছে উন্মুখ কামনাতে,
কামনা অসহায়ত্বে কাতর হয়ে
প্রার্থনায় নমনীয় হয়েছে প্রেরণাতে।

যাপিত জীবনের বন্ধুর পথের
গল্প নিদারুণ বিভীষিকাময়,
‘কামনা’ নয়, ‘প্রেরণা’তে হোক
সব ভবিষ্যনিধি শোভাময়।
———————————————————————–

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে